বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হচ্ছে বাংলাদেশের একটি মার্কসবাদী–লেনিনবাদী রাজনৈতিক দল। এ পার্টি অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির উত্তরাধিকার বহন করে। ভারত বিভাজনের পর ১৯৪৮ সালের ৬ মার্চ এ দল পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্যকে সামনে রেখে জন্মলগ্ন থেকেই এ পার্টি আপোষহীনভাবে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ পার্টির বীরত্বপূর্ণ অবদান রয়েছে। ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির বিশেষ গেরিলা বাহিনীর প্রায় ১৯ হাজার মুক্তিযোদ্ধা ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। এ পার্টির কিংবদন্তি নেতা কমরেড মণি সিংহ মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
প্রেসিডেন্টমুজাহিদুল ইসলাম সেলিম
মহাসচিবমোঃ শাহ আলম
প্রতিষ্ঠা৬ মার্চ ১৯৪৮ (6 March 1948)
সদর দপ্তরমুক্তি ভবন, ২ কমরেড মনি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ ১০০০
মতাদর্শসাম্যবাদ,
মার্কসবাদ-লেনিনবাদ
আন্তর্জাতিক অধিভুক্তিকমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিসমূহের আন্তর্জাতিক সভা
নির্বাচনী প্রতীক
ওয়েবসাইট
http://www.cpbbd.org/
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

নীতি ও কৌশলসমূহ

মতাদর্শ : মার্ক্সবাদ-লেনিনবাদ

লক্ষ্য : সমাজতন্ত্র-সাম্যবাদ

কৌশল : সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন

ইতিহাস

১৯৪৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কলকাতায় ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে কংগ্রেসে আগত পাকিস্তানের প্রতিনিধিরা স্বতন্ত্রভাবে এক বৈঠকে মিলিত হয়ে ৯ সদস্যবিশিষ্ট পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করেন। এই কমিটিতে ছিলেন সাজ্জাদ জহির, খোকা রায়, নেপাল নাগ, জামাল উদ্দিন বুখারি, আতা মোহাম্মদ, মণি সিংহ, কৃষ্ণবিনোদ রায়মনসুর হাবিবউল্ল্যাসাজ্জাদ জহির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তানের পার্টি দুর্বল বিধায় এই পার্টিকে পরিচালনা করার জন্য সিপিআইয়ের পক্ষ থেকে ভবানী সেনকে দায়িত্ব দেয়া হয়। পাকিস্তানের কমিউনিস্ট পার্টি বা পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির রাজনীতি ছিলো কলকাতায় অনুষ্ঠিত সিপিআইয়ের দ্বিতীয় কংগ্রেসে গৃহীত রাজনীতিই। আলাদাভাবে বিশেষ কোনো রণনীতি বা রণকৌশল গ্রহণ করা হয়নি। নবগঠিত পাকিস্তানে শ্লোগান তোলা হয়, ইয়ে আজাদী ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুখা হ্যায়, সশস্ত্র সংগ্রাম গড়ে তুলে এই সরকার হঠাও।[1]

পার্টির কংগ্রেসসমূহ

১৯৪৭ সালে দেশ ভাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির অংশ হিসাবে কর্মকাণ্ড পরিচালনা করতো। ১৯৪৭ সালে দেশ ভাগের পরপরই পার্টির বঙ্গীয় প্রাদেশিক কমিটির অধীনে পূর্ববঙ্গে (নববগঠিত পূর্ব পাকিস্তান) কাজকর্ম পরিচালনার জন্য একটি আঞ্চলিক কমিটি (জোনাল কমিটি) গঠন করা হয়। এই জোনাল কমিটিই ১৯৪৮ সালের মার্চ মাসে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন হওয়ার আগে পর্যন্ত দায়িত্ব পালন করে। ১৯৪৭ সালে গঠিত জোনাল কমিটির নেতারা ছিলেন-

১. খোকা রায় (সুধীন রায়)- সম্পাদক, (তিনি আগে থেকেই বঙ্গীয় প্রাদেশিক কমিটির সম্পাদকম-লীর সদস্য), ২. মণি সিংহ, ৩. নেপাল নাগ, ৪. ফনী গুহ, ৫. শেখ রওশন আলী, ৬. মুনীর চৌধুরী, ৭. চিত্তরঞ্জন দাস

১৯৪৮ সালের মার্চ মাসে ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে পাকিস্তানের জন্য পার্টির পৃথক কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কংগ্রেসে সমবেত প্রতিনিধিদের মধ্যে যারা পাকিস্তান ভূ-খণ্ডের অধিবাসী, ওই ভূ-খণ্ডের পার্টির কাজে নিয়োজিত থাকবেন এবং আরো ২/৪ জন আমন্ত্রিত প্রতিনিধি ১৯৪৮ সালের ৬ মার্চ পৃথকভাবে সভায় মিলিত হন। সেখানেই পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠন করা হয় এবং সেই পার্টির কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। এ কমিটি নেতারা হলেন

১. সাজ্জাদ জহির- সাধারণ সম্পাদক এবং পলিটব্যুরোর সদস্য, ২. খোকা রায় (পলিটব্যুরোর সদস্য), ৩. কৃষ্ণ বিনোদ রায় (পলিটব্যুরোর সদস্য), ৪. মণি সিংহ, ৫. নেপাল নাগ, ৬. মনসুর হাবিব, ৭. জামালউদ্দিন বুখারী, ৮. মোহাম্মদ ইব্রাহিম, ৯. মোহাম্মদ আতা

১৯৪৮ সালের ৬ মার্চ অনুষ্ঠিত প্রতিনিধিদের বৈঠকে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠন এবং তার কেন্দ্রীয় কমিটি নির্বাচন করার সঙ্গে সঙ্গে পার্টির পূর্ববঙ্গ (পূর্ব পাকিস্তান) প্রাদেশিক কমিটি গঠন করা হয়। সেই কমিটির নেতারা হলেন

১. খোকা রায়- সম্পাদক, ২. মণি সিংহ, ৩. নেপাল নাগ, ৪. বারীন দত্ত, ৫. মনসুর হাবিব, ৬. কৃষ্ণ বিনোদ রায়, ৭. ফনী গুহ, ৮. প্রমথ ভৌমিক, ৯. অবনী বাগচী, ১০. মুকুল সেন, ১১. মারুফ হোসেন, ১২. পূর্ণেন্দু দস্তিদার, ১৩. ইয়াকুব মিয়া, ১৪. আব্দুল কাদের চৌধুরী, ১৫. অমূল্য লাহিড়ী

১৯৪৮-৫০ সালের মধ্যে পূর্ববঙ্গে (পূর্ব পাকিস্তান) একাধিক স্বল্পকালীন অস্থায়ী প্রাদেশিক কমিটি গঠন করা হয়। স্বল্পকালীন এসব অস্থায়ী প্রাদেশিক কমিটিতে এক সময় শেখ রওশন আলী, আরেক সময় আলতাব আলী, ১৯৫০ সালে নেপাল নাগ প্রমুখকে সম্পাদকের দায়িত্ব দিয়ে প্রাদেশিক কমিটি কয়েকবার পুনঃগঠিত করা হয়। এর মূল কারণ হলো, এ সময় পার্টির বামহঠকারী লাইনের প্রতিফলন ঘটিয়ে পার্টির সর্বস্তরের কমিটিতে পরিবর্তন সাধন করা হয়। এক্ষেত্রে ‘বাম হঠকারীদের বাদ দিয়ে কমিটি গঠন করতে হবে’ ইত্যাদি নানা ফর্মুলা অনুসরণ করা হয়। বাম-হঠকারী লাইন থেকে পরে আবার ‘হঠকারীবাদীদের দিয়ে কমিটি করতে হবে’, ‘পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে পারে এ ধরনের কমরেডদের নেতৃত্বে কমিটি গঠন করতে হবে’- ইত্যাদি ফর্মুলাগুলো সে সময় অনুসরণ করা হয়। একপর্যায়ে ১৯৪৯ সালে নিম্নলিখিত তিনজন কমরেডকে নিয়ে অস্থায়ী প্রাদেশিক কমিটি গঠন করা হয়। যার নেতারা ছিলেন

১. শেখ রওশন আলী - সম্পাদক, ২. আলতাব আলী, ৩. আব্দুল বারী (রেল শ্রমিক)।

বাম-হঠকারী লাইন আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করে একপর্যায়ে পার্টির অগ্রযাত্রার সুস্থির পটভূমিতে ১৯৫১ সালে অনুষ্ঠিত প্রাদেশিক কমিটি নির্বাচিত করা হয়। সেই কমিটির নেতারা ছিলেন ১. মণি সিংহ- সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলী সদস্যরা ছিলেন ২. বারীণ দত্ত, ৩. নেপাল নাগ, ৪. সুখেন্দু দস্তিদার, ৫. খোকা রায় সদস্যরা ছিলেন ৬. শেখ রওশন আলী, ৭. শহীদুল্লাহ কায়সার, ১০. শচীন বোস

প্রথম কংগ্রেস

১৯৫৬ সালে অনুষ্ঠিত প্রাদেশিক সম্মেলনে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি নির্বাচিত করা হয়। সেই কমিটির নেতারা হলেন-

১. মণি সিংহ - সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা ছিলেন ২. খোকা রায়, ৩. নেপাল নাগ, ৪. বারীণ দত্ত, ৫. অনিল মুখার্জী সদস্যরা ছিলেন ৬. শহীদুল্লাহ কায়সার, ৭. সুখেন্দু দস্তিদার, ৮. মোহাম্মদ তোয়াহ, ৯. আমজাদ হোসেন, ১০. অমিয় দাস, ১১. কুমার মিত্র, ১২. মোহাম্মদ ফরহাদ

১৯৬৮ সালের অক্টোবর মাসে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক সম্মেলনে মিলিত হয়ে প্রতিনিধি কমরেডগণ এই প্রাদেশিক সম্মেলনকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস হিসেবে ঘোষণা করেন। ‘পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করেন। কমিটির নেতারা হলেন,

১. বারীণ দত্ত- সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্য। সম্পাদকমণ্ডলীর অন্যান্য সদস্যরা হলেন- ২. খোকা রায়, ৩. অনিল মুখার্জি, ৪. মোহাম্মদ ফরহাদ

    সদস্যরা হলেন ৫. মণি সিংহ, ৬. জ্ঞান চক্রবর্তী, ৭. আমজাদ হোসেন, ৮. বরুণ রায়, ৯. নুরুল ইসলাম মুন্সি, ১০. মান্নান (ছদ্মনাম), ১১. হামিদ (ছদ্মনাম)।

    দ্বিতীয় কংগ্রেস

    ১৯৭৩ সালের ৪-৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস। কংগ্রেসে কমরেড মণি সিংহকে সভাপতি ও কমরেড ফরহাদকে সাধারণ সম্পাদক করে সিপিবির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

    তৃতীয় কংগ্রেস

    তৃতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৯৮০ সালের ২৪-২৮ ফেব্রুয়ারি। এ সম্মেলনে কমরেড মণি সিংহকে সভাপতি ও কমরেড মোহাম্মদ ফরহাদকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করা হয়।

    চতুর্থ কংগ্রেস

    ১৯৮৭ সালের ৭-১১ এপ্রিল অনুষ্ঠিত হয় পার্টির চতুর্থ কংগ্রেস। এই সম্মেলনে কমরেড মোহাম্মদ ফরহাদকে সাধারণ সম্পাদক ও সাইফুদ্দিন আহমেদ মানিককে সহ-সাধারণ সম্পাদক করে সিপিবির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কংগ্রেসের মাধ্যমেই গঠন করা হয় কন্ট্রোল কমিশন।

    পঞ্চম কংগ্রেস

    ১৯৯১ সালের ৩-৮ অক্টোবর অনুষ্ঠিত হয় পার্টির পঞ্চম কংগ্রেস। এ কংগ্রেসে সাইফুদ্দিন আহমেদ মানিককে সভাপতি ও নুরুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর ১৯৯৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয় সিপিবির বিশেষ জাতীয় সম্মেলন (বিশেষ কংগ্রেস)। এই কংগ্রেসে সহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

    ষষ্ঠ কংগ্রেস

    ১৯৯৫ সালের ৭-৮ এপ্রিল অনুষ্ঠিত হয় পার্টির ষষ্ঠ কংগ্রেস। কংগ্রেসে সহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

    সপ্তম কংগ্রেস

    ১৯৯৯ সালের ৭-৯ মার্চ অনুষ্ঠিত হয় সিপিবির সপ্তম কংগ্রেস। কংগ্রেসে মনজুরল আহসান খানকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করে।

    অষ্টম কংগ্রেস

    পার্টির অষ্টম কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০০৩ সালের ৬-৯ মে। কংগ্রেসে পুনরায় মনজুরুল আহসান খানকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

    নবম কগ্রেস

    পার্টির নবম কগ্রেস হয় ২০০৮ সালের ৭-৯ আগস্ট রাজধানী মহানগর নাট্যমঞ্চে। কংগ্রেসে পুনরায় মনজুরুল আহসান খানকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

    দশম কংগ্রেস

    সিপিবির দশম কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১১-১৩ অক্টোবর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে। কংগ্রেসে মুজাহিদুল ইসলাম সেলিমকে সভাপতি ও সৈয়দ আবু জাফর আহমদকে সাধারণ সম্পাদক করে সিপিবি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।[2]

    একাদশ কংগ্রেস

    সর্বশেষ একাদশ কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮-৩১ অক্টোবর। ২৮ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এরপর মহানগর নাট্যমঞ্চে কংগ্রেসের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কংগ্রেসে পুনরায় মুজাহিদুল ইসলাম সেলিমকে সভাপতি ও সৈয়দ আবু জাফর আহমদকে সাধারণ সম্পাদক করে সিপিবি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সৈয়দ আবু জাফর আহমদ স্বাস্থ্যগত কারণে অব্যাহতি নিলে মোঃ শাহ আলম দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।[3][4]

    উল্লেখযোগ্য সদস্যবৃন্দ

    নির্বাচনে অংশগ্রহণ

    জাতীয় সংসদ নির্বাচন

    ক্রমিক নির্বাচন অংশগ্রহণ (আসন) জয়লাভ নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্তভোট শতাংশ
    প্রথমবাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৭৩৩,৫২,০৫,৬৪২১,৯৩,২৯,৬৮৩----
    দ্বিতীয়বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৭৯----১,৯৬,৭৬,১২৪----
    তৃতীয়বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৮৬৪,৭৮,৭৬,৯৭৯২,৮৯,০৩,৮৫৯২,৫৯,৭২৮০.৯
    চতুর্থবাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৮৮বর্জন----------
    পঞ্চমবাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৯১৪৯৬,২১,৮১,৭৪৩৩,৪৪,৭৭,৮০৩৪,০৭,৫১৫১.৯
    ষষ্ঠবাংলাদেশের সাধারণ নির্বাচন, ফেব্রুয়ারি ১৯৯৬বর্জন----------
    সপ্তমবাংলাদেশের সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬৩৬৫,৬৭,১৬,৯৩৫৪,২৮,৮০,৫৭৬৪৮,৫৪৯০.১১
    অষ্ঠমবাংলাদেশের সাধারণ নির্বাচন, ২০০১৬৪৭,৪৯,৪৬,৩৬৪৫,৬১,৮৫,৭০৭৫৬,৯৯১০.১০
    নবমবাংলাদেশের সাধারণ নির্বাচন, ২০০৮৩৭৮,১০,৮৭,০০৩৭,০০,১২,১৯১৪২,৩৩১০.০৬
    দশমবাংলাদেশের সাধারণ নির্বাচন, ২০১৪বর্জন----------

    নির্বাচন বর্জনঃ বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৮৮, বাংলাদেশের সাধারণ নির্বাচন, ফেব্রুয়ারি ১৯৯৬, বাংলাদেশের সাধারণ নির্বাচন, ২০১৪

    নির্বাচিত সংসদ সদস্যদের নাম

    বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৮৬ [5]

    ক্রমিক নির্বাচিত সদস্য সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ
    মোহাম্মদ ফরহাদপঞ্চগড়-২
    মোঃ দবিরুল ইসলামঠাকুরগাঁও-২
    প্রসুন কান্তি রায়২২৩সুনামগঞ্জ-১

    বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৯১ [6]

    ক্রমিক নির্বাচিত সদস্য সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ
    মোঃ মোজাহার হুসেন০২পঞ্চগড়-২১,৭৯,০০৯১,০৮,১৪৬৪২,৩৩৫৩৯.১৫
    মোঃ দবিরুল ইসলাম০৪ঠাকুরগাঁও-২১,৪৭,৩১৭৯৬,৪৮৯৪৬,৪৫২৪৮.১৪
    মোঃ সামসুদ্দোহা১৩নীলফামারী-২১,৬৭,০৯৩১,০৫,০৯৮৩৫,২১৬৩৩.৫১
    নজির হোসেন২২৩সুনামগঞ্জ-১২,৪৯,৫৬২১,১৯,৫৩৩৪৪,১১৭৩৬.৯১
    মোঃ ইউসুফ২৮৫চট্টগ্রাম-৭১,৫৯,১৯৫৮৫,৯২৩৩৪,৬১৫৪০.২৯

    অংশগ্রহণকারী নেতৃত্বের তালিকা

    বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৯১

    ক্রমিক অংশগ্রহণকারী সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
    মোঃ মোজাহার হুসেন০২পঞ্চগড়-২১,৭৯,০০৯১,০৮,১৪৬৪২,৩৩৫৩৯.১৫১ম
    মোঃ দবিরুল ইসলাম০৪ঠাকুরগাঁও-২১,৪৭,৩১৭৯৬,৪৮৯৪৬,৪৫২৪৮.১৪১ম
    মোঃ সামসুদ্দোহা১৩নীলফামারী-২১,৬৭,০৯৩১,০৫,০৯৮৩৫,২১৬৩৩.৫১১ম
    শাহ মোঃ আব্দুল হাকিম২২রংপুর-৪২,৪০,৩৬৭১,৬০,৭৫৪৮২০.০৫১২তম
    মোঃ আহম্মদ আলী২৩রংপুর-৫২,৩০,৯৬৫১,৪১,৫৫৭৪০৮০.২৯৬ষ্ঠ
    মোঃ আব্দুল হাই২৫কুড়িগ্রাম-১২,৫৯,৮০৬১,১৯,৭৫৬৪৭৭০.৪৭ম
    হারুন অর রশীদ লাল২৬কুড়িগ্রাম-২২,৭৬,৯৭৩১,৩৯,৭৬২৪১৬০.৩১২ম
    মোঃ গোলাম হায়দার২৮কুড়িগ্রাম-৪১,৮৪,১৭৩৭৫,২৭২২৬৩০.৩৫১১তম
    মোঃ আমিনুল হক (বাবলু)৩৪জয়পুরহাট-১২,৩৩,২৪৭১,৫৫,৫১৮১,৮৯২১.২২৫ম
    ১০মোঃ আব্দুল রাজ্জাক৪১বগুড়া-৬২,৭৩,৩৪৭১,৭৬,০৩২৮২৩০.৪৭৭ম
    ১১শেখ ওহিদুর রহমান৫১নওগাঁ-৬১,৮০,০০৭১,৩২,৯৬৯৪৬,৭৮০৩৫.১৮২য়
    ১২মোঃ ইব্রাহীম হোসেন৫৪রাজশাহী-৩২,২৪,৪৬০১,৫৪,৩৮০১৪,৮৯১৯.৬৫৪র্থ
    ১৩ডাঃ সদর উদ্দিন আহমেদ৫৫রাজশাহী-৪১,৬১,২১৮১,২৩,৮৪১১,৩২৫১.০৭৫ম
    ১৪মোঃ জসিম উদ্দিন মন্ডল৭১পাবনা-৪২,০৮,৮৯৩১,৪৩,৬৪৩১০২০.০৭৯ম
    ১৫জাহিদুন্নবী কালু৮১ঝিনাইদহ-১১,৮০,৬৮৭১,২৯,৬৫১১৬১০.১২৮ম
    ১৬অচিন্ত্য বিশ্বাস৯৯খুলনা-১১,৪১,৭৩৩৯৪,০০৪২১,৬৬৮২৩.০৫২য়
    ১৭এম ফিরোজ আহমেদ১০০খুলনা-২১,৮৩,৬২৭৯৩,৫১৯১,৪০৫১.৫৭ম
    ১৮মোঃ শামীম মিয়া১১৬পটুয়াখালী-৪১,৫৫,৯৩৮৭৭,৩৯৮৯৫০.১২১২তম
    ১৯নাজমুল আহসান (মিজান)১২৩বরিশাল-৩২,১৩,২৫২৮০,৪৮৭২১১০.২৬১১তম
    ২০শ্রী সরোজ বন্ধু দেব১৩৩টাঙ্গাইল-১১,৮৪,৪২২৯৭,৪৪০৮১২০.৮৩৬ষ্ঠ
    ২১শ্রী কার্তিক চন্দ্র১৩৫টাঙ্গাইল-৩১,৯৮,৯৭৬১,১৯,৭৬৯৫১৯০.৪৩৩য়
    ২২এ্যাড. জোয়াদ আল মালুম১৩৭টাঙ্গাইল-৫৩,৩৩,১৫৫১,৯২,৮৫১৩০০০.১৬১২তম
    ২৩মোঃ দাউদুল ইসলাম১৩৮টাঙ্গাইল-৬১,৬৭,৯৯৭৮৪,৫৮২১,২২৭১.৪৫৮ম
    ২৪খ. নুরুর রহমান সেলিম১৩৯টাঙ্গাইল-৭২,০২,৫১৬১,১৮,৫০২৩৯৭০.৩৪৭ম
    ২৫শামসুল বারী১৫৭ময়মনসিংহ-৯১,৯৩,৩৬৫৮০,৩৮৯২৫৬০.৩২১২তম
    ২৬ছবি বিশ্বাস১৬১নেত্রকোনা-১২,১০,৭৯৮১,০৩,১১১৩,৯১৮৩.৮৪র্থ
    ২৭বজ্র গোপাল সরকার১৬৪নেত্রকোনা-৪২,১২,৪৮২১,২১,১৪৬৩,১৯১২.৬৩৩য়
    ২৮শাহ্ মোঃ আজিজুল হক১৬৭কিশোরগঞ্জ-৩১,৮৫,৬১৮১,০৯,০৯৪১৩৩০.১২৬ষ্ঠ
    ২৯মোঃ আমিরুল ইসলাম১৬৮কিশোরগঞ্জ-৪২,১৭,২১৩১,০৭,৩০৪৪৪৬০.৪২৬ষ্ঠ
    ৩০নুরুল ইসলাম১৭০কিশোরগঞ্জ-৬১,৮০,২৫২১,০৪,৭২০৯৮৪০.৯৪১১তম
    ৩১এ রহমান দর্জি মিনু১৭২মানিকগঞ্জ-১১,৭৭,৭৮২৯৯,৪১৯১,২৭৭১.২৮১০ম
    ৩২আজহারুল ইসলাম আরজু১৭৪মানিকগঞ্জ-৩১,৯৮,২৪৩১,২৬,০৪৫৬,৭৯৭৫.৩৯৪র্থ
    ৩৩সাইফুদ্দিন আহমেদ মানিক১৮৩ঢাকা-৪২,৮১,৮১২১,১৭,৭১৪৪২,৪৫৪৩৬.০৭২য়
    ৩৪মুজাহিদুল ইসলাম সেলিম১৯১ঢাকা-১২২,০৫,২৯০১,২১,৬৮৬২,২৮২১.৮৮৬ষ্ঠ
    ৩৫মোঃ শহীদুল্লাহ১৯৬গাজীপুর-৪১,৭৪,৯৭৯১,০৪,৭৬৪২১৬০.২১৭ম
    ৩৬মোঃ মতিউর রহমান২০০নরসিংদী-৪২,২৯,০৪২১,৩৩,৬০৬৫২৫০.৩৯৮ম
    ৩৭মোঃ হাফিজুল ইসলাম২০৩নারায়ণগঞ্জ-২১,৬৭,৭১২১,১২,৩২৬১২৩০.১১৭ম
    ৩৮মন্টু ঘোষ২০৬নারায়ণগঞ্জ-৫২,২৬,১৯৭১,২৬,৮১৯২৯৬০.২৩৮ম
    ৩৯ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম২১৫গোপালগঞ্জ-২২,৫৪,৫৯৩১,২২,৭৩১১,৪২৫১.১৬৬ষ্ঠ
    ৪০নজির হোসেন২২৩সুনামগঞ্জ-১২,৪৯,৫৬২১,১৯,৫৩৩৪৪,১১৭৩৬.৯১১ম
    ৪১মোঃ আব্দুল মালেক২২৮সিলেট-১২,৯০,৭৪৬১,১৭,০৫৪১৪১০.১২১২তম
    ৪২নুরুল ইসলাম নাহিদ২৩৩সিলেট-৬২,৬০,৬১০১,২৫,৯০৮৩৩,৩৩২২৬.৪৭২য়
    ৪৩সোমেশ রঞ্জন রায়২৪৪ব্রাহ্মণবাড়ীয়া-৩৩,২১,৯১৫১,৭৬,৪০৬৪৮২০.২৭৭ম
    ৪৪মোঃ জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী২৬৭ফেনী-২২,৭৬,২৬৮১,১১,৩০৫৩১১০.২৮১০ম
    ৪৫নুরুল ইসলাম এম এ২৭১নোয়াখালী-৩১,৩৪,৬৭৮৫১,১৮৯১০,০৮২১৯.৭২য়
    ৪৬শফিকুল মওলা২৮১চট্টগ্রাম-৩১,৬৭,২২২৮৫,৬৪৭৩৩২০.৩৯৫ম
    ৪৭মোঃ ইউসুফ২৮৫চট্টগ্রাম-৭১,৫৯,১৯৫৮৫,৯২৩৩৪,৬১৫৪০.২৯১ম
    ৪৮মনোয়ার আহমেদ২৮৮চট্টগ্রাম-১০২,১৩,১৫১১,১০,৩৫১৮৯০.৮৯১১তম
    ৪৯শাহ্ আলম২৮৯চট্টগ্রাম-১১১,৮৭,১৩০১,১০,৩৪৩১,৪৩৬১.৩৬ষ্ঠ

    বাংলাদেশের সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬

    ক্রমিক অংশগ্রহণকারী সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
    মোঃ সেলিম উদ্দিন০২পঞ্চগড়-২১,৭৬,৪৫৩১,৩৫,৩৪২৯৫২০.৭৫ম
    সৈয়দ মেরাজুল হোসেন০৩ঠাকুরগাঁও-১২,৩৫,৭৫০১,৮২,৫৬৮৭১৬০.৩৯৬ষ্ঠ
    মোঃ মহসিন সরকার০৪ঠাকুরগাঁও-২১,৫১,৮৪৪১,১৪,৪০৯৬৭৩০.৫৯৫ম
    মোঃ মনসুুরুল রহমান০৫ঠাকুরগাঁও-৩১,৬৪,৮৭৯১,২৭,৬২৩১,৪৩৯১.১৩৫ম
    মোঃ আলতাফ হোসেন০৬দিনাজপুর-১১,৮৯,৮১৯১,৪৩,৮৯৩৭৫৬০.৫৩৫ম
    মোঃ জাহেদ আলী১৪নীলফামারী-৩১,৬৩,৯৫৪১,১৯,৮৫৩৫৭৭০.৪৮৭ম
    মোঃ নুর এ আলম মানিক২৯গাইবান্ধা-১১,৯২,১৩৫১,২৯,৫৬৪৫০৭০.৩৯৭ম
    মোঃ শাহাদাৎ হোসেন (লাকু)৩০গাইবান্ধা-২১,৯৫,৩১৬১,৪১,২৭১১,০৮৮০.৭৭৬ষ্ঠ
    মোঃ জাহেদুর রহমান (দুদু)৩১গাইবান্ধা-৩২,৪৬,৮০৫১,৭৬,০৯০৮৮৭০.৫৭ম
    ১০মোঃ বদিউজ্জামান৩৪জয়পুরহাট-১২,৫১,৫৭৫২,১০,৪০০৩০২০.১৪৫ম
    ১১মোঃ আবুল কাশেম (রবি)৭৮কুষ্টিয়া-৪২,০২,৩৫৩১,৭০,৮৫২৫৫১০.৩২৭ম
    ১২মোঃ রাজিবুল হাসান৮১ঝিনাইদহ-১১,৭৪,৯৯৮১,৫৩,৩৪০১০৪০.০৭৮ম
    ১৩অচিন্ত্য কুমার বিশ্বাস৯৯খুলনা-১১,৪৪,৭১৯১,১৬,৪২৬১৯,৩৯৮১৬.৮১২য়
    ১৪মোঃ আব্দুর রশিদুজ্জামান মোরিল১০৪খুলনা-৬২,০৯,১৯৮১,৭৩,৩৩৯২,৭৪৩১.৫৮৫ম
    ১৫আব্দুল হালিম১১০বরগুনা-১১,৭৪,৯৬৯১,১৫,২৪৬৪৪১০.৩৮৮ম
    ১৬সামসুল হক গাজী১১৫পটুয়াখালী-৩১,৫৬,০৭৯৯৬,১১৩২১২০.২২৮ম
    ১৭এফ, আর, এম, নাজমুল আহসান নিজাম১২৩বরিশাল-৩১,৩৫,৩৭৬৯৭,০২৮২৬৩০.২৭৭ম
    ১৮আব্দুল মান্নান১২৮ঝালকাঠি-২১,৬৯,৯১৬১,২৭,০৩৮২৯১০.২৩৮ম
    ১৯মোঃ মঞ্জুরুল আহসান খান১৪২জামালপুর-২১,৪২,১৮৪৯৬,০১৮৬,৯৯২৭.২৮৪র্থ
    ২০নঈম জাহাঙ্গীর১৪৩জামালপুর-৩২,৫১,৯৬৩১,৬১,০৩৮২,১৩২১.৩২৫ম
    ২১মোঃ মোজাম্মেল হক১৫৯ময়মনসিংহ-১১১,৪৯,৯৭২১,০৯,৯৬০৪০৭০.৩৭৫ম
    ২২ডাঃ দিবালোক সিংহ১৬১নেত্রকোনা-১২,০০,৭৭৪১,৪৯,০৭৩১,৭২৮১.১৬৫ম
    ২৩পিযুষ কান্তি তালুকদার১৬৪নেত্রকোনা-৪১,৭৪,৬৯৪১,৩৮,৫৭৪৬০৩০.৪৪৫ম
    ২৪মোঃ সিরাজুল ইসলাম সাত্তার১৬৭কিশোরগঞ্জ-৩১,৬০,৯৯১১,২১,৯১১১৯৪০.১৬৫ম
    ২৫এ মান্নান১৭৩মানিকগঞ্জ-২১,৫৯,০২৩১,২৭,৯৮৩২৬২০.২৬ষ্ঠ
    ২৬মোঃ কিশমত আলী১৭৫মানিকগঞ্জ-৪১,৬৩,৮৪৫১,৩০,৮৩২৪৪৮০.৩৪৭ম
    ২৭শহীদুল্লাহ চৌধুরী১৮৩ঢাকা-৪৩,৩১,৬৪১২,১৮,৫০২৫৮৩০.২৭৭ম
    ২৮মোঃ আলতাফ হোসেন১৯৬গাজীপুর-৪১,৪৯,২৪১১,১৭,৭৪৯১৭৫০.১৫৭ম
    ২৯মন্টু ঘোষ২০৬নারায়নগঞ্জ-৫১,৮০,৫৮৭১,৪৩,৯৭৩৩৫৫০.২৫৮ম
    ৩০মোঃ আব্দুল মালেক সিকদার২০৯ফরিদপুর-১২,৩৮,০৯৩১,৯৬,৭৩৫৫৭২০.২৯৬ষ্ঠ
    ৩১মীর আবু বকর সিদ্দীক২১০ফরিদপুর-২১,৫৫,৫১২১,১৯,৩৬৬২৮৩০.২৪৭ম
    ৩২মোঃ মোসলেম খান এ্যাডভোকেট২২২শরীয়তপুর-৩২,২১,৬৩১১,৭২,৪৩২৫০০০.২৯
    ৩৩প্রবাংশু চৌধুরী২২৪সুনামগঞ্জ-২১,৪৫,৩৯৬১,২১,১৯২৫০০০.৪০৫ম
    ৩৪খন্দকার লুৎফর রহমান২৩৫মৌলভীবাজার-২১,৭৭,০৩৫১,৩৩,৬৩৫১,০২৩০.৭৭৬ষ্ঠ
    ৩৫আব্দুস সালাম২৮৯চট্টগ্রাম-১১১,৫৭,৭৬০১,১৬,৫৭৫৪৩১০.৩৭৬ষ্ঠ
    ৩৬আব্দুল নবী২৯১চট্টগ্রাম-১৩১,২৯,৭৮৩১,০০,৭৯৪৪০১০.৪৫ম

    বাংলাদেশের সাধারণ নির্বাচন, ২০০১

    ক্রমিক অংশগ্রহণকারী সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
    মোঃ সেলিম উদ্দিন০২পঞ্চগড়-২২,১৪,২৫২১,৮২,২৭৪১,৬৭৩০.৯২৪র্থ
    সৈয়দ মেরাজুল হোসেন০৩ঠাকুরগাঁও-১২,৮৬,৩১৭২,৪৯,১৪৪৬৩৯০.২৬৪র্থ
    মোঃ মহসিন সরকার০৪ঠাকুরগাঁও-২১,৮৩,৩৬২১,৬১,১২৮৩৩৯০.২১৬ষ্ঠ
    মোঃ মনসুরুল অালম০৫ঠাকুরগাঁও-৩২,০৪,২৪৬১,৭৮,৪৮১১,৬৫৬০.৯৩৪র্থ
    মোঃ আলতাফ হোসেন০৬দিনাজপুর-১২,৩১,৬৫৫১,৯৭,৩৭৪৭৬০০.১৪৫ম
    মোঃ হাফেজ আলী১০দিনাজপুর-৫২,৯০,০৫৬২,৪৪,৬৭৪২৯৬০.১২৪র্থ
    মোঃ জাহেদ আলী১৪নীলফামারী-৩২,০৫,৭২৬১,৬৮,৭৫৪৫৫২০.৩৩৫ম
    মোঃ দেলোয়ার হোসেন১৫নীলফামারী-৪২,২১,৮১৯১,৭২,৩৮৭২৬৩০.১৫৫ম
    মোঃ সিরাজুল ইসলাম খান১৮লালমনিরহাট-৩১,৮৭,৬৬৯১,৪১,১৪৮৩১৭০.২২৫ম
    ১০মোঃ শামসুজ্জামান২৩রংপুর-৫২,৮৩,২৮০২,৩৩,৮৩৩১,২৫৫০.৫৪৪র্থ
    ১১মোঃ কামরুজ্জামান২৪রংপুর-৬২,১৫,৫৬৪১,৭৪,৮৯১৬৭৩০.৩৮৪র্থ
    ১২মোঃ আব্দুল মোতালেব২৭কুড়িগ্রাম-৩২,৩৬,৫০১১,৬৮,০৬০৭৪২০.৪৪৪র্থ
    ১৩শ্রী বীরেন সরকার২৯গাইবান্ধা-১২,৬০,১৩১১,৮৪,৩৩৫৬১০০.৩৩৬ষ্ঠ
    ১৪শাহাদাৎ হোসেন লাকু৩০গাইবান্ধা-২২,৪৫,৫৯৪১,৮৩,৮৯৭৩০৪৬১.৬৬সপ্তম
    ১৫দেওয়ান মোঃ বদিউজ্জামান৩৪জয়পুরহাট-১২,৯৪,৪৮৭২,৫০,৫১৪৬৭৭০.২৭৫ম
    ১৬মোঃ আব্দুর রাজ্জাক৪১বগুড়া-৬৩,৭৮,৮৫৪২,৮৯,৪১৮১,৫১৩০.৫২৪র্থ
    ১৭সৈয়দ আহম্মদ বিশ্বাস৪৩নওয়াবগঞ্জ-১২,৭৭,৪৮৭২,৪৮,৯৯৫৩০৬০.০৪৬ষ্ঠ
    ১৮সাদেকুল ইসলাম৪৪নওয়াবগঞ্জ-২২,৪৫,৯২৯২,২০,০১১৩০৬০.১৪৫ম
    ১৯মোঃ মনিরুল হক (মুকুল)৫০নওগাঁ-৫২,২৭,০৫১১,৯২,৭৩৯২১১০.১১৫ম
    ২০প্রদ্যুৎ ফৌজদার৫১নওগাঁ-৬২,১৫,২৩১১,৮৭,৩৫৬৩৫৯০.১৯৪র্থ
    ২১আবুল কালাম আজাদ৫৫রাজশাহী-৪২,১১,৯৮৩১,৯৫,৪৫৩৩৭২০.১৯৪র্থ
    ২২মোঃ ইসমাইল হোসেন৬৩সিরাজগঞ্জ-৩২,৬৯,৯৮৬২,২৭,৯৪২৫৮৯০.২৬৪র্থ
    ২৩মোঃ মঞ্জুর এ খোদা ৬৫সিরাজগঞ্জ-৫২,৭১,৮৯৬১,৯৪,৯৯০১,৩২৩০.৬৮৫ম
    ২৪জসীম উদ্দিন মন্ডল৭১পাবনা-৪২,৬৮,০৭৭২,২২,৭৪৩২৪৪০.১১৫ম
    ২৫জি এম শহীদুল আলম৭৮কুষ্টিয়া-৪২,৬১,২৫৮২,১৯,২৪৮২৫১০.১১৫ম
    ২৬মোঃ শহীদুল ইসলাম৮০চুয়াডাঙ্গা-২২,৮৮,৭৪৬২,৫৭,২৯৯৯৫৭০.৩৭৪র্থ
    ২৭আলমগীর হোসেন৮১ঝিনাইদহ-১২,১৭,৮২১১,৮৬,১৪৫২১৪০.১২৪র্থ
    ২৮আবুল হোসেন৮৬যশোর-২২,৯৩,৬৭১২,৬৩,৫৫৯৪৬৯০.১৮৫ম
    ২৯এস এম রেজাউল করিম৯৬বাগেরহাট-২২,১৯,১৩৫১,৮০,৪৫৪৯৯০.০৫৭ম
    ৩০অচিন্ত্য কুমার বিশ্বাস৯৯খুলনা-১১,৭৯,৫৯৫১,৫১,২৫৮১৮,৫১২১২.২৪৩য়
    ৩১শেখ আব্দুল হান্নান১০৪খুলানা-৬২,৫৫,৪১০২,২৪,৭৮৬৯০৬০.৪৫ম
    ৩২সুভাষ চন্দ১১৩পটুয়াখালী-১৩,১৬,৯৭৭১,৯৪,১৭৪৩৪৮০.১৮৪র্থ
    ৩৩মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ১১৪পটুয়াখালী-২২,২৬,৭৬৬১,৪৭,৫৪১১৭৫০.১২৪র্থ
    ৩৪মোঃ শামসুল হক গাজী১১৫পটুয়াখালী-৩২,৪৩,৩৫১১,৪৯,৪৫৭১৩০০.০৯৭ম
    ৩৫আব্দুল মান্নান১২৮ঝালকাঠি-২২,৪০,৩৭২১,৫৭,৩৪০১৩৫০.০৯৫ম
    ৩৬বিমলেন্দু হালদার১৩১পিরোজপুর-৩১,৫৮,৮৬৫১,১১,৭৪৭১০২০.০৯৬ষ্ঠ
    ৩৭শংকর আচার্য১৩২বরিশাল-পিরোজপুর২,২৫,১৩০১,৭১,১৮০২৩০০.১৩৫ম
    ৩৮মোঃ আব্দুর রউফ১৩৮টাঙ্গাইল-৬১,৮২,১৬৪১,২৯,৩৩০৩০৯০.২৪৬ষ্ঠ
    ৩৯মোঃ আসলাম খান১৪২জামালপুর-২১,৯৭,১০৯১,৩১,২১১১,০৩২০.৭৯তয়
    ৪০মোঃ মুনির উদ্দিন১৪৪জামালপুর-৪২,১০,৩২৮১,৬১,৪৭৮২১৩০.১৩৫ম
    ৪১আবু মোঃ মাজহার১৪৭শেরপুর-২২,৬২,৯০৫২,০৫,৮২৯২৫৬০.১২৫ম
    ৪২মোঃ আবুল হাশেম১৫০ময়মনসিংহ-২৩,১৬,১৭৫২,২৫,৮৯৮১,২১৩০.৫৪৪র্থ
    ৪৩শাহ আসাদুজ্জামান১৫২ময়মনসিংহ-৪৩,৮৩,৮৮৪২,৬৬,১০৬৫৫১০.২১৫ম
    ৪৪ডাঃ দিবালোক সিংহ১৬১নেত্রকোনা-১২,৫১,৯৭৫১,৯৭,০৩৮৩,৪৯৩১.৭৭তয়
    ৪৫ডাঃ এনামুল হক১৬৮কিশোরগঞ্জ-৪২,৫৯,৫৮২১,৯৩,৬৭১৬১১০.৩২৫ম
    ৪৬মোহাম্মদ হানিফ১৭১কিশোরগঞ্জ-৭২,৩৬,০৭৭১,৯৬,৭৬৬২৩৭০.১২৫ম
    ৪৭আফসার উদ্দিন আহম্মেদ১৭২মানিকগঞ্জ-১২,০২,৩৩৪১,৫১,১০০১৮৮০.১২৫ম
    ৪৮শহীদুল্লাহ চৌধুরী১৮৩ঢাকা-৪৪,৮৮,৪৭৩২,৯০,৯৯০৫০৭০.১৭৪র্থ
    ৪৯আব্দুল মালেক১৮৮ঢাকা-৯৩,৯৩,৫২৪২,২১,৬৫১৪৬৫০.২১৫ম
    ৫০মোঃ মোর্শেদ আলী১৯০ঢাকা-১১৬,২৭,৮০৭৩,৭৪,৯৪৪৮১৪০.২২৪র্থ
    ৫১লীনা চক্রবর্তী১৯১ঢাকা-১২৩,৫১,৪৮৯২,৪৪,৮৬১৩৫৯০.১৫৫ম
    ৫২কাজী সাজ্জাদ জহির২০০নরসিংদী-৪২,৫৫,৯৯৯২,০৫,৬৯৩৩৯৭০.১৯৫ম
    ৫৩মোঃ আমিনুল হক২০১নরসিংদী-৫২,৮৯,৯৭৪২,২০,৭২২৭৯০০.৩৬৪র্থ
    ৫৪মোঃ হাফিজুল ইসলাম২০৩নারায়নগঞ্জ-২১,৯৪,০৪৯১,৫৬,২৫৯২৭১০.১৭৫ম
    ৫৫জিয়া হায়দার ডিপটি২০৪নারায়নগঞ্জ-৩১,৯৬,৬৯৫১,৪৬,৪৪৯৩৬৩০.২৫৪র্থ
    ৫৬মন্টু ঘোষ২০৬নারায়নগঞ্জ-৫২,২০,৯৬৪১,৬৯,৬৪৯৩৫৪০.২১৭ম
    ৫৭আব্দুল মালেক শিকদার২০৯ফরিদপুর-১৩,০৫,৬৩৭২,৪৯,৩৭৫৮০৪০.৩২৪র্থ
    ৫৮আবু মোঃ মোখলেছুর রহমান২১১ফরিদপুর-৩২,৪১,১৭৮১,৮৬,৯৬৯২৭৮০.১৫৫ম
    ৫৯খন্দকার লুৎফর রহমান২৩৫মৌলভীবাজার-২২,১৬,৩০২১,৭২,৮৭৯৫৭৬০.৩৩৭ম
    ৬০হীরেন্দ্র দত্ত২৪০হবিগঞ্জ-৩২,৩৫,৭৩৭১,৭৪,২৮৫২৩৫০.১৩৭ম
    ৬১পরেশ রঞ্জন কর২৫১কুমিল্লা-৪২,৪১,৩২১১,৫৫,৬৯৫৩৩৪০.২১৫ম
    ৬২মোঃ মসিউদ্দৌলা২৮০চট্টগ্রাম-২১,৩৮,১৩৫১,৩৬,৯১৯২৩১০.১৭৬ষ্ঠ
    ৬৩প্রমোদ বরণ বড়ুয়া২৮৫চট্টগ্রাম-৭১,৮২,৮৭৮১,৩২,৮১৭৪০৩০.৩৪র্থ
    ৬৪এ্যাডভোকেট অপূর্ব চরণ দাস২৯২চট্টগ্রাম-১৪২,৯৬,০১৫২,২০,৮৯১৪৫৮০.২১৫ম

    বাংলাদেশের সাধারণ নির্বাচন, ২০০৮ [7]

    ক্রমিক অংশগ্রহণকারী সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
    শফিউর রহমানপঞ্চগড়-১২,৯১,০৯৫২,৬৭,৫৩৩৪০২০.১৫৫ম
    মোঃ আশরাফুল আলমপঞ্চগড়-২২,৫৩,৬৫১২,৩৬,৪৯২৯২৬০.৩৯৩য়
    মোঃ মনসুরুল আলমঠাকুরগাঁও-৩২,৩৬,৫১২২,১৭,০১৩৪,৪৩৮২.০৫৩য়
    মোহাম্মদ আলতাফ হোসাইনদিনাজপুর-১২,৭১,৯৫৮২,৫৩,২২২১,৫৯৬০.৬৩৩য়
    শাহাদাত হোসেন২১রংপুর-৩৩,৩৩,৫৯৬২,৭১,২১৫১,৬০২০.৫৯৪র্থ
    মোঃ কামরুজ্জামান২৪রংপুর-৬২,৩৬,৮২২২,১৪,৫০৩১,১৯৯০.৫৬৪র্থ
    দেওয়ান মোঃ বদিউজ্জামান৩৪জয়পুরহাট-১৩,২৭,৭৯২৩,০০,০৪৭৬৬৫০.২২৫ম
    মোঃ সাদেকুল ইসলাম৪৪চাঁপাইনবাবগঞ্জ-২২,৯০,৬৮৯২,৭৪,৬৫৫৩৭৩০.১৪৪র্থ
    ডাঃ রওনক জাহান৪৯নওগাঁ-৪২,৩৪,৩৫৭২,১৯,৮৫৩১,১১৬০.৫১৪র্থ
    ১০মোঃ এনামুল হক৫৩রাজশাহী-২২,৫৮,৭৫৯২,১১,৩৪৯৪৭৬০.২৩৩য়
    ১১মোহাম্মদ মহসিন প্রাং৫৫রাজশাহী-৪২,২৯,৬৮০২,১৪,৮১৪১,৮৬১০.৮৭৪র্থ
    ১২মোঃ আবুল কালাম আজাদ৫৬রাজশাহী-৫২,৪৭,৫১৯২,৩৪,৮৭৬৬১২০.২৬৪র্থ
    ১৩শ্রী রমানাথ মাহাতো৬১নাটোর-৪৩,০০,৫৮৬২,৮০,৭১৪২৫৯০.০৯৬ষ্ঠ
    ১৪মোঃ আব্দুল বাকী৬২সিরাজগঞ্জ-১২,৫৭,৫০৯২,২১,১৮১১,৮০৬০.৮২৩য়
    ১৫মোঃ ইসমাইল হোসেন৬৩সিরাজগঞ্জ-২৩,০৫,৪৭২২,৬৮,৭৬১৫৮০০.২২৭ম
    ১৬মোঃ ইলাহদাদ খান৮৭যশোর-৩৩,৪৭,৪২৬২,৯৫,৬৮৫৬৩২০.২১৪র্থ
    ১৭মনজুরুল আহসান খান১৩৯জামালপুর-২২,০৩,৮৭৭১,৭৯,০৫৮৩,১০০১.৭৩৪র্থ
    ১৮মোঃ মোজাম্মেল হক১৫৬ময়মনসিংহ-১১২,৩৩,৮১৯২,০২,৫০২২৫৭০.১৩৫ম
    ১৯সিদ্দিকুর রহমান১৫৭নেত্রকোনা-১২,৬৪,৯৪৫২,৩২,১৭২৪,৫১৪১.৯৪৩য়
    ২০এ, কে, এম, আবু রায়হান১৬২কিশোরগঞ্জ-১৩,২৮,৪৪৮২,৭৭,৮১৯৩,৫২৬১.২৭৩য়
    ২১সৈয়দ নজরুল ইসলাম১৬৩কিশোরগঞ্জ-২৩,২১,৪৭৫২,৭৫,৮৩৬৬৯৩০.২৫৬ষ্ঠ
    ২২মোঃ নোয়াব আলী১৬৯মানিকগঞ্জ-২৩,১৪,৪৯১২,৭৬,৫৫৩১,১৪৫০.৪১৩য়
    ২৩শেখ মোঃ কামাল হোসেন১৭৩মুন্সীগঞ্জ-৩৩,১৮,৭৬৫২,৭২,২৫৪২০৭০.০৮৮ম
    ২৪খান আহসান হাবীব১৮৬ঢাকা-১৩২,৮৩,১৪২২,১৮,৩০৪৪২৩০.১৯৫ম
    ২৫আহাম্মদ সাজেদুল হক১৮৮ঢাকা-১৫২,৮৯,২৭৮২,১৩,৩০৩৬২৭০.২৯৫ম
    ২৬লীনা চক্রবর্তী১৯২ঢাকা-১৯৬,০২,৩৮৬৪,৬০,০৭৩৭০৩০.১৫৪র্থ
    ২৭মোঃ জিয়াউল কবীর১৯৫গাজীপুর-২৫,২৬,৯৫২৪,১৪,৫৬৩১,০১৬০.২৫৫ম
    ২৮কাজী সাজ্জাদ জহির চন্দন২০২নরসিংদী-৪২,৬৫,৭৬৬২,৩৫,৭৭৩৬০৪০.২৬৬ষ্ঠ
    ২৯ইলিয়াস আহমেদ২০৪নারায়ণগঞ্জ-১২,৭৪,৭০৮২,৪৫,৮৫৬২১০০.০৯৯ম
    ৩০জিয়া হায়দার২০৬নারায়ণগঞ্জ-৩৩,৬৫,২৫৩৩,১৬,৫৯৮৮২৩০.২৬৪র্থ
    ৩১মন্টু চন্দ্র ঘোষ২০৮নারায়ণগঞ্জ-৫৩,৬১,১৬৫৩,১১,৩৫৪১,৫৩৮০.৪৯৩য়
    ৩২মোঃ রফিকুজ্জামান মিয়া২১২ফরিদপুর-২২,১৬,৩৫৫১,৯৩,২০৯৩৭৭০.২০৩য়
    ৩৩সৈয়দ আবু জাফর আহমদ২৩৭মৌলভীবাজার-৩৩,০৯,২১২২,৬২,৭৭৮১,২৬৫০.৪৮৪র্থ
    ৩৪মোঃ শরীফ উদ্দিন২৪৪ব্রাহ্মণবাড়িয়া-২২,৮৯,৮৭৬২,৪১,৬০১৩৭২০.১৫৭ম
    ৩৫গোলাম আকবর২৭১নোয়াখালী-৪৩,৫০,৯১৯২,৮৬,৮৯১১,০১০০.৩৫৫ম
    ৩৬মোঃ মছিউদ দৌলা২৮০চট্টগ্রাম-৩৩,০৬,৮৩৩২,৫২,১৩৫৮৫০০.৩৪৩য়
    ৩৭এ এফ এম শাহ আলম২৮৮চট্টগ্রাম-১১২,১৬,৫৬১১,৮৮,২৩৮৫২৮০.২৮৬ষ্ঠ

    সিটি কর্পোরেশন নির্বাচন

    ঢাকা সিটি কর্পোরেশন

    ১ম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৫ [8]

    ক্রমিক অংশগ্রহণকারী নির্বাচনের বছর নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
    আবদুল্লাহ আল ক্বাফী২০১৫২৩,৮৮,৯০০--২,৪৭৫----

    গাজীপুর সিটি কর্পোরেশন

    ২য় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৮ [9]

    ক্রমিক অংশগ্রহণকারী নির্বাচনের বছর নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
    কাজী মো. রুহুল আমিন২০১৮১১,৩৭,৭৩৭--৯৭৩----

    খুলনা সিটি কর্পোরেশন

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৮ [10]

    ক্রমিক অংশগ্রহণকারী নির্বাচনের বছর নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
    মিজানুর রহমান বাবু২০১৮৪,৯৩,০৯৩--২৫৩----

    বরিশাল সিটি কর্পোরেশন

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৮ [11]

    ক্রমিক অংশগ্রহণকারী নির্বাচনের বছর নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
    আবুল কালাম আজাদ২০১৮২,৪২,১৬৬--২৪৪----

    গণসংগঠনসমূহ

    তথ্যসূত্র

    1. জয়নাল আবেদীন, উপমহাদেশের জাতীয়তাবাদী ও বামধারার রাজনীতি, প্রেক্ষিত বাংলাদেশ, বাংলাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৩, পৃষ্ঠা- ১৯৮, ২০৪,
    2. সিপিবির দশম কংগ্রেস ১১ অক্টোবর শুরু দৈনিক প্রথম আলো, ৮ অক্টোবর, ২০১২।
    3. সিপিবির সভাপতি সেলিম, সম্পাদক জাফর দৈনিক প্রথম আলো, ১ নভেম্বর, ২০১৬।
    4. সেলিম-জাফর সিপিবির সভাপতি-সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত, সম্পাদক জাফর বাংলানিউজটোয়েন্টিফোর, ১ নভেম্বর, ২০১৬।
    5. List of 4th Parliament Members,
    6. List of 5th Parliament Members,
    7. পরিসংখ্যান প্রতিবেদন, বাংলাদেশ নির্বাচন কমিশন,
    8. কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা,
    9. কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা,
    10. কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা,
    11. কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা,

    আরও দেখুন

    • ন্যাশনাল আওয়ামী পার্টি ( মোজাফফর)

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.