রামগতি উপজেলা
রামগতি উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
রামগতি | |
---|---|
উপজেলা | |
![]() ![]() রামগতি | |
স্থানাঙ্ক: ২২°৩৬′১৬″ উত্তর ৯১°০′৭″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
আয়তন | |
• মোট | ৩৭৫ কিমি২ (১৪৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,২৯,১৫৩[1] |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৫১ ৭৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
রামগতি উপজেলার উত্তরে কমলনগর উপজেলা, পূর্বে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা, দক্ষিণে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা এবং পশ্চিমে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা ও দৌলতখান উপজেলা অবস্থিত।
ইতিহাস
প্রশাসনিক এলাকা
রামগতি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামগতি থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
স্বাস্থ্য
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলেকজাণ্ডার, রামগতি পৌরসভা
শিক্ষা
আ স ম আব্দুর সরকারি কলেজ, আহম্মদিয়া ডিগ্রি কলেজ, এম এ হাদি ডিগ্রি কলেজ, আলেকজান্ডার মহিলা কলেজ
কৃষি
ধান, মরিচ, সয়াবিন, নারিকেল, সুপারি, বাদাম ইত্যাদি
অর্থনীতি
এই স্থানটি মৎস উৎপাদনের জন্য বিখ্যাত।
যোগাযোগ ব্যবস্থা
- বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন - পাল্কি, গরুর গাড়ি।
- বর্তমানঃ সি এন জি, অটো।
কৃতী ব্যক্তিত্ব
- কমরেড মোহাম্মদ তোয়াহা-রাজনীতিবিদ
- এ. এস. এম. আবদুর রব - রাজনীতিবিদ।
- এডভোকেট আব্দুর রব চৌধুরী-রাজনীতিবিদ ও প্রশাসনিক ব্যক্তিত্ব
- আশরাফ উদ্দিন নিজাম - রাজনীতিবিদ।
- আব্দুল্লাহ-আল-মামুন - রাজনীতিবিদ।
- মাস্টার আব্দুল জলিল - শিক্ষানুরাগী
- হাফেজ মাওলানা আতিক উল্লাহ - শিক্ষানুরাগী।
- হাফেজ মাওলানা আব্দুল মো'মিন - শিক্ষানুরাগী।
- আজাদ মিঞা - রাজনীতিবিদ।
- মরহুম আমির হোসেন মজনু - মুক্তিযুদ্ধা ও ল্যান্স নায়েক, বাংলাদেশ সেনাবাহিনি
- মাওলানা নূর মোহাম্মদ নূরী, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক
- আব্দুল হামিদ খান, সমাজসেবক ও শিক্ষানুরাগী
দর্শনীয় স্থান
- রামগতি
রামগতি দ্বায়রা শরিফ, টাংকিরচর, ভবানী সাহার মঠ, মেঘনা বেড়ীবাঁধ, মেঘনা তীর, চর গজারিয়া, বয়ার চর, ঝাঁউবন, মেঘনা সুইচ গেইট।
- চর আলেকজেন্ডার
আলেকজেন্ডার বেড়ীবাঁধ, বুড়া কর্তার আশ্রম, আলেকজেন্ডার দ্বায়রা শরিফ।
- আজাদ নগর
ভুলুয়া নদী, আজাদ নগর ব্রীজ।
জনপ্রতিনিধি
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[2] | সংসদ সদস্য[3][4][5][6][7] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৭৭ লক্ষ্মীপুর-৪ | কমলনগর উপজেলা এবং রামগতি উপজেলা | আবদুল মান্নান | বিকল্পধারা বাংলাদেশ |
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে রামগতি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।