বেগমগঞ্জ উপজেলা

বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। সোনাইমুড়ি বিভক্ত হওয়ার আগে এটি ছিল জনসংখ্যার দিক থেক বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা।

বেগমগঞ্জ
উপজেলা
বেগমগঞ্জ
বাংলাদেশে বেগমগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৭′ উত্তর ৯১°৬′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
প্রতিষ্ঠাকাল১৮৯২
আয়তন
  মোট২৩৭.৮২ কিমি (৯১.৮২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৪,৭৬,৩২৪
  জনঘনত্ব২০০০/কিমি (৫২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৫.৪৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৭৫ ০৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

২২°৫২´ থেকে ২৩°০৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৯´ থেকে ৯১°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বেগমগঞ্জ উপজেলার অবস্থান। এ উপজেলার দক্ষিণে নোয়াখালী সদর উপজেলাকবিরহাট উপজেলা, পূর্বে সেনবাগ উপজেলা, উত্তরে সোনাইমুড়ি উপজেলা, উত্তর-পশ্চিমে চাটখিল উপজেলা এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

বেগমগঞ্জ থানা গঠিত হয় ১৮৯২ সালে। বর্তমানে এটি উপজেলা। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

শিক্ষা

উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠাসমূহ হলঃ

  • আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী;
  • বেগমগঞ্জ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী;
  • কৃষি ইনস্টিটিউট;
  • সরকারি এস এ কলেজ;
  • বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়;
  • বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়
  • বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

কৃতী ব্যক্তিত্ব

অর্থনীতি

চৌমুহনী বৃহত্তর নোয়াখালীর বাণিজ্য শহর হিসেবে খ্যাত। এই অঞ্চলের অধিকাংশ বাজারের পাইকারী পণ্য চৌমুহনী থেকে নেয়া হয়। চৌমুহনীতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বইয়ের বাজার। উপজেলায় গ্লোব ফার্মাসিউটিকাল গ্রুপ ও আল-আমিন গ্রুপের বিভিন্ন কারখানাসহ উল্লেখযোগ্য সংখ্যক বৃহৎ ও মাঝারি শিল্প রয়েছে।

জনপ্রতিনিধি

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[2] সংসদ সদস্য[3][4][5][6][7] রাজনৈতিক দল
২৭০ নোয়াখালী-৩ বেগমগঞ্জ উপজেলা মোঃ মামুনুর রশীদ কিরন বাংলাদেশ আওয়ামী লীগ

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে বেগমগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  3. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  4. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  5. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.