চৌমুহনী পৌরসভা

চৌমুহনী পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা

চৌমুহনী
পৌরসভা
চৌমুহনী পৌরসভা
চৌমুহনী
বাংলাদেশে চৌমুহনী পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৬′২১″ উত্তর ৯১°৭′০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাবেগমগঞ্জ উপজেলা
প্রতিষ্ঠাকাল১৯৭৩
সরকার
  পৌর মেয়রআক্তার হোসেন ফয়সাল (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট২০.৭০ কিমি (৭.৯৯ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট১,৬৫,০০০
  জনঘনত্ব৮০০০/কিমি (২১০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮২১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

চৌমুহনী পৌরসভার আয়তন ২০.৭০ বর্গ কিলোমিটার।

অবস্থান ও সীমানা

বেগমগঞ্জ উপজেলার মধ্যাংশে চৌমুহনী পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তর-পশ্চিমে মিরওয়ারিশপুর ইউনিয়ন, উত্তরে নরোত্তমপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে দুর্গাপুর ইউনিয়ন, পূর্বে হাজীপুর ইউনিয়ন, দক্ষিণে শরীফপুর ইউনিয়নএকলাশপুর ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে ও পশ্চিমে বেগমগঞ্জ ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল

১৯৭৩ সালে চৌমুহনী পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

প্রশাসনিক এলাকা

চৌমুহনী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এটি একটি 'ক' শ্রেণীর পৌরসভা।

যোগাযোগ ব্যবস্থা

জনসংখ্যা

চৌমুহনী পৌরসভার জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৬৫ হাজার।

শিক্ষা

  • চৌমুহনী সরকারি এস এ কলেজ
  • চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়
  • বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
  • বেগমগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়
  • গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
  • মদন মোহন উচ্চ বিদ্যালয়
  • আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ

অর্থনীতি

জনপ্রতিনিধি

  • পৌর মেয়র: আক্তার হোসেন ফয়সাল

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.