তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৬

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৬, বাংলাদেশে ৭ই মে ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১,৫২৭ জন প্রার্থী অংশগ্রহণ করে।[1] নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসন নিয়ে জয় লাভ করে। মোট ভোটারের ৬১.১% ভোট সংগৃহীত হয়েছিল।[2] পূর্বের নির্বাচনের বিজয়ী বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল।

বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৮৬

 মে ১৯৮৬ (1986-05-07)

জাতীয় সংসদের ৩০০টি আসনের
সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ শেখ হাসিনা
দল জাতীয় পার্টি (এ) আওয়ামী লীগ
নেতা হয়েছেন ১৯৮৬ ১৯৮১
নেতার আসন রংপুর গোপালগঞ্জ
সর্বশেষ নির্বাচন নতুন ৩৯ আসন
আসনে জিতেছে ১৫৩ ৭৬
Popular ভোট ১২,০৭৯,২৫৯ ৭,৪৬২,১৫৭
শতকরা ৪২.৩% ২৬,২%

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

হুসেইন মুহাম্মদ এরশাদ
জাতীয় পার্টি (এ)

প্রধানমন্ত্রী-মনোনীত

হুসেইন মুহাম্মদ এরশাদ
জাতীয় পার্টি (এ)

এই নিবন্ধটি
বাংলাদেশের রাজনীতি ও সরকার
ধারাবাহিকের অংশ

রাজনীতি প্রবেশদ্বার

ফলাফল

পার্টি ভোট % আসন নতুন
জাতীয় পার্টি১২,০৭৯,২৫৯৪২.৩১৫৩নতুন
বাংলাদেশ আওয়ামী লীগ৭,৪৬২,১৫৭২৬.২৭৬
জামায়াতে ইসলামী বাংলাদেশ১,৩১৪,০৫৭৪.৬১০নতুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (র‌্যাব)৭২৫,৩০৩২.৫নতুন
বাংলাদেশ মুসলিম লীগ৪১২,৭৬৫১.৪
জাতীয় আওয়ামী পার্টি৩৬৯,৮২৪১.৩
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি২৫৯,৭২৮০.৯
জাতীয় সমাজতান্ত্রিক দল (সিরাজ)২৪৮,৭০৫০.৯নতুন
জাতীয় আওয়ামী পার্টি (মুজাফ্‌ফর)২০২,৫২০০.৭
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ১৯১,১০৭০.৭নতুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি১৫১,৮২৮০.৫নতুন
সতন্ত্র৪,৬১৯,০২৫১৬.৩৩২
অবৈধ/খালি ভোট৩৭৭,২০৯---
মোট২৮,৯০৩,৮৫৯১০০৩০০
উৎস: Nohlen et al.
কিছু তথ্য
  • মোট ভোট কেন্দ্র - ২৩,২৭৯
  • মোট ভোটার - ৪,৭৮,৭৬,৯৭৯[3]
    • পুরুষ - ২,৫২,২৪,৩৮৫
    • মহিলা - ২,২৬,৫২,৫৯৪

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Bangladesh Inter-Parliamentary Union
  2. Nohlen, D, Grotz, F & Hartmann, C (2001) Elections in Asia: A data handbook, Volume I, p536 ISBN 019924958
  3. "বাংলাদেশ নির্বাচন কমিশন"। ১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.