কুসুম দোলা
কুসুম দোলা (ইংরেজি: Dangle Yolk) স্টার জলসায় সম্প্রচারিত একটি জনপ্রিয় টিভি ধারাবাহিক।[১][২] এই ধারাবাহিকে অভিনয় করেছেন ঋষি কৌশিক, মধুমিতা সরকার সহ আরো অনেকে।
কুসুম দোলা | |
---|---|
![]() কুসুম দোলা টেলিভিশন পোস্টার | |
ফরম্যাট | রোমান্টিক নাটক |
পরিচালক | শৈবাল ব্যানার্জি, সুজিত পাইন |
অভিনয়ে | ঋষি কৌশিক মধুমিতা সরকার |
প্রস্তুতকারক দেশ | ![]() |
মূল ভাষা | বাংলা |
নির্মাণ | |
প্রযোজক | শৈবাল ব্যানার্জি |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
সম্প্রচার | |
মূল চ্যানেল | স্টার জলসা |
মূল প্রদর্শনী | ২০১৬ – ২০১৮ |
কাহিনী
ইমন স্থানীয় পুলিশ কর্মকর্তার কন্যা। অন্য গ্রাম থেকে পুলিশের নতুন পদে যোগ দিতে এসেছিল। নতুন পুলিশ হিসেবে গ্রামের লোকজন থেকে সম্বর্ধনা পেল। এক সন্ত্রাসি হামলায় ইমন এর বাবাকে মেরে ফেলল।ইমন খুব বিপদে পড়ল। কি করবে বুঝে উঠতে পারল না। গল্পটা তিন জন চরিত্র ইমন , রণজয় আর রূপকথার জীবন নিয়ে গড়ে উঠেছে যারা জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত এর মধ্যে দিয়ে চলছে। এক পর্যায়ে ইমন এতিম হয়ে যায়। সে রণজয় কে বিবাহ করে। [1]
অভিনয়ে
- মধুমিতা সরকার - ইমন
- ঋষি কৌশিক - রনো
- অপরাজিতা ঘোষ দাস - রুপকথা
বিশেষ
বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে কুসুম দোলা হচ্ছে প্রথম নাটক যেটি প্রচার হবার আগেই উইকি পেজ তৈরি করা হয়েছিল ।
তথ্যসূত্র
- "Official page of Kusum Dola serial on HOTSTAR"। www.hotstar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.