দুরন্ত টিভি
দুরন্ত টিভি বাংলাদেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ৫ অক্টোবর ২০১৭ সালে চ্যানেলটি পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করে।[1] ‘দুরন্ত’ টিভির পরিচালক হলেন অভিজিৎ চৌধুরী, প্রকল্প পরিচালক শাকিব আরিফিন, অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার, বিপণন বিভাগের প্রধান হলেন আমজাদ হোসেন আরজু।
দুরন্ত টেলিভিশন | |
---|---|
![]() দুরন্ত টিভি লোগো | |
উদ্বোধন | ১৫ অক্টোবর, ২০১৭ |
মালিকানা | বারিন্দ মিডিয়া লিমিটেড |
চিত্রের বিন্যাস | এইচডি |
দেশ | বাংলাদেশ |
প্রচারের স্থান | জাতীয় |
প্রধান কার্যালয় | বারিধারা, ঢাকা |
ওয়েবসাইট | duronto.tv |
অনুষ্ঠানমালা
- ‘আনন্দ উৎসব’,
- ‘স্বপ্ন আঁকার দল’,
- ‘ছুটির দিনে’,
- ‘দুষ্টু মিষ্টি’,
- ‘মনের জাদুকর’,
- ‘গুড্ডুবুড়া’,
- ‘দুরন্ত কিক্রেট’,
- ‘রং বেরঙের গল্প ’,
- ‘গল্প শেষে ঘুমের দেশে’,
- ‘খাট্টা মিঠা ’,
- ‘টিরিগিরি টক্কা ’,
- ‘রঙের খেলায় সুরের ভেলায়’,
- ‘দুরন্ত সময়’।
পূর্ব প্রচারিত অনুষ্ঠান মালা
তথ্যসূত্র
- "শিশুতোষ টেলিভিশন 'দুরন্ত'র যাত্রা শুরু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.