খেলাফত মজলিস
খেলাফত মজলিস বাংলাদেশের একটি ইসলামী রাজনৈতিক দল। দলটির আমির অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসহাক, মহাসচিব ড আহমদ আব্দুল কাদের।[1] দলটির নির্বাচনী প্রতীক হল দেওয়াল ঘড়ি।
খেলাফত মজলিস | |
---|---|
![]() | |
নেতা | অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসহাক |
প্রতিষ্ঠা | ৮ ডিসেম্বর ১৯৮৯ |
সদর দপ্তর | বাংলাদেশ |
মতাদর্শ | আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন |
ওয়েবসাইট | |
দাপ্তরিক ওয়েবসাইট | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
ইতিহাস
৮ ডিসেম্বর ১৯৮৯ সালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক জাতীয় সম্মেলনের মাধ্যমে তৎকালীন শায়খুল হাদিস মাওলানা আজিজুল হকের নেতৃত্ত্বাধীন খেলাফত আন্দোলন ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্ত্বাধীন যুব শিবির একীভূত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আত্মপ্রকাশ করে।
দলটি ৯০’র স্বৈরাচার পতন আন্দোলন, ভারতের বাবরী মসজিদ ধ্বংসের প্রতিবাদ ও বাবরী মসজিদ পুনঃ নির্মাণের দাবীতে বাবরী মসজিদ লং মার্চ, ৯৪ সালের নাস্তিক-মুরতাদ তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, ২০০০-২০০১ সালে গণ-বিরোধী, শেখ হাসিনা সরকার বিরোধী ৪ দলীয় জোটের আন্দোলন, ১/১১ পরবরতী তত্ত্বাধায়ক সরকার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছে।
২০০৮ সালে খেলাফত মজলিস সরকারী ভাবে নিবন্ধন লাভ করে।[2]
তথ্যসূত্র
- "খেলাফত আমীর ও মহাসচিব নির্বাচিত ২৫/০১/২০১৯"।
- "খেলাফত মজলিস"। জাগরণীয়া। ১৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।