বাংলাদেশের পৌরসভা

পৌরসভা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ব্যবস্থার শহর এলাকার সরকার এর মধ্যে নিম্ন স্তরের প্রশাসনিক এলাকা। পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী বাংলাদেশের কোন এলাকা পৌরসভা ঘোষণা করা যেতে পারে যদি ঐ এলাকার তিন চতুর্থাংশ লোক অকৃষজ পেশায় নিয়োজিত থাকে, শতকরা ৩৩ ভাগ লোক অকৃষিজ পেশায় নিয়োজিত থাকে এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৫শত জনের বেশি হয়। এবং ঐ এলাকার মোট জনসংখ্যা ৫০ হাজারের কম হবে না।

পৌরসভার প্রশাসনিক কাঠামো

ক্রমিকপদবীবিস্তারিত
মেয়রসরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এবং পৌর সভার প্রধান। অনেকেই মেয়রকে পৌরপিতা বলে থাকেন।
2কাউন্সিলরসরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি।
প্রধান নির্বাহী কর্মকর্তাপ্রশাসনিক প্রধান

ইতিহাস

গঠন

পৌরসভা গঠনের জন্য চারটি বৈশিষ্ট্য বা যোগ্যতা অবশ্যই থাকতে হবে।
এক. তিন চতুর্থাংশ লোক অকৃষজ পেশায় নিয়োজিত থাকে,
দুই. শতকরা ৩৩ ভাগ লোক অকৃষিজ পেশায় নিয়োজিত থাকে
তিন. জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৫শত জনের বেশি হয় এবং
চার.ঐ এলাকার মোট জনসংখ্যা ৫০ হাজারের কম হবে না

শ্রেণী বিভাগ

বাংলাদেশে তিন ধরনের পৌরসভা রয়েছে। ক শ্রেণী খ শ্রেণী গ শ্রেণী

২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে মোট ৩২৭ টি পৌরসভা রয়েছে। সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন হওয়ার পর ময়মনসিংহ পৌরসভা বিলুপ্ত হয়েছে৷

ক্ষমতা

কার্যাবলী

পৌরসভার মূল দায়িত্ব হইবে- (ক)স্ব-স্ব এলাকাভুক্ত নাগরিকগণের এই আইন ও অন্যান্য আইনের দ্বারা প্রতিষ্ঠিত বিধান অনুসারে সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা; (খ) পৌর প্রশাসন ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে সমন্বয় সাধন এবং সমন্বিত কার্যক্রম গ্রহণ করা; (গ) পৌর এলাকায় নাগরিকগণের পৌরসেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, ইমারত নিয়ন্ত্রণসহ নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা; এবং (ঘ) নাগরিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা৷ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, পৌরসভার কার্যাবলী হইবে - (ক) আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পানি সরবরাহ; (খ) পানি ও পয়ঃ নিষ্কাশন; (গ) বর্জ্য ব্যবস্থাপনা; (ঘ) অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন; (ঙ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে রাস্তা, ফুটপাথ, জনসাধারণের চলাচল, যাত্রী এবং মালামালের সুবিধার্থে টার্মিনাল নির্মাণ; (চ) জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এ প্রদত্ত কার্যাবলী; (ছ) পরিবহন ব্যবস্থাপনার সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা, পথচারীদের সুবিধার্থে যাত্রী ছাউনী, সড়ক বাতি, যানবাহনের পার্কিং স্থান এবং বাস স্ট্যান্ড বা বাস স্টপ এর ব্যবস্থা করা; (জ) নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ; (ঝ) বাজার ও কসাইখানা স্থাপন এবং ব্যবস্থাপনা; (ঞ) শিক্ষা, খেলাধুলা, চিত্ত বিনোদন, আমোদ প্রমোদ এবং সাংস্কৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে সহায়তা, পৌর এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি; এবং (ট) আইন, বিধি, প্রবিধি, উপ-আইন বা সরকার প্রদত্ত আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী৷ (৩) উপরি-উক্ত যে কোন কার্য সম্পাদন করিতে পৌরসভার নিজস্ব কারিগরি ব্যবস্থাপনা ও আর্থিক সামর্থ্য না থাকিলে নাগরিক সুবিধার্থে উপরিউক্ত কার্যাবলী স্থগিত করা যাইবে না৷ (৪) উপ-ধারা (১) ও (২) এ বর্ণিত কোন কার্য সম্পাদিত না হইলে সরকার এতদ্বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবে৷ (৫) উপরি-উক্ত কার্যাবলী ছাড়াও পৌরসভা উহার তহবিলের সঙ্গতি অনুযায়ী দ্বিতীয় তফসিলে বর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে৷

বিভাগ ও শাখা সমূহ

প্রশাসনিক বিভাগ

কঃ সাধারণ শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ নাগরিক সনদ, উত্তারাধিকার সনদ, অবিবাহিত সনদ, বেকারত্ব সনদ, আয়ের সনদ ২ ট্যাক্স কমানো, হোল্ডিং এর নাম খারিজ এর আবেদন ফরম

খঃ পারিবারিক আদালত শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ কোর্ট হতে আগত বিধি কেস, খারিজ হওয়া কেস, পুনরায় চালু করা ২ বিবাহ ও তালাক সংক্রান্ত এবং অন্যান্য সামাজিক অপরাধ

গঃ অভিযোগ ও নিস্পত্তি শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ যে কোন অভিযোগ ‘অভিযোগ নিস্পত্তি সেল’ কর্তৃক বাছাই, শুনানির দিন ধার্য, অভিযোগকারীকে লিখিত নোটিশ প্রদান ও শুনানি অনুষ্ঠানের মাধ্যমে অভিযোগ নিস্পত্তি করে অভিযোগকারীকে অবহিত করা

ঘঃ ট্রেড লাইসেন্স শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ পেশা/ব্যবসা বৃত্তি/ঠিকাদারী লাইসেন্স ২ ট্যাক্স কমানো, হোল্ডিং এর খারিজ

ঙঃ এসেসমেন্ট শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ হোল্ডিং নম্বর প্রদান, পরিবর্তন ২ হোল্ডিং কর পৃথিকীকরন

চঃ পৌর বাজার শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ দোকান বরাদ্দ, দোকান ভাড়া আদায় সংক্রান্ত কার্যক্রম ২ হাট বাজার ইজারা

ছঃ এসেসমেন্ট শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ জাতীয় দিবস পালন ২ বার্ষিক অনুদান (সিবিও দরিদ্র ছার, ক্লাব, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান

প্রকৌশল বিভাগ

কঃ পূর্ত শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ রাস্তা কর্তনের অনুমতি ( পানির লাইন ) ২ ঠিকাদার অর্ন্তভুক্তি ও নবায়ন

খঃ নগর পরিকল্পনা শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ ইমারতের নক্সা অনুমোদন, ভূমির সীমানা নির্ধারন সনদ ২ বিজ্ঞাপন অনুমতি পত্র ৩ অনাপত্তি সনদ / পরিবেশগত ছাড়পত্র প্রদান

গঃ বিদ্যুৎ / যান্ত্রিক শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ সড়ক বাতি রক্ষনাবেক্ষণ ২ রোড রোলার ভাড়া প্রদান

ঘঃ পানি সরবরাহ শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ আবাসিক ও বাণিজ্যিক পানি সরবরাহের সংযোগ ২ হস্ত চালিত নলকূপ

স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগ

কঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ জন্ম/মৃত্যু সনদ, বয়স সনদ প্রদান ২ ইপিআই কার্যক্রমের আওতায় মা ও শিশুদের টীকা দান ৩ জলাতংকের ভ্যাকসিন দেয়া

খঃ পরিচ্ছন্ন শাখা

ক্রমিক নং সেবা সমূহ ১ পৌর এলাকার রাস্তা, হাট-বাজার, মাঠ ঝাড়– দেয়া ২ নর্দমা পরিষ্কার ৩ কঠিন আবর্জনা অপসারন ৪ বেওয়ারিশ কুকুর নিধন ৫ মশক নিধন

পৌরসভার তালিকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.