রুমা উপজেলা

রুমা বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা

রুমা
উপজেলা
বগাকাইন হ্রদ
রুমা
বাংলাদেশে রুমা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°২′৫৮″ উত্তর ৯২°২৪′৫০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
প্রতিষ্ঠাকাল১৯৭৬
সংসদীয় আসন৩০০ পার্বত্য বান্দরবান
সরকার
  সংসদ সদস্যবীর বাহাদুর উশৈ সিং (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট৪৯২.১০ কিমি (১৯০.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৯,০৯৮
  জনঘনত্ব৫৯/কিমি (১৫০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট২৮.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬২০
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ০৩ ৯১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

রুমা উপজেলার আয়তন ৪৯২.১০ বর্গ কিলোমিটার (১,২১,৬০০ একর)।[1][2]

অবস্থান ও সীমানা

বান্দরবান জেলার উত্তরাংশে ২১°৫৩´ থেকে ২২°১০´ উত্তর অক্ষাংশ এবং ৯২°১৭´ থেকে ৯২°৩৪´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে রুমা উপজেলার অবস্থান।[2] বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। এ উপজেলার উত্তরে রোয়াংছড়ি উপজেলা; পশ্চিমে রোয়াংছড়ি উপজেলা, বান্দরবান সদর উপজেলালামা উপজেলা; দক্ষিণে থানচি উপজেলা এবং পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

১৯৭৬ সালে রাঙ্গামাটি জেলা এবং বান্দরবান মহকুমার অধীনে বর্তমান রুমা উপজেলা থানা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে রুমা উপজেলায় রূপান্তরিত হয়।[3] এ উপজেলায় বর্তমানে ৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ রুমা উপজেলার প্রশাসনিক কার্যক্রম রুমা থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:[3]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রুমা উপজেলার মোট জনসংখ্যা ২৯,০৯৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৪৬৯ জন এবং মহিলা ১৩,৬২৯ জন। মোট পরিবার ৫,৯১৭টি।[1] মোট জনসংখ্যার ৬.৮২% মুসলিম, ১.৫৬% হিন্দু, ৪৪.৬৮% বৌদ্ধ, ৩৭.২৭% খ্রিস্টান এবং ৯.৬৭% অন্যান্য ধর্মাবলম্বী।[2] এ উপজেলায় মার্মা, চাকমা, ত্রিপুরা সহ মোট ১১ উপজাতি নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে।[3]

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রুমা উপজেলার সাক্ষরতার হার ২৮.৯%।[1] এ উপজেলায় ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

রুমা উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-রুমা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম চাঁদের গাড়ি।

ধর্মীয় উপাসনালয়

রুমা উপজেলায় ৬টি মসজিদ, ১টি মন্দির এবং ৩৫টি বিহার রয়েছে।[2]

নদ-নদী

রুমা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী[3]

হাট-বাজার

রুমা উপজেলার প্রধান হাট-বাজার ৩টি, রুমা বাজার, কৈক্ষ্যংঝিরি বাজার এবং কমলা বাজার।[4]

দর্শনীয় স্থান

রুমা উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[3]

জনপ্রতিনিধি

সংসদীয় আসন
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[5] সংসদ সদস্য[6][7][8][9][10] রাজনৈতিক দল
৩০০ পার্বত্য বান্দরবান বান্দরবান জেলা বীর বাহাদুর উশৈ সিং বাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান[11] অংথোয়াইচিং মার্মা
০২ ভাইস চেয়ারম্যান[12] জিংসম লিয়ান বম
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান[13] জিং এং ময় বম
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা[14] মোহাম্মদ শামসুল আলম

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯
  2. "রুমা উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  3. "এক নজরে উপজেলা - রুমা উপজেলা - রুমা উপজেলা"ruma.bandarban.gov.bd
  4. "হাট বাজার - রুমা উপজেলা - রুমা উপজেলা"ruma.bandarban.gov.bd
  5. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  6. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  7. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  8. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  9. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  10. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  11. "জনাব অংথোয়াইচিং মার্মা - রুমা উপজেলা - রুমা উপজেলা"ruma.bandarban.gov.bd
  12. "জিংসম লিয়ান বম - রুমা উপজেলা - রুমা উপজেলা"ruma.bandarban.gov.bd
  13. "মিস জিং এং ময় বম - রুমা উপজেলা - রুমা উপজেলা"ruma.bandarban.gov.bd
  14. "মোঃ শামসুল আলম - রুমা উপজেলা - রুমা উপজেলা"ruma.bandarban.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.