মুবিন চৌধুরী
আবু লেইছ মো. মুবিন চৌধুরী (জন্ম : ১৯৭৩ -মৃত্যু ২৭ ডিসেম্বর ২০১৩) হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং হবিগঞ্জ-৩ আসন থেকে ৩ বার নির্বাচিত জাতীয় সংসদের প্রাক্তন সদস্য ছিলেন। এরমধ্যে দু’বার জাতীয় পার্টির হয়ে একবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে নির্বাচিত হন। [1][2][3]
আবু লেইছ মো. মুবিন চৌধুরী | |
---|---|
![]() | |
জাতীয় সংসদের প্রাক্তন সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৮- – ১৯৯১ | |
পূর্বসূরী | শাহ এ এম এস কিবরিয়া |
উত্তরসূরী | আতিক উল্লাহ |
কাজের মেয়াদ ১৯৯১ – ১৯৯৬ | |
কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০১ | |
কাজের মেয়াদ ২০০৫ – ২০০৮ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৩১ |
মৃত্যু | ২৭ ডিসেম্বর ২০১৩ ৮১–৮২) হবিগঞ্জ শহরের শায়েস্তানগর | (বয়স
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) (সাবেক) বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | ৩ ছেলে |
রাজনৈতিক জীবন
মুবিন চৌধুরী ১৯৮৮, ১৯৯১ এবং ১৯৯৬ জাতীয় পার্টির প্রার্থী হিসাবে হবিগঞ্জ -৩ থেকে সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [4] ২০০০ সালে, তিনি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। [5] তিনি ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহ এএমএস কিবরিয়ার কাছে হেরে যান। তিনি হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। [6]
রাজনীতির পরিবর্তন
মুবিন ২০০১ সালে বিএনপিতে যোগ দেন। ওই বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এস এম কিবরিয়ার কাছে অল্পভোটে হেরে যান। ২৫ এপ্রিল ২০০৫-এ হবিগঞ্জ -৩ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তাকে মনোনিত করা হয়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শাহ এ এম এস কিবরিয়া গ্রেনেড হামলায় মৃত্যুর পর এ আসনে উপনির্বাচন হয়। মুবিন এতে অংশ নিয়ে নির্বাচিত হন। [7] তিনি উপনির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে মোঃ আবু জহিরের কাছে পরাজিত হন। [8]
মৃত্যু
২০১৩ সালের ২৭ ডিসেম্বর হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২৮ ডিসেম্বর হবিগঞ্জ ঈদগাহ মাঠে জানাজা শেষে শায়েস্তানগর কবরস্থানে দাফন করা হয়। [8]
তথ্যসূত্র
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৯।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "Electoral Area Result Statistics"। Amarmp (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- "JS body on Planning Ministry decides to extract coal from Khalaspeer Coal Mine soon"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- "Habiganj By-polls"। archive.thedailystar.net। The Daily Star। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- "Abu Lais Mubin Choudhury given nomination from BNP for contesting in Habiganj-3 by-election"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- "হবিগঞ্জের সাবেক এমপি মুবিন চৌধুরী আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৯।