বাংলাদেশের সঙ্গীত

আবহমান কাল থেকে বাংলাদেশে সঙ্গীতের ব্যাপক প্রচার রয়েছে। সাধারণত সঙ্গীতকে বিশ্লেষণ করলে পাওয়া যায়ঃ সঙ্গীত=ছন্দ+সুর অর্থাত্‍ দুইটি ছন্দযুক্ত বাক্য সুর করে উচ্চারণ করা হলে তাকে বলা হয় গান বা সঙ্গীত।

বাংলাদেশ-এর সঙ্গীত
বাউল, বাংলার আধ্যাত্মিক গান
ধরন
  • ধ্রুপদী
  • রক
  • হিপ হপ
নির্দিষ্ট ধরন
ধর্মীয় সঙ্গীত
জাতিগত সঙ্গীত
ঐতিহ্যবাহি সঙ্গীত
মিডিয়া এবং কর্মক্ষমতা
সঙ্গীত পুরস্কার
সঙ্গীত উৎসব
সঙ্গীত মিডিয়াবেতার

টেলিভিশন

ইন্টারনেট
জাতীয় এবং দেশাত্মবোধক গান
জাতীয় সঙ্গীতআমার সোনার বাংলা
অন্যান্যনতুনের গান (রণসঙ্গীত)
একুশের গান (ভাষা আন্দোলন গাথা)
আঞ্চলিক সঙ্গীত
সম্পর্কিত এলাকা
অন্যান্য এলাকা
  • ভারত
  • পাকিস্তান

প্রাচীন বাংলায় সঙ্গীত

প্রাচীন বাংলায় সাধারণ মানুষ চিঠি লিখত পদ্যাকারে।কিন্তু উচ্চারণ করার সময় একটু সুর দিয়ে উচ্চারণ করত। তখন থেকেই সঙ্গীতের প্রচলন শুরু। তখনকার বৌদ্ধ সমাজে চর্যাপদ একটি বিশেষ জায়গা দখল করে ছিল। বৌদ্ধ ধর্মপ্রচারকেরা তা গানের সুরে উচ্চারণ করতেন। ফলে পাঠকের মন জয় করা সহজ হত। তেমনি একটি পদ্য হলঃ

                  “কা আ তরুবর পাঞ্চ বি ডাল
                     চঞ্চল চী এ পইঠা বি কাল”
                                         - লুই পা[1]

তখনকার হিন্দু সমাজেও দেবীর পূজায় গান গেয়ে সাধারণ মানুষ দেবীর পূজা করত।

মধ্যযুগে সঙ্গীত

এদেশে মধ্যযুগে সঙ্গীতচর্চা ছিল উচ্চমানের। মধ্যযুগে আলাওল রচিত মঙ্গলকাব্য ছিল এক প্রকারের সঙ্গীতের ভান্ডার। এছাড়া মধ্যযুগের কবিদের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, লালন শাহ, শাহ আবদুল করিম, হাসন রাজা, রাধারমণ প্রমূখ। সে সময়ে হিন্দুদের দেবীদের উদ্দেশ্যে কীর্তন রচিত হত। এছাড়া রচিত হয়েছে বৈষ্ণব পদাবলি। এটি রচিত হত মূলত কৃষ্ণারাধার কাহিনীকে ঘিরে। এসব বৈষ্ণব পদাবলীর বিখ্যাত পদকর্তাদের মধ্যে রয়েছেন বিদ্যাপতি,চন্ডীদাস,জ্ঞানদাস,গোবিন্দ দাস প্রমূখ।[2]

মধ্যযুগীয় মুসলিম সমাজে সঙ্গীত

মধ্যযুগে মুসলিম সমাজে পুঁথি পাঠের আসর বসত। পুঁথিগুলো পাঠ করা হত গানের সুরে। পুঁথিগুলো নেওয়া হত আরব্য উপন্যাস,পারস্য থেকে পাওয়া বিভিন্ন আখ্যান থেকে। কয়েকটি পুঁথি হলঃ

  • ইউসূফ-জোলেখা
  • লায়লি-মজনু
  • জঙ্গনামা
  • সায়ফুল মুলক বদিউজ্জামান ইত্যাদি

এছাড়া সে যুগে বাদ্য ছাড়া একধরনের সৃষ্টিকর্তার স্তুতি গাওয়া হত যা গজল নামে পরিচিত ছিল।

মধ্যযুগীয় হিন্দুসমাজে সঙ্গীত

মধ্যযুগের হিন্দু সমাজে সবচেয়ে বেশী সঙ্গীতে প্রচলন ছিল। হিন্দুরা পূজায় দেবতার উদ্দেশ্যে গান গাইত। তখনকার হিন্দু সমাজে কীর্তন গান হত। এছাড়া ছিল বৈষ্ণব পদাবলি

আধুনিক যুগে সঙ্গীত

আধুনিক যুগে বাংলাদেশ এদেশে সঙ্গীত অনেক ভাগে বিভক্ত হয়ে গেছেঃ

  • লোকগীতি
  • আধুনিক গান
  • ব্যান্ড সঙ্গীত

লোকগীতি

লোকগীতি বলতে বোঝানো হয় নজরুলগীতি,রবীন্দ্রসঙ্গীত,পল্লীগীতি ইত্যাদি অর্থাত্‍ মধ্যযুগীয় গায়কদের গান।নিচে কিছু লোকগীতির তালিকা দেওয়া হলঃ

লোকগীতি রচয়িতা
নজরুলগীতিকাজী নজরুল ইসলাম
রবীন্দ্রসঙ্গীতরবীন্দ্রনাথ ঠাকুর
পল্লীগীতিজসিমউদ্দীন
লালনসঙ্গীতলালন শাহ

এছাড়াও রয়েছে ভাওয়াইয়্যা,ভাটিয়ালি,মুর্শিদি,গম্ভীরা,বারমাস্যা,বাউলসঙ্গীত , নির্ব্বান সঙ্গীতইত্যাদি।বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটির সুর নেওয়া হয়েছে এক বাউলগান এর সুর থেকে।

আধুনিক গান

আধুনিক গান হল আধুনিক বাদ্যযন্ত্র যেমনঃগিটার,পিয়ানো,হারমোনিয়াম,বাঁশি,ড্রাম,বেহালা ইত্যাদি সহযোগে যে গান গাওয়া হয়।এসব গান অনেক ধরনের হয়ঃ

  • ব্যান্ড সঙ্গীত
  • পপসঙ্গীত
  • জাজসঙ্গীত

কয়েকজন আধুনিক গানের শিল্পী হলঃ

ধরন গায়ক
ব্যান্ড সঙ্গীতজেমস
পপসঙ্গীতরুনা লায়লা,ফিরোজ সাঁই,ফকির আলমগীর,আজম খান

ব্যান্ড সঙ্গীত

জনপ্রিয় রক ব্যান্ড
প্রতিষ্ঠিতনামধরনভাষাশহর
১৯৭০সোলসpop/rockBengaliChittagang
১৯৭০উচ্চারনPop rockBanglaঢাকা
১৯৭২স্পন্দনpop/rockBengaliঢাকা
১৯৭৬FeedbackRock musicBanglaDhaka
১৯৭৮মাইলসPop rockBanglaDhaka
১৯৮০নগর বাউলHard rock, psychedelic rockBanglaChittagong
1980sDifferent TouchPop rockBanglaKhulna
1984ওয়ারফেজHard rock, heavy metal musicBanglaChittagong
1985RockstrataHeavy MetalBanglaDhaka
1986নোভাRock music, Hard rock, Psychedelic rockBanglaDhaka
1991Love Runs BlindAlternative rockBanglaChittagong
1991আর্কPop rockBanglaChittagong
1993Cryptic FateProgressive metalBanglaDhaka
1996শিরোনামহীনFolk music, alternative rock, psychedelic rockBanglaDhaka
1996দলছুটRock musicBanglaDhaka
1998অর্থহীনRock music, Heavy MetalBanglaDhaka
1998BlackRock music, alternative rock, grungeBanglaDhaka
1998Poizon GreenThrash/Power MetalEnglishDhaka
1999ArtcellProgressive metal, progressive rockBanglaDhaka
1999ScarecrowThrash Metal, metal coreBanglaDhaka
1999NemesisAlternative rockBanglaDhaka
2000LalonRockBanglaDhaka
2001StentorianHard rock, heavy metalBanglaDhaka
2001VibeHeavy MetalBanglaDhaka
2001SatanikBlack MetalEnglishDhaka
2002ArbovirusExperimental music, alternative rock, Nu metalBanglaDhaka
2004Severe DementiaDeath MetalEnglishDhaka
2004Funeral AnthemPower MetalBanglaDhaka
2005ShohortoliTheatrical rockBanglaDhaka
2006De-illuminationSymphonic rock, symphonic metalBanglaDhaka
2006MechanixHeavy MetalBanglaDhaka
2006PowersurgeThrash MetalBanglaDhaka
2007ShunnoPop rockBanglaDhaka

বাঙালী গায়কদের গ্যালারী

রিলা চৌধুরী - বাংলাদেশ বেতার রাজশাহী।

তথ্যসূত্র

  1. লুই পা-চর্যাপদ
  2. বাঙালীর সংস্কৃতি ও শিল্পকলা-বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যবই-৮ম শ্রেণী

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.