গলাচিপা উপজেলা
গলাচিপা বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা।
গলাচিপা উপজেলা | |
---|---|
![]() ![]() ![]() ![]() | |
স্থানাঙ্ক: ২২°৯′৫১″ উত্তর ৯০°২৫′৫৬″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | পটুয়াখালী জেলা |
জনসংখ্যা | |
• মোট | ৩,২৫,২৩৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৮৬৪০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৮ ৫৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
এর উত্তরে পটুয়াখালী সদর, বাউফল ও দশমিনা উপজেলা, পূর্বে দশমিনা ও চরফ্যাশন উপজেলা, দক্ষিণে রাঙ্গাবালী উপজেলা এবং পশ্চিমে আমতলী ও কলাপাড়া উপজেলা।
এক নজরে গলাচিপা উপজেলা
গলাচিপা উপজেলার বিভিন্ন তথ্য
০১. আয়তন : ৯২৫.০৮ বর্গ কিঃ মিঃ
০২ সংসদীয় এলাকার নাম : ১১৩ পটুয়াখালী-৩
০৩ মোট লোক সংখ্যা : ২,৫৮,৫২৫ জন (পরুষ - ১,২৭৭৫৯ জন , মহিলা - ১,৩০,৭৬৮ জন)
০৪ শিক্ষর হার : ৩৪.৮৯%
০৫ পৌরসভার সংখ্যা : ০১ টি
০৬ ইউনিয়ন পরিষদের সংখ্যা : ১২ টি
০৭ ইউনিয়ন পরিষদ কমপেক্স নির্মান : ০৮ টি
০৮ গ্রামের সংখ্যা : ২৩৬ টি
০৯ বিশ্ব বিদ্যালয়ের সংখ্যা : নাই
১০ কলেজর সংখ্যা : ০৯ টি (এমপিওভুক্ত ০৭ টি )
১১ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ৪৬ টি (এমপিওভুক্ত ৪৫ টি )
১২ মাদ্রাসার সংখ্যা : ৩৭ টি (এমপিওভুক্ত ৩৩ টি )
১৩ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ৮৮ টি
১৪ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ৮৬ টি
১৫ মসজিদের সংখ্যা : ১০০১ টি
১৬ মন্দিরের সংখ্যা : ৫০ টি
১৭ গীর্জার সংখ্যা : নাই
১৮ পাঠাগার : ০১ টি
১৯ মোট নীট আবাদী ফসালী জমির পরিমান : ৬৯,৫০০ হেক্টর
২০ মোট চরের সংখ্যা ও চর এলাকা : ৫২ টি ৬৪,৪৭৮.২৪ একর
২১ বর্তমানে বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমান : ৭৯৮.৯৬ একর
২২ বন এলাকা : ২১,৯৫২.০০ একর
২৩ প্রধান প্রধান কৃষি ফসল : ধান, চিনাবাদাম, মিষ্টি আলু , মরিচ, খিসারী, তিল, সরিষা, তরমুজ, ও পান।
২৪ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান সংখ্যা : ১৯৮ টি (১ টি কুটির শিল্প )।
২৫ পাকা রাস্থা : ৮২ কিঃ মিঃ
২৬ কাচা রাস্থা : ১২৪১ কিঃ মিঃ
২৭ ঘূর্নিঝড় আশ্রয় কেন্দের সংখ্যা : ৭৮ টি (মূল সাইক্লোন সেন্টার ১০ টি ও স্কুল কাম সাইক্লোন সেন্টার ৬৮ টি)
২৮ মাটির কিলা সংখ্যা : ০৬ টি
২৯ পোস্ট অফিসের সংখ্যা : ০১ টি
৩০ সাব পোস্ট অফিসের সংখ্যা : ২৪ টি
৩১ টেলিফোন একচেঞ্জ সংখ্যা : ০১ টি (ডিজিটাল)
৩২ পিসিও সংখ্যা : ০২ টি
৩৩ ভিএইচ এফ : ১০ টি ও এইচ এফ ০১ টি
৩৪ হাসপাতালের সংখ্যা : ০১ টি (৫০ শয্যা বিশিষ্ট)
৩৫ ইউনিয়ন সাস্থ্য ও পঃ পঃ কেন্দ্র সংখ্যা : ০৯ টি
৩৬ ইউনিয়ন উপ-সাস্থ্য কেন্দ্র সংখ্যা : ০৪ টি
৩৭ পশু হাসপাতালের সংখ্যা : ০১ টি
৩৮ পলী বিদ্যুৎ গ্রাহক সংখ্যা : ২৯২৬ টি
৩৯ গ্রোথ সেন্টার সংখ্যা : ০৬ টি
৪০ মোট গভীর নলকুপের সংখ্যা : ৩৬০৫ টি
৪১ স্যনিটেশন কভারেজ : ৭১.৭১ %
৪২ থানার সংখ্যা : ০১ টি
প্রশাসনিক এলাকাসমূহ
গলাচিপা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম গলাচিপা থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গলাচিপা উপজেলার মোট জনসংখ্যা ৩,৬১,৫১৮ জন। এর মধ্যে পুরুষ ১,৭৯,৬৫২ জন এবং মহিলা ১,৮১,৮৬৬ জন। মোট পরিবার ৮০,০৫৪টি।[1]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গলাচিপা উপজেলার সাক্ষরতার হার ৪৫.৪%।[1]
গলাচিপা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সমূহ
১. গলাচিপা সরকারি কলেজ
২. গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ
৩. গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
৪. গলাচিপা এন.জেড আলিম মাদ্রাসা
৫. গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়
৬. বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ ম্কুল
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- আ খ ম জাহাঙ্গীর হোসাইন (সমাজ সেবক,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা,৭৫ সময় কালীন, ছাত্রলীগে মেধাবী ছাত্রনেতা এবং বঙ্গবন্ধু মুজিব কে সহপরিবারে হত্যার পর, যে কজন ছাত্রনেতা কারা নির্যাতনের শিকার হয় তাদের ভিতর তিনিও অন্যতম )
- গোলাম মাওলা রনি-কলামিস্ট(সাবেক এমপি)
- এস এম শাহজাদা সাজু (বর্তমান এমপি)
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯।