সৈয়দপুর পৌরসভা
সৈয়দপুর পৌরসভা বাংলাদেশের নীলফামারী জেলায় অবস্থিত একটি পৌরসভা। এটি ১৯৫৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ১৫টি ওয়ার্ড এবং ৪৩টি মহল্লায় বিভক্ত।[1] পৌরসভার আয়তন ৩৪ দশমিক ৩৪ বর্গকিলোমিটার। এর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন।[2]
সৈয়দপুর পৌরসভাতে একটি অভ্যন্তরীণ বিমান বন্দর রয়েছে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা অবস্থিত।[3] দেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল এখানেই অবস্থিত।[4] সৈয়দপুর পৌরসভার মোট ১১০ কিলোমিটার রাস্তা রয়েছে। এরমধ্যে ইট বিছানো রাস্তা ১০ কিলোমিটার এবং কংক্রিটের রাস্তা ৫ কিলোমিটার। আর গোটা পৌর এলাকায় ৮০ কিলোমিটার রয়েছে কাচা রাস্তা।[1]
.jpg)
সৈয়দপুর পৌরসভায় পুলিশ ক্লাবের নিকট একটি সড়কের দৃশ্য
তথ্যসূত্র
- আমিরুজ্জামান, মো.। "সংস্কারের অভাবে সৈয়দপুর পৌরসভার রাস্তাঘাটের বেহাল অবস্থা"। দৈনিক ইত্তেফাক (১৯ মার্চ ২০১৫)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৫।
- "সৈয়দপুর পৌর মেয়র ঝাড়ু হাতে রাস্তায়"। ৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৫।
- ফারুক, এম. ওমর (১০ মার্চ ২০১৩)। "ঐতিহ্যের শহর সৈয়দপুর"। দৈনিক আমার দেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৫।
- "Filaria hospital in Syedpur on verge of closure"। ১৭ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.