দৌলতখান উপজেলা

দৌলতখান উপজেলা বাংলাদেশের ভোলা জেলার একটি প্রশাসনিক এলাকা।

দৌলতখান
উপজেলা
দৌলতখান
দৌলতখান
বাংলাদেশে দৌলতখান উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′১৭″ উত্তর ৯০°৪৪′২৪″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাভোলা জেলা
আয়তন
  মোট৩১৬.১০ কিমি (১২২.০৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৭২,৮০০
  জনঘনত্ব৫৫০/কিমি (১৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৭.৫০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৯ ২৯
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

নামকরন এর ইতিহাস নিয়ে উল্লেখ্য যোগ্য একাধিক মতবাদ পাওয়া যায়।মোগল শাষন আমলে সম্রাট শাহজান এর সেনাপতি শাহবাজ খান তার সামন্তসেনা দৌলতখান এর সহতায় মগ ও পর্তুগীজ দস্যুদের কঠোর হস্তে দমন করে এ এলাকায় শান্তি ফিরিয়ে আনেন।ফলে তার পরিচিত ছিল অনেক। তিনি যেখানে বসাবস করতেন তার নাম দৌলতখান রেখেছেন সেই অনুযায়ী নামকরন করা হচ্ছে বলে মনে করা হয়।

দৌলতখান নামে এক সাধকের নামে এই উপজেলার নামকরণ করা হয়।স্থানীয় অধিবাসীদের মতে প্রথমটাই গ্রহনযোগ্য বলে মনে করেন।[2]

অবস্থান

এই উপজেলার উত্তরে মেঘনা নদীভোলা সদর উপজেলা; দক্ষিণে বোরহানউদ্দিনতজুমদ্দিন উপজেলা; পূর্বে মেঘনা নদী এবং পশ্চিমে ভোলা সদর উপজেলা

প্রশাসনিক এলাকাসমূহ

দৌলতখান উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দৌলতখান থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

এখানে ৪৭ টি মৌজা এবং ২৭ টি গ্রাম রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর অধীনে ১৯৯৮ সালে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে দৌলতখান পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর এটি “খ” শ্রেণীতে উন্নীত হয়। [3] মেয়র হলেন আলী আজম মুকুল, মেয়র [4] মোঃ জাকির হোসেন তালুকদার মেয়র (কার্যকাল ২০১৪ - বর্তমান)

ভোলা-২ আসনটি ভোলা জেলার দৌলতখান উপজেলাবোরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত।[5]

তৃতীয় জাতীয় সংসদ পঞ্চম জাতীয় সংসদ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। ১৯৯১ সালে উপ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে মোশারেফ হোসেন শাহজাহান নির্বাচিত হন। ষষ্ঠ জাতীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নিজাম উদ্দিন আহম্মেদ নির্বাচিত হন। ১৯৯৬ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর হাফিজ ইব্রাহিম নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ , একাদশ জাতীয় সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে আলী আজম নির্বাচিত হন।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দৌলতখান উপজেলার মোট জনসংখ্যা ১,৬৮,৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ৮৩,৩৬৯ জন এবং মহিলা ৮৫,১৯৮ জন। মোট পরিবার ৩৪,৬৭০টি।[6]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দৌলতখান উপজেলার সাক্ষরতার হার ৪১.৬%।[6]

কৃষি

অর্থনীতি

কৃতী ব্যক্তিত্ব

বিবিধ

তথ্যসুত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দৌলতখান উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫
  2. বাংলাদেশের লোকজ সাংস্কৃতিক গ্রন্থমালা ভোলা জেলার ইতিহাস, পৃষ্টা নং ২৫-২৬
  3. "দৌলতখান পৌরসভা সম্পর্কে তথ্য"। www.paurainfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫
  4. "রাজশাহী, রংপুর, খুলনা,ও বরিশাল বিভাগের বিজয়ী মেয়র প্রার্থীদের তালিকা"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫
  5. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  6. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৯

আরও দেখুন

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.