পটুয়াখালী পৌরসভা
পটুয়াখালী পৌরসভা বাংলাদেশের পটুয়াখালী জেলার একটি স্থানীয় সরকার সংস্থা। ১৮৯২ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়।[3][4] ও এটি বাংলাদেশের প্রাচীন পৌরসভার গুলোর মধ্যে অন্যতম। এটি একটি ক শ্রেনীর পৌরসভা।[5]
পটুয়াখালী পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
প্রতিষ্ঠাকাল | ১৮৯২ |
নতুন অধিবেশন শুরু | টেমপ্লেট:শুরুর তারিখ ২৮/০২/২০১৯ |
নেতৃত্ব | |
মেয়র | মহিউদ্দিন আহমেদ [1], বাংলাদেশ আওয়ামী লীগ [2] |
নির্বাচন | |
ভোটদান ব্যবস্থা | এফপিটিপি |
সর্বশেষ নির্বাচন | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ |
সভাস্থল | |
পটুয়াখালী পৌরসভা কার্যালয় | |
ওয়েবসাইট | |
www.patuakhalimunicipality.gov.bd |
ইতিহাস
১৮৮২ সালে পটুয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল ৩.৫ বর্গ মাইল (৯.০৬ বর্গ কিলোমিটার)। ১০ জন নির্বাচিত পৌর সদস্য ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পৌরসভা পরিচালিত হত। [3]
প্রশাসনিক অবকাঠামো
পটুয়াখালী পৌরসভার বর্তমান আয়তন ২৬ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পটুয়াখালী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১১নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-১ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী পৌরসভার মোট জনসংখ্যা ৬৫,০০০ জন। এর মধ্যে পুরুষ ৩৩,৬৩০ জন এবং মহিলা ৩১,৩৭০ জন। মোট পরিবার ১৩,৯৯৪টি।[6]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী পৌরসভার সাক্ষরতার হার ৭৯.৯%।[6]
প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা
- আবদুল হক, চেয়ারম্যান (কার্যকাল ২৫/২/১৯৮৯ - ৩১/১২/১৯৯১)
- এ্যাড.মোঃ সুলতান আহম্মেদ মৃধা , চেয়ারম্যান (কার্যকাল ১৮/০৩/১৯৯৩ - ২৪/০৩/১৯৯৯)
- মোশতাক আহম্মেদ, চেয়ারম্যান ও মেয়র, (কার্যকাল ২৪/০৩/১৯৯৯ - ১০/০২/২০১১)
- ডা. শফিকুল ইসলাম, মেয়র, (কার্যকাল ১৩/০২/২০১১ -০৯/০১/২০১৯)
তথ্যসূত্র
- "পটুয়াখালী পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- "রাজশাহী, রংপুর, খুলনা,ও বরিশাল বিভাগের বিজয়ী মেয়র প্রার্থীদের তালিকা"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।
- জ্যাক, জে, সি,। বাকেরগঞ্জ জেলা গ্যাজেটিয়ার অধায় ২ (PDF) (১৯২৮ সংস্করণ)। কলকাতাঃ বেঙ্গল সচিবালয় পুস্তক বিভাগ। পৃষ্ঠা ১১২ ও ৭২ – ১২১। ২৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- "এক নজরে পটুয়াখালী পৌরসভা"। www.Paurainfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।
- "পৌরসভার তালিকা" (PDF)। স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯।