টাঙ্গাইল-৩
টাঙ্গাইল-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি টাঙ্গাইল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৩২নং আসন।
টাঙ্গাইল-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | টাঙ্গাইল জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,১৭,৯৯১ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | আতাউর রহমান খান |
সীমানা
টাঙ্গাইল-৩ আসনটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আমানুর রহমান খান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
সাংসদ মতিউর রহমান ১৩ সেপ্টেম্বর ২০১২ সালে মারা যান। নভেম্বর ২০১২ সালের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা নির্বাচিত হন।[8]
টাঙ্গাইল-৩ উপ-নির্বাচন, নভেম্বর ২০১২[8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
স্বতন্ত্র | আমানুর রহমান খান রানা | ৯৭,৮০৮ | ৬৩.৫ | প্র/না | |
আওয়ামী লীগ | শহীদুল ইসলাম লেবু | ৪৪,৫৩১ | ২৮.৯ | -৩২.৯ | |
জাতীয় পার্টি (এ) | সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন | ১১,৬৮৪ | ৭.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৩,২৭৭ | ৩৪.৬ | +৯.৩ | ||
ভোটার উপস্থিতি | ১৫৪,০২৩ | ৫৬.৮ | -৩০.৬ |
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: টাঙ্গাইল-৩[9][10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মতিউর রহমান | ১৪০,৬৪২ | ৬১.৮ | +১৫.৮ | ||
বিএনপি | লুৎফর রহমান খান আজাদ | ৮৩,০৭৬ | ৩৬.৫ | -১২.৪ | ||
জাকের পার্টি | খলিলুর রহমান | ১,৬২৭ | ০.৭ | প্র/না | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | আবদুল কাদের সিদ্দিকী | ১,০৮১ | ০.৫ | -৩.১ | ||
ইসলামী আন্দোলন | আব্দুর রশিদ | ৯১৭ | ০.৪ | প্র/না | ||
বিকল্পধারা | কাজী আজিজুল হক | ২৩৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৭,৫৬৬ | ২৫.৩ | +২২.৩ | |||
ভোটার উপস্থিতি | ২২৭,৫৮১ | ৮৭.৪ | +৮.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: টাঙ্গাইল-৩[11] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | লুৎফর রহমান খান আজাদ | ৯৪,৪২০ | ৪৮.৯ | -১.৪ | |
আওয়ামী লীগ | শামসুর রহমান খান শাহজাহান | ৮৮,৭২৫ | ৪৬.০ | +২.৭ | |
কৃষক শ্রমিক জনতা লীগ | আবদুল কাদের সিদ্দিকী | ৬,৯৬৪ | ৩.৬ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আবদুল কাশেম | ২,২৭৮ | ১.২ | প্র/না | |
স্বতন্ত্র | হাবিবুর রহমান খান | ৪৯৯ | ০.৩ | প্র/না | |
জেপি (মঞ্জু) | আতাউর রহমান খান | ১১১ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৬৯৫ | ৩.০ | -৪.০ | ||
ভোটার উপস্থিতি | ১৯২,৯৯৭ | ৭৮.৭ | -০.৭ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: টাঙ্গাইল-৩[11] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | লুৎফর রহমান খান আজাদ | ৭৩,৮১৫ | ৫০.৩ | -৯.১ | |
আওয়ামী লীগ | শামসুর রহমান খান শাহজাহান | ৬৩,৫৩৮ | ৪৩.৩ | +৩.৯ | |
জাতীয় পার্টি (এ) | এসএস জাকারিয়া | ৬,৩৮১ | ৪.৩ | +৪.০ | |
জামায়াতে ইসলামী | আব্দুল হামিদ | ১,৭৩২ | ১.২ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | ইয়াকুব আলী মিয়া | ৬৯৩ | ০.৫ | প্র/না | |
জাকের পার্টি | আজহারুল ইসলাম | ৪৫৮ | ০.৩ | প্র/না | |
গণফোরাম | আতাউর রহমান খান | ২৪৮ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১০,২৭৭ | ৭.০ | -১৩.১ | ||
ভোটার উপস্থিতি | ১৪৬,৮৬৫ | ৭৯.৪ | +১৯.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: টাঙ্গাইল-৩[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | লুৎফর রহমান খান আজাদ | ৭১,১৫৭ | ৫৯.৪ | |||
আওয়ামী লীগ | শফিকুর রহমান খান | ৪৭,১৪১ | ৩৯.৪ | |||
কমিউনিস্ট পার্টি | শ্রী কার্তিক চন্দ্র দত্ত | ৫১৯ | ০.৪ | |||
জাতীয় পার্টি (এ) | সাইদুর রহমান খান | ৩৯০ | ০.৩ | |||
জেএসডি (সিরাজ) | মাহমুদুল রশীদ চাঁদ মিয়া | ২৯১ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আবুল কাসেম | ২৭১ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,০১৬ | ২০.১ | ||||
ভোটার উপস্থিতি | ১১৯,৭৬৯ | ৬০.২ | ||||
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "এমপি হিসেবে শপথ নিলেন রানা"। দৈনিক সংগ্রাম। ২৭ নবেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.