খেলাফত মজলিস

খেলাফত মজলিস বাংলাদেশের একটি ইসলামী রাজনৈতিক দল। দলটির আমির অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসহাক, মহাসচিব ড আহমদ আব্দুল কাদের।[1] দলটির নির্বাচনী প্রতীক হল দেওয়াল ঘড়ি।

খেলাফত মজলিস
নেতাঅধ্যক্ষ মাও মুহাম্মদ ইসহাক
প্রতিষ্ঠা৮ ডিসেম্বর ১৯৮৯
সদর দপ্তরবাংলাদেশ
মতাদর্শআল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন
ওয়েবসাইট
দাপ্তরিক ওয়েবসাইট
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

ইতিহাস

৮ ডিসেম্বর ১৯৮৯ সালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক জাতীয় সম্মেলনের মাধ্যমে তৎকালীন শায়খুল হাদিস মাওলানা আজিজুল হকের নেতৃত্ত্বাধীন খেলাফত আন্দোলন ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্ত্বাধীন যুব শিবির একীভূত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আত্মপ্রকাশ করে।

দলটি ৯০’র স্বৈরাচার পতন আন্দোলন, ভারতের বাবরী মসজিদ ধ্বংসের প্রতিবাদ ও বাবরী মসজিদ পুনঃ নির্মাণের দাবীতে বাবরী মসজিদ লং মার্চ, ৯৪ সালের নাস্তিক-মুরতাদ তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, ২০০০-২০০১ সালে গণ-বিরোধী, শেখ হাসিনা সরকার বিরোধী ৪ দলীয় জোটের আন্দোলন, ১/১১ পরবরতী তত্ত্বাধায়ক সরকার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছে।

২০০৮ সালে খেলাফত মজলিস সরকারী ভাবে নিবন্ধন লাভ করে।[2]

তথ্যসূত্র

  1. "খেলাফত আমীর ও মহাসচিব নির্বাচিত ২৫/০১/২০১৯"
  2. "খেলাফত মজলিস"জাগরণীয়া। ১৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.