বাউফল পৌরসভা

বাউফল পৌরসভা বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত বাউফল উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ২০০১ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় [3] এটি একটি খ শ্রেনীর পৌরসভা। [4]

বাউফল পৌরসভা
স্থানীয় সরকার
বাউফল পৌরসভা লোগো
ইতিহাস
প্রতিষ্ঠাকাল১০ জুলাই ২০০১ (2001-07-10)
নতুন অধিবেশন শুরু১৭ জুন ২০১২ (2012-06-17)
নেতৃত্ব
মেয়রমোঃ জিয়াউল হক [1]
নির্বাচন
ভোটদান ব্যবস্থাএফপিটিপি
সর্বশেষ নির্বাচন২২ মে ২০১২ (2012-05-22) [2]
সভাস্থল
বাউফল পৌরসভা কার্যালয়

ইতিহাস

২০০১ সালের ১০ জুলাই গ শ্রেণীর পৌরসভা হিসেবে বাউফল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১২ সালের ২৭ জুন এটি খ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [5]

প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল ৩.১৭৫ বর্গ কিলোমিটার। পৌরসভা গঠিত হওয়ার পর থেকে বিএনপিআওয়ামী লীগ থেকে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগ করে পাঁচ বছর পৌরসভা পরিচালিত হয়। ২০০৬ সালের ২৪ আগষ্ট বাউফল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১২ সালের ২৮ জানুয়ারি পৌরসভার মেয়াদ শেষ হয়। [2] একই বছর ২২ মে দ্বিতীয় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোঃ জিয়াউল হক মেয়র হিসেবে নির্বাচিত হন ও ১৭ জুন দায়িত্ব গ্রহণ করেন।

প্রশাসনিক অবকাঠামো

বাউফল পৌরসভার বর্তমান আয়তন ৩.১৭৫ বর্গ কিলোমিটার। [6] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। [3] এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বাউফল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১২নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাউফল পৌরসভার মোট জনসংখ্যা ১১,৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ৫,৬৫৩ জন এবং মহিলা ৫,৭৮২ জন। মোট পরিবার ২,৫৩৮টি।[7]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাউফল পৌরসভার সাক্ষরতার হার ৭৫.৮%।[7]

মেয়রদের তালিকা

  • কাজী ফরিদুজ্জামান টিপু, মেয়র (কার্যকাল ২০০৬ - ২৮/০১/২০১২) [8]
  • মোঃ জিয়াউল হক , মেয়র (কার্যকাল ১৭/৬/২০১২ - বর্তমান)

শিক্ষাব্যবস্থা

বাউফল পৌর এলাকায় শিক্ষার হার ৬৯.৬৯% । [9]

তথ্যসূত্র

  1. "বাউফল পৌরসভা - জনপ্রতিনিধি তথ্য - মেয়র"www.Paurainfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫
  2. "বাউফল পৌরসভা নির্বাচন ২২ মে"। আজকের বরিশাল। ১২ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫
  3. "বাউফল পৌরসভা সম্পর্কে তথ্য"www.Paurainfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫
  4. "পৌরসভার তালিকা" (PDF)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫
  5. "বাউফল পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত"দৈনিক প্রথম আলো। ৩০ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫
  6. "এক নজরে বাউফল পৌরসভা"। www.paurainfo.gov.bd। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫
  7. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯
  8. "বাউফল পৌরসভার সাবেক মেয়র কাজী ফরিদুজ্জামান (টিপু) আর নেই"। আমাদের বাউফল। ৫ জুন ২০১৪। ৮ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫
  9. "বাউফল পৌরসভা - আদমশুমারী তথ্য"www.paurainfo.gov.bd/। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.