চরফ্যাশন পৌরসভা

চরফ্যাশন পৌরসভা বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘‘ক’’ শ্রেনীর পৌরসভা।[1]

চরফ্যাশন পৌরসভা
স্থানীয় সরকার
চরফ্যাশন পৌরসভা লোগো
ইতিহাস
প্রতিষ্ঠাকাল১৯৯০ (1990)
নতুন অধিবেশন শুরু২০১১ (2011)
নির্বাচন
ভোটদান ব্যবস্থাএফপিটিপি
সর্বশেষ নির্বাচন২৭ জানুয়ারি ২০১১ (2011-01-27)
সভাস্থল
চরফ্যাশন পৌরসভা কার্যালয়

ইতিহাস

১৯৯০ সালের ১৭ নভেম্বর ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে চরফ্যাশন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে এটি ‘‘খ’’ শ্রেণীতে ও সর্বশেষ ‘‘ক’’ শ্রেণীতে উন্নীত হয়। প্রথম কর্মচারী পরিষধ এর সভাপতি সোলায়মান পন্ডিত।

প্রশাসনিক অবকাঠামো

চরফ্যাশন পৌরসভার আয়তন ১৯.৫ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত।[2] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চরফ্যাশন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৮নং নির্বাচনী এলাকা ভোলা-৪ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরফ্যাশন পৌরসভার মোট জনসংখ্যা ১৯,৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ১০,১২২ জন এবং মহিলা ৯,৪৭৩ জন। মোট পরিবার ৪,০৮৮টি।[3]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চরফ্যাশন পৌরসভার সাক্ষরতার হার ৭৫.৪%।[3]

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা

  • খাসমহল মসজিদ ও ফ্যাসন স্কয়ার
  • জ্যাকব ওয়াচ টাওয়ার
  • শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক

তথ্যসূত্র

  1. "পৌরসভার তালিকা" (PDF)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫
  2. "এক নজরে পৌরসভা"www.paurainfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৫
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.