বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বাংলাদেশে মার্কসবাদ-লেনিনবাদশিবদাস ঘোষের চিন্তাধারায় পরিচালিত একটি রাজনৈতিক দল। ভারতের বিপ্লবী রাজনীতির তাত্ত্বিক শিবদাস ঘোষকে কমিউনিস্ট আন্দোলনের আন্তর্জাতিক অথরিটি হিসেবে স্বীকৃতি না দেয়ার কারণে ২০১৩ সালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে দুইজন কেন্দ্রিয় নেতা বের হয়ে নতুন দল বাসদ (মার্কসবাদী) গঠন করেন।[1][2]

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
সাধারণ সম্পাদকমুবিনুল হায়দার চৌধুরী
প্রতিষ্ঠা এপ্রিল ২০১৩ (2013-04-07)
পূর্ববর্তীবাসদ
সদর দপ্তর২২/১ তোপখানা সড়ক (৬ষ্ঠ তলা), ঢাকা, বাংলাদেশ ১০০০
মতাদর্শসাম্যবাদ,
মার্কসবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষের চিন্তাধারা
রাজনৈতিক অবস্থানকমিউনিস্ট, বামপন্থী
আন্তর্জাতিক অধিভুক্তিইন্টারন্যাশনাল এন্টি ইম্পেরিয়ালিস্ট কোঅর্ডিনেটিং কমিটি
ওয়েবসাইট
spbm.org
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন
বাসদ মার্কসবাদী দলের উন্মুক্ত কয়লাখনিবিরোধী আন্দোলনের দেয়াললিখন, পার্বতীপুর।

দলটির মাসিক মুখপত্রের নাম সাম্যবাদ

গণ সংগঠনসমূহ

বাসদ (মার্কসবাদী) সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে যুক্ত। তাদের সাথে সম্পৃক্ত গণ সংগঠনগুলো হলো -

  • সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
  • বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন
  • বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র
  • শিশু কিশোর মেলা
  • চারণ সাংস্কৃতিক কেন্দ্র
  • বিজ্ঞান চর্চা কেন্দ্র
  • প্রগতিশীল চিকিৎসক ফোরাম
  • বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন
  • সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট

বাসদ সংক্রান্ত পুস্তকসমূহ

বাসদ রাজনীতি বিষয়ে আলোচনা সমালোচনামূলক বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে,

  • আ. ও. ম. শফিকউল্লা এবং অন্যান্য; জাসদ-বাসদের ভ্রান্ত, দোদুল্যমান ও বিভ্রান্তিকর রাজনীতি প্রসঙ্গে, লক্ষ্মীপুর গ্রুপ; ঢাকা; ১৬ জুলাই, ১৯৮১;
  • জয়নাল আবেদীন, শিবদাস ঘোষ জাসদ-বাসদ রাজনীতি ও ভাঙন প্রসঙ্গ, খড়িমাটি প্রকাশন, চট্টগ্রাম, মে, ২০১৪, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯০১-২০৪-৭

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বাসদে ফের ভাঙন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১২ এপ্রিল ২০১৩। ৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮
  2. "বিপ্লবী দল গড়ার প্রত্যয়ে বাসদ-এর বিশেষ কনভেনশন"spbm.org। ১৩ ডিসেম্বর ২০১৪। ৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.