চ্যানেল ওয়ান
চ্যানেল ওয়ান একটি বাংলাদেশী উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন চ্যানেল। ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা হতে এর সম্প্রচার শুরু হয়। ওয়ান গ্রুপ এর অধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড এই চ্যানেলটির মালিক। [1] বাংলাদেশ সময় সকাল সকাল ৮টা, দুপুর ১২টা ও আড়াইটা, বিকাল পাঁচটা, সাড়ে ছয়টা, সাড়ে সাতটা এবং রাত ১০টা, সাড়ে বারটা, এবং তিনটায় এই চ্যানেলে সংবাদ প্রচারিত হয়।
২৭ এপ্রিল ২০১০ সালে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়।[2]
ওয়ান | |
---|---|
![]() চ্যানেল ওয়ান | |
বন্ধ | ২৭ এপ্রিল ২০১০ |
মালিকানা | ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | ঢাকা, বাংলাদেশ |
পূর্বতন নাম | বাংলা চ্যানেল (১৯৯৩-২০০৫) |
তথ্যসূত্র
- Channel One goes on air from Jan 24, ডেইলি নিউ নেশন, বাংলাদেশ, ১৫ জানুয়ারী, ২০০৬।
- চ্যানেল ওয়ান বন্ধ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ মার্চ ২০১২ তারিখে, সর্বশেষ সংস্করনঃ ১০ সেপ্টেম্বর ২০১১.
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.