এনটিভি

এনটিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশী এবং বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি ২০০৩ সালে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের জনপ্রিয়তম চ্যানেলের মধ্যে একটি। চ্যানেলটির চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (২০১১) মোসাদ্দেক আলী ফালু[1] চ্যানেলটি সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, নাটক, রাজনৈকিত অনুষ্ঠান দেখিয়ে থাকে।

এনটিভি
এনটিভি লোগো
মালিকানামোসাদ্দেক আলী ফালু
চিত্রের বিন্যাস৪:৩ (576i, SDTV)
স্লোগানসময়ের সাথে আগামীর পথে
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
প্রধান কার্যালয়ঢাকা, বাংলাদেশ
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
আরটিভি
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
Telstar ১০
'(প্যান এশিয়া)
৪১৭৫H MHz
ডিশ নেটওয়ার্ক (মার্কিন যুক্তরাষ্ট্র)চ্যানেল ৮০৪
স্কাই (যুক্তরাজ্যআয়ারল্যান্ডচ্যানেল ৮৫২
ক্যাবল
ইউনাইটেড কমিউনেশন সার্ভিস (ইউসিএস (বাংলাদেশ)চ্যানেল ২
প্রিসমা ডিজিটাল (বাংলাদেশ)চ্যানেল ৫
রজার্স ক্যাবল (কানাডা)চ্যানেল ৮৬৩
আইপিটিভি

স্বীকৃতি

সেপ্টেম্বর ২০১১ সালে এনটিভি বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে আইএসও সনদ লাভ করে।

২০০৭'র অগ্নিকান্ড

২০০৭ সালের ২৬ শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায়, এনটিভি যে ভবনটিতে অবস্থিত, তাতে আগুন লেগে যায়। এতে করে চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ভবনটিতে একই মালিকানাধীন আরটিভি নামক চ্যানলটিও অগ্নিকান্ডের শিকার হয়।

২০১৫ সালে এনটিভির একযুগ পূর্তী উৎসব পালিত হয়।

তথ্যসূত্র

  1. "Profile of Top Management"। International Television Channel Ltd. (NTV)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.