চ্যানেল ওয়ান

চ্যানেল ওয়ান একটি বাংলাদেশী উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন চ্যানেল। ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা হতে এর সম্প্রচার শুরু হয়। ওয়ান গ্রুপ এর অধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড এই চ্যানেলটির মালিক। [1] বাংলাদেশ সময় সকাল সকাল ৮টা, দুপুর ১২টা ও আড়াইটা, বিকাল পাঁচটা, সাড়ে ছয়টা, সাড়ে সাতটা এবং রাত ১০টা, সাড়ে বারটা, এবং তিনটায় এই চ্যানেলে সংবাদ প্রচারিত হয়।
২৭ এপ্রিল ২০১০ সালে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়।[2]

ওয়ান
চ্যানেল ওয়ান
বন্ধ২৭ এপ্রিল ২০১০
মালিকানাওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রধান কার্যালয়ঢাকা, বাংলাদেশ
পূর্বতন নামবাংলা চ্যানেল (১৯৯৩-২০০৫)

তথ্যসূত্র

  1. Channel One goes on air from Jan 24, ডেইলি নিউ নেশন, বাংলাদেশ, ১৫ জানুয়ারী, ২০০৬।
  2. চ্যানেল ওয়ান বন্ধ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ মার্চ ২০১২ তারিখে, সর্বশেষ সংস্করনঃ ১০ সেপ্টেম্বর ২০১১.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.