জাতীয় সংসদের স্পিকার

সভাধ্যক্ষ বা স্পিকার হলেন বাংলাদেশের জাতীয় সংসদের সভা পরিচালক বা প্রিসাইডিং অফিসার।[1] তার ভূমিকা অন্যান্য দেশের ওয়েস্টমিনস্টার ধাঁচের সরকারে স্পিকারের ভূমিকার সমতুল্য।

জাতীয় সংসদের স্পিকারের স্পিকার
জাতীয় সংসদের স্পিকার
জাতীয় সংসদের সভাধ্যক্ষ
জাতীয় সংসদের সীল মোহর
জাতীয় সংসদের পতাকা
দায়িত্ব
শিরীন শারমিন চৌধুরী

৩০ এপ্রিল ২০১৩  থেকে
সম্বোধনরীতিমাননীয়
নিয়োগকর্তাজাতীয় সংসদের সদস্যবৃন্দ
উদ্বোধনী ধারকশাহ আব্দুল হামিদ
গঠন১০ এপ্রিল ১৯৭২
ডেপুটিফজলে রাব্বি মিয়া
ওয়েবসাইটwww.parliament.gov.bd/general-8.html

ক্ষমতা ও কাজ

সভাধ্যক্ষ সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন। তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন। কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন। তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন। অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও সভাধ্যক্ষ স্থির করেন।

তথ্যসূত্র

  1. জাতীয় সংসদ বাংলাপিডিয়া

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.