ময়মনসিংহ-৪
ময়মনসিংহ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪৯নং আসন।
ময়মনসিংহ-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৫,৫৬,৯৯৬ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | জাতীয় পার্টি (এরশাদ) |
বর্তমান সাংসদ | রওশন এরশাদ |
সীমানা
ময়মনসিংহ-৪ আসনটি ময়মনসিংহ জেলার সদর উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | আব্দুল মালেক | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৭৯ | জয়নুল আবেদীন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4] | |
১৯৮৬ | মতিউর রহমান | বাংলাদেশ আওয়ামী লীগ[5] | |
১৯৮৮ | বেগম মমতা ওয়াহাব | [6] | |
১৯৯১ | এ কে এম ফজলুল হক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | এ কে এম ফজলুল হক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | রওশন এরশাদ | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০০১ | দেলোয়ার হোসেন খান দুলু | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০৮ | মতিউর রহমান | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | রওশন এরশাদ | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৮ | রওশন এরশাদ | জাতীয় পার্টি (এরশাদ) |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রওশন এরশাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-৪[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মতিউর রহমান | ১৭২,২৩৯ | ৬৫.৩ | +৩৪.০ | ||
বিএনপি | এ কে এম মোশাররফ হোসেন | ৮৫,৭৬০ | ৩২.৫ | -৫.৮ | ||
ইসলামী আন্দোলন | মোঃ মোশাররফ হোসেন | ২,১৬১ | ০.৮ | প্র/না | ||
জাতীয় পার্টি (এ) | রওশন এরশাদ | ১,৬৫৩ | ০.৬ | প্র/না | ||
বিকেএ | আব্দুল আজিজ | ৬৩৪ | ০.২ | প্র/না | ||
বাসদ | আবু নাঈম মোঃ খায়রুল বাশার | ৫৩৮ | ০.২ | প্র/না | ||
জাসদ | চৌধুরী মুহাম্মদ ইশাক | ৪০৭ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | শহীদ আমিনী রুমি | ১৮৪ | ০.১ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মোঃ সাইদুর রহমান | ১১০ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮৬,৪৭৯ | ৩২.৮ | +২৫.৮ | |||
ভোটার উপস্থিতি | ২৬৩,৬৮৬ | ৭৯.০ | +৯.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-৪[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | দেলোয়ার হোসেন খান দুলু | ১০২,০১৬ | ৩৮.৩ | +১০.১ | ||
আওয়ামী লীগ | মতিউর রহমান | ৮৩,৩৮০ | ৩১.৩ | +০.১ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | রওশন এরশাদ | ৪৯,২৭৮ | ১৮.৫ | প্র/না | ||
স্বতন্ত্র | আমির আহমেদ চৌধুরী রতন | ২৮,৮৯৩ | ১০.৯ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | শাহ আসাদুজ্জামান | ৫৫১ | ০.২ | প্র/না | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | মোঃ কামরুজ্জামান | ৫২৬ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | এ. বি. এম. আইয়ুব | ৪১৬ | ০.২ | প্র/না | ||
জেপি (মঞ্জু) | অনিল বন্দু দাস | ৩৬৭ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | শেখ মোঃ সিদ্দিকুর রহমান | ২৩১ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ কাউসার হোসেন হারুন | ১৬৬ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | নাসরিন মোনেম খান | ১২৪ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | এ এইচ গোলাম মহিউদ্দিন | ১১১ | ০.০ | প্র/না | ||
বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন (সাদেক) | কৃষক মোঃ সাদেক | ৪৭ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,৬৩৬ | ৭.০ | +১.৮ | |||
ভোটার উপস্থিতি | ২৬৬,১০৬ | ৬৯.৩ | +৩.৮ | |||
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-৪[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | রওশন এরশাদ | ৭২,১৩০ | ৩৬.৪ | +১৪.৯ | ||
আওয়ামী লীগ | আমির আহমেদ চৌধুরী রতন | ৬১,৮৩১ | ৩১.২ | +৭.৩ | ||
বিএনপি | এ কে এম ফজলুল হক | ৫৫,৮৩৮ | ২৮.২ | -৭.০ | ||
জামায়াতে ইসলামী | মোঃ গোলাম রাব্বানী | ৪,২০৩ | ২.১ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ কাজী নুরুল ইসলাম | ২,১১৭ | ১.১ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | মোঃ ওবায়দুল্লাহ | ৬৮৯ | ০.৩ | প্র/না | ||
জাকের পার্টি | এইচ.ই.ইফ আফজাল আলী | ২৭৩ | ০.১ | -০.১ | ||
স্বতন্ত্র | মোঃ হাবিবুল ইসলাম | ২৫৬ | ০.১ | প্র/না | ||
গণফোরাম | মোঃ আবুল হাসনাত | ২৩৩ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ আবদুস সাত্তার ফকির | ১৭৭ | ০.১ | প্র/না | ||
ন্যাপ | মোঃ আমির হোসেন | ১৭৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,২৯৯ | ৫.২ | -৬.১ | |||
ভোটার উপস্থিতি | ১৯৭,৯২০ | ৬৫.৫ | +১৭.০ | |||
বিএনপি থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-৪[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এ কে এম ফজলুল হক | ৪৪,৮৪২ | ৩৫.২ | |||
আওয়ামী লীগ | মতিউর রহমান | ৩০,৪৫৪ | ২৩.৯ | |||
জাতীয় পার্টি (এ) | অনিল বন্দু দাস | ২৭,৪১২ | ২১.৫ | |||
বাকশাল | জলিল | ১৪,২৮৫ | ১১.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মোঃ আব্দুল হান্নান | ৫,১০৮ | ৪.০ | |||
বাংলাদেশ জনতা পার্টি | মোঃ আলী আশরাফুল দুলাল | ২,২৪১ | ১.৮ | |||
স্বতন্ত্র | মোঃ রেজাউল হক | ১,১২৯ | ০.৯ | |||
বিকেএ | আব্দুল আজিজ | ৭৫৬ | ০.৬ | |||
জেএসডি | মোঃ আব্দুল হাই মিয়া | ৩০১ | ০.২ | |||
জাতীয় বিপ্লবী ফ্রন্ট | মোঃ আব্দুল মোতালেব লাল | ২৯১ | ০.২ | |||
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল | রাইহানা খান | ২৭১ | ০.২ | |||
জাকের পার্টি | এইচ এম আফজাল আলী | ২২৬ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৩৮৮ | ১১.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১২৭,৩১৬ | ৪৮.৫ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.