বাংলাদেশের শহরের তালিকা

এ নিবন্ধটি বাংলাদেশের শহরের তালিকা প্রদর্শন করে যা দক্ষিণ এশিয়ায় অবস্থিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মতে বাংলাদেশের ৫৩২ টি শহরাঞ্চল রয়েছে। [1][2][3]

বাংলাদেশের মানচিত্র
এই নিবন্ধটি
বাংলাদেশের রাজনীতি ও সরকার
ধারাবাহিকের অংশ

রাজনীতি প্রবেশদ্বার

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান শহরের নামের একটি তালিকা তৈরী করা হয়েছে এই নিবন্ধে।

বৃহৎ নগরীসমূহ

বাংলাদেশের ১১টি বৃহৎ নগর রয়েছে যেগুলো ১২টি সিটি কর্পোরেশন দ্বারা শাসিত। এগুলো হল: ঢাকা(ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ), চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর। এগুলোর মধ্যে ঢাকা হল অতিমহানগরী (মেগাসিটি)।

ক্রমশহরআয়তন(কি.মি.2)[2]জনসংখ্যা (২০১১)[2]জেলাবিভাগ
1.ঢাকা৩১৬২,৯০৬,০৩৯ঢাকা জেলাঢাকা বিভাগ
2.চট্টগ্রাম১৫৫২,৫৯২,৪৩৯চট্টগ্রাম জেলাচট্টগ্রাম বিভাগ
3.রাজশাহী৯৭ ৮,৫১,৯৮৯রাজশাহী জেলারাজশাহী বিভাগ
4.ময়মনসিংহ৯১.৩১৫৪,৭৬,৫৪৩ময়মনসিংহ জেলাময়মনসিংহ বিভাগ
5.বগুড়া৬৯.৬৫৫,৪০,০০০বগুড়া জেলারাজশাহী বিভাগ
6.বরিশাল৬৯৩,৩৯,৩০৮বরিশাল জেলাবরিশাল বিভাগ
7.দিনাজপুর৫৮৮,৫৫,৪৫৬দিনাজপুর জেলারংপুর বিভাগ
8.খুলনা৫১খুলনা জেলাখুলনা বিভাগ
9.রংপুর৫০.৬৯৩,০৭,০৫৩রংপুর জেলারংপুর বিভাগ
10.গাজীপুর৪৭.২৩২,১৩,০৬১গাজীপুর জেলাঢাকা বিভাগ
11.সিলেট৪২৫,২৬,৪১২সিলেট জেলাসিলেট বিভাগ
12.কুমিল্লা২৩.৪৪২,৯৬,০১০কুমিল্লা জেলাকুমিল্লা বিভাগ
13.নারায়নগঞ্জ২,৮৬,৩৩০নারায়নগঞ্জ জেলাঢাকা বিভাগ
13. ফরিদপুর ৪৫.৫২৭১৩৪৮ ২১,৪২,৭২০ ফরিদপুর ঢাকা বিভাগ

বৃহৎ নগরীসমূহের চিত্রশালা

বাংলাদেশ সরকার ঘোষিত সিটি কর্পোরেশনের তালিকা অনুযায়ী বাংলাদেশের শহরের তালিকা।

পৌরনগর

বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে পৌরসভা দ্বারা পরিচালিত যেসব শহরের জনসংখ্যা ১০০,০০০ বা তার বেশী সেগুলোকে বড় শহর বা পৌরনগর হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশে পৌরসভা দ্বারা শাসিত ৩১৮ টি শহরের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে এমন ৪৩টি শহরকে বড় শহর বলা হয়। কিন্তু পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ, গাজীপুর ইত্যাদি বড় বড় শহরের জন্য সিটি কর্পোরেশন গঠনের ক্ষেত্রে এদের আশেপাশের কিছু শহরকেও সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত করা হয়। ফলশ্রুতিতে বর্তমানে বাংলাদেশে বড় শহরের সংখ্যা কিছুটা কমে গিয়েছে। সাধারণত জেলা সদরসমূহই এ ধরনের শহর হয়। এগুলো তালিকা নিচে দেয়া হল:

বগুড়া শহর
টাঙ্গাইল শহর
চাঁদপুর শহর
ক্রমশহরপৌরসভাআয়তন (বর্গকিমি)জনসংখ্যা (২০১১)জেলা
১.বগুড়াবগুড়া পৌরসভা৬৯.৫৬৫৪০,০০০বগুড়া
২.দিনাজপুরদিনাজপুর পৌরসভা৫৮৮,৫৫,৪৫৬দিনাজপুর
৩.কুষ্টিয়াকুষ্টিয়া পৌরসভা৪২.৭৯৪১০,১৪৯কুষ্টিয়া
৪.যশোরযশোর পৌরসভা২৮.৫৬২৯৭,৫৭৮যশোর
৫.চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ পৌরসভা২৪.৬০১৮০,৭৩১চাঁপাইনবাবগঞ্জ
৬.ব্রাহ্মণবাড়ীয়াব্রাহ্মণবাড়ীয়া পৌরসভা২২.৫১৭২,০১৭ব্রাহ্মণবাড়ীয়া
৭.চাঁদপুরচাঁদপুর পৌরসভা২২১,৫৯,০২১চাঁদপুর
৮.ফেনীফেনী পৌরসভা২৭.২০১৫৬,৯৭১ফেনী
৯.সিরাজগঞ্জসিরাজগঞ্জ পৌরসভা২৮.৪৯১৫৬,০৮০সিরাজগঞ্জ
১০.পাবনাপাবনা পৌরসভা-১৪৪,৪৪২পাবনা
১১.জামালপুরজামালপুর পৌরসভা৫৩.২৮১৪২,৭৬৪জামালপুর
১২.ফরিদপুরফরিদপুর পৌরসভা১৭.৩৮২১,৪২,৭২০ফরিদপুর
১৩.কক্সবাজারকক্সবাজার পৌরসভা৩২.৯০১২০,৪৮০কক্সবাজার
১৪.মাইজদীনোয়াখালী পৌরসভা-১০৭,৬৫৪নোয়াখালী
১৫.লাকসামলাকসাম পৌরসভা২৭.৭৫১০৩,০০০লাকসাম উপজেলা

[4]

পৌরশহর

বাংলাদেশের যে শহরগুলি জনসংখ্যা ১০০,০০০ এর কম সেগুলোকে জনসংখ্যার ভিত্তিতে ছোট শহর বা পৌরশহর হিসেবে চিহ্নিত করা হয়। পৌরসভা দ্বারা পরিচালিত এমন শহরগুলোর তালিকা হল:

বিভাগসংখ্যাশহর
বরিশাল বিভাগ১১
চট্টগ্রাম বিভাগ২৯
ঢাকা বিভাগ১৩
খুলনা বিভাগ
ময়মনসিংহ বিভাগ১১
রাজশাহী বিভাগ১৬
রংপুর বিভাগ১২
সিলেট বিভাগ

ঢাকা= ১৫,০০০,০০০ চট্টগ্রাম= ৪,০০০,০০০ খুলনা= ২,৩০০,০০০ রাজশাহী= ২,০০০,০০০ বগুড়া= ১,৮০০,০০০ সিলেট= ১,৬০০,০০০ কুমিল্লা= ১,৩০০,০০০ ময়মনসিংহ= ১,২০০,০০০ রংপুর= ১,১০০,০০০ নারায়ণগঞ্জ= ১,০০০,০০০ গাজীপুর= ১,০০০,০০০ বরিশাল= ৮০০,০০০

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Population and Housing Census 2011 - Volume 3: Urban Area Report (PDF), Bangladesh Bureau of Statistics, আগস্ট ২০১৪
  2. Statistical Pocketbook Bangladesh 2017 (PDF), Bangladesh Bureau of Statistics, ২০১৮
  3. http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/PopulationHousingCensus2011.pdf%5B%5D

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.