এটিএন নিউজ
এটিএন নিউজ বাংলাদেশের প্রথম সারির একটি ২৪-ঘন্টা সংবাদমুখী টেলিভিশন চ্যানেল। মূলত এটি বাংলাদেশের আরেকটি জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলার একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলার ২৪ ঘণ্টা এই স্লোগান নিয়ে চ্যানেলটি তার আনুষ্ঠানিক যাত্রা করে ২০১০ সালের ৭ জুন।[3]
এটিএন নিউজ | |
---|---|
![]() এটিএন নিউজ লোগো | |
উদ্বোধন | ৭ জুন, ২০১০[1] |
মালিকানা | মাল্টিমিডিয়া প্রডাকশন কোম্পানি |
স্লোগান | বাংলার ২৪ ঘণ্টা |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা, |
প্রচারের স্থান | জাতীয় |
প্রধান কার্যালয় | হাসান প্লাজা ৫৩, কাওরান বাজার বা/এ ঢাকা - ১২১৫ বাংলাদেশ[2] |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | এটিএন বাংলা |

ঢাকার কারওয়ান বাজারে এটিএন নিউজের কার্যালয়।
চ্যানেলটি বেড়ে উঠেছে এক দল নিরলস ও নিষ্ঠাবান সংবাদকর্মীর হাত ধরে যারা দেশে ও বিদেশে তাদের কাজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। টেলিভিশন স্টেশনটির অভিভাবক সিইউ হিসেবে ছিলেন টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ ও দেশ বরেন্য মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীর। তিনি টেলিভিশনটির অগ্রযাত্রায় প্রধান ভূমিকা পালন করেন। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে বস্তুনিষ্ঠ ও দল-নিরপেক্ষ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার নিয়ে এটিএন নিউজ এগিয়ে চলেছে দৃপ্ত পদক্ষেপে।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.