পটুয়াখালী পৌরসভা

পটুয়াখালী পৌরসভা বাংলাদেশের পটুয়াখালী জেলার একটি স্থানীয় সরকার সংস্থা। ১৮৯২ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়।[3][4] ও এটি বাংলাদেশের প্রাচীন পৌরসভার গুলোর মধ্যে অন্যতম। এটি একটি ক শ্রেনীর পৌরসভা।[5]

পটুয়াখালী পৌরসভা
স্থানীয় সরকার
ইতিহাস
প্রতিষ্ঠাকাল১৮৯২ (1892)
নতুন অধিবেশন শুরুটেমপ্লেট:শুরুর তারিখ ২৮/০২/২০১৯
নেতৃত্ব
মেয়রমহিউদ্দিন আহমেদ [1], বাংলাদেশ আওয়ামী লীগ [2]
নির্বাচন
ভোটদান ব্যবস্থাএফপিটিপি
সর্বশেষ নির্বাচন২৮ ফেব্রুয়ারি ২০১৯ (2019-02-28)
সভাস্থল
পটুয়াখালী পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
www.patuakhalimunicipality.gov.bd

ইতিহাস

১৮৮২ সালে পটুয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল ৩.৫ বর্গ মাইল (৯.০৬ বর্গ কিলোমিটার)। ১০ জন নির্বাচিত পৌর সদস্য ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পৌরসভা পরিচালিত হত। [3]

প্রশাসনিক অবকাঠামো

পটুয়াখালী পৌরসভার বর্তমান আয়তন ২৬ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পটুয়াখালী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১১নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-১ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী পৌরসভার মোট জনসংখ্যা ৬৫,০০০ জন। এর মধ্যে পুরুষ ৩৩,৬৩০ জন এবং মহিলা ৩১,৩৭০ জন। মোট পরিবার ১৩,৯৯৪টি।[6]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী পৌরসভার সাক্ষরতার হার ৭৯.৯%।[6]

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা

  • আবদুল হক, চেয়ারম্যান (কার্যকাল ২৫/২/১৯৮৯ - ৩১/১২/১৯৯১)
  • এ্যাড.মোঃ সুলতান আহম্মেদ মৃধা , চেয়ারম্যান (কার্যকাল ১৮/০৩/১৯৯৩ - ২৪/০৩/১৯৯৯)
  • মোশতাক আহম্মেদ, চেয়ারম্যান ও মেয়র, (কার্যকাল ২৪/০৩/১৯৯৯ - ১০/০২/২০১১)
  • ডা. শফিকুল ইসলাম, মেয়র, (কার্যকাল ১৩/০২/২০১১ -০৯/০১/২০১৯)

তথ্যসূত্র

  1. "পটুয়াখালী পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫
  2. "রাজশাহী, রংপুর, খুলনা,ও বরিশাল বিভাগের বিজয়ী মেয়র প্রার্থীদের তালিকা"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫
  3. জ্যাক, জে, সি,। বাকেরগঞ্জ জেলা গ্যাজেটিয়ার অধায় ২ (PDF) (১৯২৮ সংস্করণ)। কলকাতাঃ বেঙ্গল সচিবালয় পুস্তক বিভাগ। পৃষ্ঠা ১১২ ও ৭২ – ১২১। ২৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫
  4. "এক নজরে পটুয়াখালী পৌরসভা"www.Paurainfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫
  5. "পৌরসভার তালিকা" (PDF)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫
  6. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.