সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, জুন ১৯৯৬

সপ্তম জাতীয় সংসদ নির্বাচন জুন, ১৯৯৬, জুন ১২, ১৯৯৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।[1] নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ২৮১জন সতন্ত্র প্রার্থীসহ ৮১টি দল থেকে মোট ২৫৭৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠন করে। উক্ত নির্বাচনে সতন্ত্র প্রার্থীরা ০.৬৭% এবং দলীয় প্রার্থীরা ৭৪.৮২% ভোট লাভ করে।[2]

বাংলাদেশের সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬

১২ জুন ১৯৯৬ (1996-06-12)

জাতীয় সংসদের ৩০০টি আসনের
সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা শেখ হাসিনা খালেদা জিয়া
দল আওয়ামী লীগ বিএনপি
নেতা হয়েছেন ১৯৮১ ১৯৮৪
নেতার আসন গোপালগঞ্জ-৩ ফেনী-১
সর্বশেষ নির্বাচন বর্জন ৩০০ আসন
আসনে জিতেছে ১৪৬ ১১৬
আসন পরিবর্তন +১০০ –১৮৪
Popular ভোট ১৫,৮৮২,৭৯২ ১৪,২৫৫,৯৮৬
শতকরা ৩৭.৪% ৩৩.৬%

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

খালেদা জিয়া
বিএনপি

প্রধানমন্ত্রী-মনোনীত

শেখ হাসিনা
আওয়ামী লীগ

এই নিবন্ধটি
বাংলাদেশের রাজনীতি ও সরকার
ধারাবাহিকের অংশ

রাজনীতি প্রবেশদ্বার

ফলাফল

দল ভোট % আসন +/-
বাংলাদেশ আওয়ামী লীগ১৫,৮৮২,৭৯২৩৭.৪১৪৬নতুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল১৪,২৫৫,৯৮৬৩৩.৬১১৬-১৮৪
জাতীয় পার্টি৬,৯৫৪,৯৮১১৬.৪৩২নতুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী৩,৬৫৩,০.১৩৮.৬নতুন
ইসলামী ঐক্য জোট৪৬১,৫১৭১.১নতুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (র‌ব)৯৭,৯১৬০.২নতুন
৭৪টি অন্যান্য দল৬৬২,৪৫১১.৬
সতন্ত্র৪৪৯,৬১৮১.১-৯
অবৈধ/খালি ভোট৪৬২,৩০২---
মোট৪২,৮৮০,৫৭৬১০০৩০০
উৎস: Nohlen et al.
কিছু তথ্য
  • মোট ভোট কেন্দ্র - ২৫,৯৫৭
  • মোট ভোটর - ৫,৬৭,১৬,৯৩৫[1]
    • পুরুষ - ২,৮৭,৫৯,৯৯৪
    • মহিলা - ২,৭৯,৫৬,৯৪১

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ নির্বাচন কমিশন"। ১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩
  2. Nohlen, D, Grotz, F & Hartmann, C (2001) Elections in Asia: A data handbook, Volume I, p525 ISBN 019924958

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.