নীলফামারী-১
নীলফামারী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নীলফামারী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২তম এবং জেলার ১ম সংসদীয় আসন। এ আসন থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য হলেন আফতাব উদ্দিন সরকার, তিনি ২০১৪ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন।
নীলফামারী-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | নীলফামারী জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,৭২,৫৪০ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | আফতাব উদ্দিন সরকার |
সীমানা
নীলফামারী-১ আসনটি নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও ডোমার উপজেলা নিয়ে গঠিত।[2][3]
ইতিহাস
নীলফামারী ১ আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করা হয়েছিল। তৎকালীন রংপুর-১ আসন থেকে নীলফামারী-১ সৃষ্টি করা হয়েছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সাংসদ | রাজনৈতিক দল | |
---|---|---|---|
১৯৮৬ | বেগম মনসুর মহিউদ্দীন | জাতীয় পার্টি[4][5] | |
১৯৮৮ | বেগম মনসুর মহিউদ্দীন | জাতীয় পার্টি | |
১৯৯১ | আবদুর রউফ | আওয়ামী লীগ | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | শাহরিন ইসলাম চৌধুরী তুহিন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | এন.কে. আলম চৌধুরী | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০০১ | ড. হামিদা বানু শোভা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০৮ | জাফর ইকবাল সিদ্দিকী | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৪ | মো: আফতাব উদ্দিন সরকার[6] | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৮ | আফতাব উদ্দিন সরকার | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচনী ফলাফল
২০১০ এর দশকে
[7]}}
সাধারণ নির্বাচন, ২০১৪: নীলফামারী-১[8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আফতাব উদ্দিন সরকার | ৮০,৪৩০ | ৮২.৭ | N/A | ||
জাতীয় পার্টি (এ) | জাফর ইকবাল সিদ্দিকী | ১৫,৮৪৮ | ১৬.৩ | -৪৩.৭ | ||
জেএসডি | মোঃ খায়রুল আলম | ৯৬৮ | ১.০ | N/A | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৪,৫৮২ | ৬৬.৪ | +২২.৯ | |||
ভোটার উপস্থিতি | ৯৭,২৪৬ | ২৯.২ | -৬০.৫ | |||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
২০০০ এর দশকে
সাধারণ নির্বাচন ২০০৮: নীলফামারী-১[9][10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | জাফর ইকবাল সিদ্দিকী | ১৭৯,৬৫৭ | ৬৯.৫ | N/A | ||
বিএনপি | রফিকুল ইসলাম | ৬৭,১৯০ | ২৬.০ | -৩.৯ | ||
ন্যাপ | মোহাম্মদ জাকারিয়া | ৫,১২৪ | ২.০ | N/A | ||
ন্যাপ | মোঃ শফিকুল গনি স্বপন | ৩,৬৪৯ | ১.৪ | N/A | ||
গণফোরাম | আব্দুর রউফ | ১,০৮৮ | ০.৪ | N/A | ||
বাসদ | আশরাফুজ্জামান লাকু | ৭৯১ | ০.৩ | N/A | ||
ইসলামী আন্দোলন | আব্দুল জলিল | ৭৬০ | ০.৩ | N/A | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | সৈয়দ ইলিয়াস আহমেদ | ৩৬০ | ০.১ | N/A | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১২,৪৬৭ | ৪৩.৫ | +৪২.৮ | |||
ভোটার উপস্থিতি | ২৫৮,৬১৯ | ৮৯.৭ | +১১.৮ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: নীলফামারী-১[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | হামিদা বানু শোভা | ৬৬,৮৭১ | ৩৩.৪ | +১.৬ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এন.কে. আলম চৌধুরী | ৬৫,৫৫২ | ৩২.৮ | N/A | ||
বিএনপি | শাহরিন ইসলাম চৌধুরী তুহিন | ৫৯,৮০৫ | ২৯.৯ | +১৬.২ | ||
স্বতন্ত্র | আব্দুর রউফ | ৫,৭০৭ | ২.৯ | N/A | ||
ওয়ার্কার্স পার্টি | নুর মোহাম্মদ খান | ১,৭৪৩ | ০.৯ | -০.২ | ||
স্বতন্ত্র | সুশান্ত মিশ্র | ৩০৯ | ০.২ | N/A | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৩১৯ | ০.৭ | -৭.৭ | |||
ভোটার উপস্থিতি | ১৯৯,৯৮৭ | ৭৭.৯ | +৪.০ | |||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
১৯৯০ এর দশকে
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নীলফামারী-১[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | এনকে আলম চৌধুরী | ৬০,৪৪৪ | ৪০.১ | +৮.৯ | ||
আওয়ামী লীগ | আব্দুর রউফ | ৪৭,৮৩৩ | ৩১.৮ | +০.১ | ||
বিএনপি | শাহরিন ইসলাম চৌধুরী তুহিন | ২০,৬৭২ | ১৩.৭ | +১২.৬ | ||
জামায়াতে ইসলামী | ইসাহাক আলী | ১৯,১৩৭ | ১২.৭ | -৪.৪ | ||
ওয়ার্কার্স পার্টি | নুর মোহাম্মদ খান | ১,৬৩৪ | ১.১ | -১.৭ | ||
স্বতন্ত্র | আব্দুল হাই সরকার | ৫২৩ | ০.৪ | N/A | ||
জাকের পার্টি | মোঃ গোলাম আজম খান | ৩১৫ | ০.২ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৬১১ | ৮.৪ | +৭.৮ | |||
ভোটার উপস্থিতি | ১৫০,৫৫৮ | ৭৩.৯ | +১২.২ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: নীলফামারী-১[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আব্দুর রউফ | ৪১,২১৮ | ৩১.৭ | |||
জাতীয় পার্টি (এ) | এনকে আলম চৌধুরী | ৪০,৪৯২ | ৩১.২ | |||
জামায়াতে ইসলামী | ইসাহাক আলী | ২২,২৬৩ | ১৭.১ | |||
স্বতন্ত্র | মোঃ শফিকুল গনি স্বপন | ১০,১৫৯ | ৭.৮ | |||
স্বতন্ত্র | হামিদা বানু শোভা | ৮,৩০৬ | ৬.৪ | |||
ওয়ার্কার্স পার্টি | মোঃ মনিরুজ্জামান | ৩,৬৪৮ | ২.৮ | |||
বিএনপি | মোঃ রেজাউল বসুনিয়া | ১,৩৮৬ | ১.১ | |||
গণতান্ত্রিক পার্টি | মোঃ গোলাম সারওয়ার | ৭৮৮ | ০.৬ | |||
ফ্রিডম পার্টি | মোঃ নুরুন্নবী দুলাল | ৭৩৬ | ০.৬ | |||
জাকের পার্টি | মোঃ মতোয়ার রহমান | ৩৮১ | ০.৩ | |||
জেএসডি | মুনির উদ্দিন | ৩০০ | ০.২ | |||
জাতীয় ঐক্য ফ্রন্ট | আব্দুল হাই সরকার | ২৫৯ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭২৬ | ০.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১২৯,০৬৭ | ৬১.৭ | ||||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
টীকা
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- "List of 3rd Parliament Members" (PDF)। Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "List of 4th Parliament Members" (PDF)। Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা"। জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- "Nilphamari-1"। Bangladesh Election Result 2014। Dhaka Tribune। ২৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "সকল নির্বাচনী ফলাফল"। ভোটবিডি.অর্গানাইজেশন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫।
- "Constituency Maps of Bangladesh" (PDF)। Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Nomination submission List"। Bangladesh Election Commission। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.