কাজিরবাগ ইউনিয়ন

আয়তন

আয়তন: ৩৫৩৫ একর (১৪,.৩১বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

বাংলাদেশের ১৯৯১ লোক গননা (আদমশুমারী) থেকে কাজীরবাগ ইউনিয়নের জনসংখ্যা ২৫,৫০০।

অবস্থান ও সীমানা

ফেনী সদর উপজেলার উত্তর-পূর্বাংশে কাজিরবাগ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ধর্মপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে ফেনী পৌরসভা, দক্ষিণে কালিদহ ইউনিয়ন, পূর্বে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন, উত্তরে-পূর্বে সিলোনিয়া নদীফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

কাজিরবাগ ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • সোনাপুর
  • রুহিতিয়া
  • শ্রীপুর
  • অশ্বদিয়া
  • মালিপুর
  • কাজিরবাগ
  • গিল্লাবাড়িয়া

শিক্ষা ব্যবস্থা

কাজীরবাগ ইউনিয়নর সাক্ষরতার হার ৫১.৪%।

শিক্ষা প্রতিষ্ঠান

কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান
  • ফেনী কম্পিউটার ইনস্টিটিউট
মাধ্যমিক বিদ্যালয়
  • কাজিরবাগ হাজী দোস্ত মুহাম্মদ উচ্চ বিদ্যালয়
  • সোনাপুর উচ্চ বিদ্যালয়
  • রুহিতিয়া উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাজিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

কাজিরবাগ ইউনিয়নের উত্তর-পূর্ব দিকে সিলোনিয়া নদী প্রবাহিত হচ্ছে। এছাড়াও পশ্চিম সোনাপুর ও মালিপুর গ্রামের মধ্য দিয়ে কমড়াছড়া খাল প্রবাহিত হচ্ছে।[1]

হাট-বাজার

  • কাজিরবাগ বাজার
  • রাণীরহাট বাজার


দর্শনীয় স্থান

  • তৃপ্তি পার্ক
  • কাজিরবাগ ইকো পার্ক

[2]

জনপ্রতিনিধি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "খাল ও নদী"kazirbagup.feni.gov.bd। kazirbagup। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮
  2. "দর্শনীয় স্থান"kazirbagup.feni.gov.bd। kazirbagup। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.