হবিগঞ্জ-৩
হবিগঞ্জ-৩ আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৪১নং আসন। এ আসনে বর্তমান এমপি হলেন আবু জাহির, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য।
হবিগঞ্জ-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | হবিগঞ্জ জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,২৬,৫৯৩ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | আবু জাহির |
সীমানা
হবিগঞ্জ-৩ আসনটি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলা ও লাখাই উপজেলা নিয়ে গঠিত।[2]
ইতিহাস
১৯৮৪ সালে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল। এটি পূর্বে সিলেট-১৬ আসন হিসেবে পরিচিত ছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: হবিগঞ্জ-৩[5] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | আবু জাহির | ৯৮,১৫৫ | ৮২.৫ | +১২.১ | |
জাতীয় পার্টি (এ) | মোহাম্মদ আতিকুর রহমান | ২০,৮৩৭ | ১৭.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭৭,৩১৮ | ৬৫.০ | +২১.৯ | ||
ভোটার উপস্থিতি | ১১৮,৯৯২ | ৪১.৫ | -৪৩.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: হবিগঞ্জ-৩[6][7] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আবু জাহির | ১৪৭,৮২৭ | ৭০.৪ | |||
বিএনপি | আবু লেইছ মো. মুবিন চৌধুরী | ৫৭,২৬০ | ২৭.৩ | |||
ন্যাপ | মো: সাইয়েদুর রহমান | ১,৯৪৯ | ০.৯ | |||
ইসলামী ফ্রন্ট | মো: সহিদুল ইসলাম | ১,৪৪৫ | ০.৭ | |||
ইসলামী আন্দোলন | মো: আব্দুল করিম | ১,৩০৭ | ০.৬ | |||
কৃষক শ্রমিক জনতা লীগ | মো: নুরুল হক | ২৬৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৯০,৫৬৭ | ৪৩.১ | ||||
ভোটার উপস্থিতি | ২১০,০৫৭ | ৮২.৭ | ||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
২০০৫ সালের ২৭ জানুয়ারি শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়। মে'র উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে চার জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে, এপ্রিলে বিএনপির আবু লেইছ মো. মুবিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[8]
সাধারণ নির্বাচন ২০০১: হবিগঞ্জ-৩[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শাহ এ এম এস কিবরিয়া | ৮৩,১১০ | ৪৭.৭ | +১২.৫ | ||
বিএনপি | আবু লেইছ মো. মুবিন চৌধুরী | ৬৯,৩০৬ | ৩৯.৮ | +৩৫.৫ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো: আজিজুল হক | ১৯,৭৯৭ | ১১.৪ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মো: সহিদুল ইসলাম | ৭৮১ | ০.৪ | -০.২ | ||
জেপি (মঞ্জু) | মো: সফিকুল ইসলাম | ৩৯৮ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | আজিজুর রহমান চৌধুরী | ৩৮৭ | ০.২ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | হিরেন্দ্র দত্ত | ২৩৫ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | সৈয়দ মো: মুকাক্কির হোসেন | ১৫০ | ০.১ | প্র/না | ||
বিকেএসএমএ (সাদেক) | আপেল মাহমুদ দুলাল | ১২১ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৮০৪ | ৭.৯ | -০.১ | |||
ভোটার উপস্থিতি | ১৭৪,২৮৫ | ৭৩.৯ | +২.৭ | |||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: হবিগঞ্জ-৩[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | আবু লেইছ মো. মুবিন চৌধুরী | ৫৫,৭৯৫ | ৪৩.১ | +২.৩ | |
আওয়ামী লীগ | সহিদ উদ্দিন চৌধুরী | ৪৫,৪৯৩ | ৩৫.২ | প্র/না | |
বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ আওয়ামী লীগ (মোস্তফা আল্লামা) | সৈয়দ মো: কায়সার | ১০,৭৭৩ | ৮.৩ | প্র/না | |
স্বতন্ত্র | মো: নিজাম উদ্দিন | ৬,৪৩৬ | ৫.০ | প্র/না | |
বিএনপি | আতিক উল্লাহ | ৫,৫০৫ | ৪.৩ | -৮.৪ | |
জামায়াতে ইসলামী | মৈয়দ শাহ আলম হোসেন | ২,৬৭০ | ২.১ | -২.৯ | |
গণফোরাম | চৌধুরী আশরাফুল বারি নোমান | ১,৩৯১ | ১.১ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | নোমান আহমেদ খান | ৭৬৫ | ০.৬ | প্র/না | |
স্বতন্ত্র | মো: আব্দুর রাজ্জাক | ৫৫১ | ০.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৩০২ | ৮.০ | +০.৩ | ||
ভোটার উপস্থিতি | ১২৯,৩৭৯ | ৭১.২ | +২৩.৮ | ||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: হবিগঞ্জ-৩[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | আবু লেইছ মো. মুবিন চৌধুরী | ৩৮,২৬০ | ৪০.৮ | ||
ন্যাপ (মুজাফফর) | চৌধুরী আব্দুল হাই | ৩১,০৪৫ | ৩৩.১ | ||
বিএনপি | আতিক উল্লাহ | ১১,৯২৭ | ১২.৭ | ||
স্বতন্ত্র | এম এ মোত্তালিব | ৪,৭০৯ | ৫.০ | ||
জামায়াতে ইসলামী | সৈয়দ শাহ আলম হোসেন | ৪,৭০৭ | ৫.০ | ||
স্বতন্ত্র | আজিজুর রহমান চৌধুরী | ১,৪০৬ | ১.৫ | ||
স্বতন্ত্র | মো: তাজুল ইসলাম | ৫৩৭ | ০.৬ | ||
জাকের পার্টি | মুফতি আবু নাসের | ৪৮০ | ০.৫ | ||
ফ্রিডম পার্টি | সৈয়দ এবাদুল হাসান | ৩৯৫ | ০.৪ | ||
জেএসডি | আবু তাহের | ২৮৩ | ০.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,২১৫ | ৭.৭ | |||
ভোটার উপস্থিতি | ৯৩,৭৪৯ | ৪৭.৪ | |||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Habiganj-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Mubin Chowdhury elected unopposed in Habiganj by-polls" [হবিগঞ্জে উপ-নির্বাচনে মুবিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত]। bdnews24.com (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০০৫। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.