স্টার জলসা

স্টার জলসা হল স্টার টিভি এবং ফক্স ইন্টারন্যাশনাল চ্যানেলের নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত একটি বাংলা ভাষায় সম্প্রচারিত সাধারণ বিনোদনমূলক চ্যানেল।[1] চ্যানেলটি ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর চালু হয় এবং তার ব্র্যান্ড স্লোগান "চলো পাল্টাই" নাম নিয়ে বিভিন্ন পারিবারিক ঘরানার নাটকীয়তামূলক অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। চ্যানেলটি জনপ্রিয় আরেকটি সহোদর চ্যানেল হল জলসা মুভিজস্টার প্লাস

২০১৫ আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্টার জলসা প্যাভিলিয়নে ট্যালেন্ট হান্ট শো।
স্টার জলসা
স্টার জলসার লোগো
উদ্বোধনসেপ্টেম্বর ৮, ২০০৮
মালিকানা২১-শতাব্দী ফক্স
স্লোগানচলো পাল্টাই
প্রধান কার্যালয়কলকাতা
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
স্টার প্লাস
স্টার ওয়ার্ল্ড
স্টার বিজয়
স্টার উৎসব
লাইফ ওকে
স্টার প্রভা
এশিয়ানেট
জলসা মুভিজ
ওয়েবসাইটস্টার জলসা
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
টাটা স্কাই (ভারত)চ্যানেল ১৩১২
স্কাই (ইউকেআয়ারল্যান্ড)চ্যানেল ৮০৮
ওএসএন (মধ্যপ্রাচ্য)চ্যানেল ২৯৪
সান ডাইরেক্ট চ্যানেল - 621
ক্যাবল
স্কাইক্যাবেল (ফিলিপাইন)চ্যানেল ১৯৮
ডেসটিনি ক্যাবেল (ফিলিপাইন)চ্যানেল ২৭৮
আইপিটিভি
টকটক প্লাস টিভি(ইউকে)চ্যানেল ৪৪৫

বর্তমান অনুষ্ঠানমালা

বর্তমানে স্টার জলসায় সম্প্রচারিত অনুষ্ঠানমালার তালিকা:

অনুষ্ঠানের নাম প্রথম প্রচারের তারিখ প্রচারের দিন (বার) প্রচারের সময়সুচি (আইএসটি)
গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে 21 জানুয়ারি 2019-বর্তমান প্রতিদিন সোম-রবি 5:00pm–5:30pm
এখানে আকাশ নীল 2 23 সেপ্টেম্বর 2019-বর্তমান প্রতিদিন সোম-রবি 5:30pm–6:00pm
সাঁঝের বাতি 1 জুুলাই 2019-বর্তমান প্রতিদিন সোম-রবি 6:00pm–6:30pm
দুর্গা দুর্গেশ্বরী 2 সেপ্টেম্বর 2019-বর্তমান প্রতিদিন সোম-রবি 6:30pm–7:00pm
শ্রীময়ী 10 জুন 2019-বর্তমান প্রতিদিন সোম-রবি 7:00pm–7:30pm
কে আপন কে পর 25 জুলাই 2016-বর্তমান প্রতিদিন সোম-রবি 7:30pm–8:00pm
মোহর 28 অক্টোবর 2019-বর্তমান সোম-শুক্র 8:00pm–8:30pm
কপালকুণ্ডলা 2 ডিসেম্বর 2019-বর্তমান সোম-শুক্র 8:30pm–9:00pm
কুঞ্জছায়া 26 আগস্ট 2019-বর্তমান সোম-শুক্র 9:00pm–9:30pm
কলের বউ 27 মে 2019-বর্তমান সোম-শনি 9:30pm–10:00pm
মহাপীঠ তারাপীঠ 4 ফেব্রুয়ারি 2019-বর্তমান সোম-শনি 10:00pm–10:30pm
চুনি পান্না 11 নভেম্বর 2019-বর্তমান প্রতিদিন সোম-রবি 10:30pm–11:00pm
ইরাবতীর চুপকথা 3 সেপ্টেম্বর 2018-বর্তমান প্রতিদিন সোম-রবি 11.00pm-11.30pm
ডান্স ডান্স জুনিয়র 21 সেপ্টেম্বর 2019-বর্তমান শনি-রবি 8.00pm-9.30pm
স্টার্ট মিউজিক 24 নভেম্বর 2019-বর্তমান প্রতি রবিবার 9.30pm-10.30pm
কোড়া পাখি আসছে 13 জানুয়ারী 2020 থেকে সোম-শুক্র 9.00pm-9.30pm

পূর্বের অনুষ্ঠানমালাসমূহ

বাস্তবিক অনুষ্টানসমূহ (রিয়েলিটি শো)

  • আমার বর সুপারস্টার
  • ১০০০ঘন্টা
  • আই লাফ ইউ
  • কোটি টাকার বাজি
  • ভ্যাবাচ্যাকা 2
  • এবার জমবে মজা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Star Jalsa: No. 1 Bengali Entertainment Channel | Calcutta Music Blog"। Calcuttaglobalchat.net। ২০১১-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-০৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.