ফেনী পৌরসভা
ফেনী পৌরসভা বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
ফেনী পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
![]() ফেনী পৌরসভার ভবন | |
![]() ![]() ফেনী পৌরসভা | |
স্থানাঙ্ক: ২৩°০′৪২″ উত্তর ৯১°২৩′৪৩″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ফেনী সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৮ |
সরকার | |
• পৌর মেয়র | হাজী আলাউদ্দিন |
আয়তন | |
• মোট | ২৭.২০ কিমি২ (১০.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৮০,০০০ |
• জনঘনত্ব | ৬৬০০/কিমি২ (১৭০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯০০ ![]() |
অবস্থান ও সীমানা
.jpg)
ফেনী পৌরসভা ভবন
ফেনী পৌরসভা ফেনী জেলার কলেজ রোডে অবস্থিত। ফেনী সরকারি কলেজের দক্ষিণ দিকে দ্বিতল পৌরসভা ভবনটি অবস্থিত। এ পৌরসভার উত্তরে ধর্মপুর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে শর্শদি ইউনিয়ন, পশ্চিমে পাঁচগাছিয়া ইউনিয়ন, দক্ষিণে বালিগাঁও ইউনিয়ন এবং পূর্বে কালিদহ ইউনিয়ন ও কাজিরবাগ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
১৯৫৮ সালে এই পৌরসভা গঠিত হয়। এটি প্রথম শ্রেণীর পৌরসভা ও ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত মাত্র ২৭.২০ বর্গ কিলোমিটার আয়তনের ফেনী পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ।
ওয়ার্ড নং | মৌজা | |
---|---|---|
ওয়ার্ড নং ০১ | ||
ওয়ার্ড নং ০২ | ||
ওয়ার্ড নং ০৩ | ||
ওয়ার্ড নং ০৬ | ||
ওয়ার্ড নং ০৭, | ||
ওয়ার্ড নং ০৯ | ||
ওয়ার্ড নং ১০ | ||
ওয়ার্ড নং ১১ | চাড়িপুর |
ইতিহাস
উল্লেখযোগ্য স্থান/স্থাপনা
- ফেনী রাজাজির দীঘি
- সার্কিট হাউজ সংলগ্ন পূর্ব বিজয়সিংহ দীঘি
- শের শাহের আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাংক রোড
- ফেনী সরকারি পাইলট হাই স্কুল: ১৮৮৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
- ফেনী গার্লস ক্যাডেট কলেজ: ৭ই জুন, ২০০৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এটি ফেনী বিমানবন্দরে অবস্হিত।
- ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় : ১৯১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি শহরের প্রাণকেন্দ্র গ্রান্ড ট্র্যাংক রোডে অবস্থিত।
শিক্ষা
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- "ফেনী পৌরসভা"। ২১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.