বাংলাদেশ সরকারের সিলমোহর

বাংলাদেশ সরকারের সিলমোহর বাংলাদেশের মন্ত্রিপরিষদ [1] এবং বাংলাদেশ সরকার দাফতরিক কাজে ব্যবহার করে।

বাংলাদেশি পাসপোর্টের সামনের কভারটিতে সরকারী সিল লিখিত আছে
বাংলাদেশ সরকার কর্তৃক ব্যবহৃত সিলমোহর

এ সিলমোহরের একটি সংস্করণ বাংলাদেশী পাসপোর্টগুলির কভার পৃষ্ঠায় ব্যবহৃত হয়। [2] সিলটি একটি বিজ্ঞপ্তিযুক্ত সেটিংয়ে বাংলাদেশের প্রথম পতাকা হিসাবে একই নকশার উপাদানগুলির বৈশিষ্ট্যযুক্ত। বাইরের সাদা আংটিটি বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারী নামের ক্যাপশনে দেখানো হয়েছে: চারটি লাল ৫-পয়েন্টযুক্ত তারা সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকার কেন্দ্রে একটি লাল ডিস্কে দেশের মানচিত্র।

মনোগ্রামের ইতিহাস

সিলটি বাংলাদেশের জাতীয় প্রতীক হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশের নির্বাসিত সরকার ছিল। ১৯৭১ সালের এপ্রিলের গোড়ার দিকে গঠিত, অস্থায়ী সরকার একই বছরের গোড়ার দিকে বাঙালি জাতীয়তাবাদী নেতা শেখ মুজিবুর রহমানের ২৬শে মার্চ পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণাকে নিশ্চিত করে।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.