ঢাকা-১৬

ঢাকা -১৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৯নং আসন।

ঢাকা-১৬
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৭৪,৩৪০ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদইলিয়াস উদ্দিন মোল্লাহ্

সীমানা

ঢাকা-১৬ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[2]

ইতিহাস

২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। ২০০৮ সালে পুনর্নির্ধারণের ফলে ঢাকা মহানগর এলাকায় ৭টি নতুন আসন যোগ করা হয়, যার ফলে রাজধানীতে আসন সংখ্যা ১৩টি থেকে বৃদ্ধি পেয়ে ২০টি-তে দাঁড়ায়।

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
২০০৮ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ আওয়ামী লীগ
২০১৪ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ আওয়ামী লীগ
২০১৮ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচনী ফলাফল

২০১৪

সাধারণ নির্বাচন ২০১৪: ঢাকা-১৬[3]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ ৩৫,৮৫৫ ৫৮.১ -০.৯
স্বতন্ত্র সর্দার মোহাম্মদ মান্নান ২৫,১৩৩ ৪০.৭
বিএনএফ মোঃ খালিদ হোসাইন ৭২৮ ১.২
সংখ্যাগরিষ্ঠতা ১০,৭২২ ১৭.৪ -৩.৫
ভোটার উপস্থিতি ৬১,৭১৬ ১৮.০ -৫৬.৩
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০৮

সাধারণ নির্বাচন, ২০০৮: ঢাকা-১৬[4]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ ১৩১,৮১৬ ৫৯.০
বিএনপি রফিকুল ইসলাম মিয়াহ ৮৫,০০২ ৩৮.০
ইসলামী আন্দোলন আব্দুল মান্না আজিজ ৩,৮২৬ ১.৭
তরিকত ফেডারেশন সৈয়দ নজিবুল বসর মাইজ ভাণ্ডারী ১,৩১৩ ০.৬
বিকল্পধারা মোঃ মাহফুজুর রহমান ৭৫০ ০.৩
সম্মিলিত নাগরিক আন্দোলন কাজী ফারুক আহমেদ ৪৫০ ০.২
বাসদ মোশাররফ হোসেন চৌধুরী ৩৬১ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৪৬,৮১৪ ২০.৯
ভোটার উপস্থিতি ২২৩,৫১৮ ৭৪.৩
আওয়ামী লীগ জয়ী (নতুন আসন)

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "Dhaka-16"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  4. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.