মধুমিতা সরকার

মধুমিতা সরকার (জন্ম: ২৬ অক্টোবর ১৯৯৪) একজন ভারতীয় বাঙ্গালি অভিনেত্রী।

মধুমিতা সরকার
জন্ম (1994-10-26) ২৬ অক্টোবর ১৯৯৪
জাতীয়তাভারতীয়
যেখানের শিক্ষার্থীযাদবপুর বিশ্ববিদ্যালয় (দর্শন শাস্ত্র)
পেশা
  • অভিনেত্রী
  • মডেল
পরিচিতির কারণবোঝেনা সে বোঝেনা (টেলিভিশন ধারাবাহিক)

কর্মজীবন

তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স করেন।তিনি মূলত বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিকের পাখি [1],কেয়ার করি নার "জুনি" ও কুসুম দোলার "ইমন" চরিত্রের জন্য পরিচিতি।এছাড়া তিনি মডেলিং ও করেছেন।

ব্যক্তিজীবন

তার স্বামী পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তী।তাদের দেখা সবিনয় নিবেদনের সেটে হয়।তারপর তাদের প্রেম হয় ।দীর্ঘ‌ দিন প্রেম করার পর তাদের বিয়ে হয় ২০১৫ সালের জুলাইয়ে।তিনি তার স্বামীকে প্রোডাকশন হাউস চালাতেও সাহায্য করেন।তার শখ হল শপিং ও ভিডিও গেম খেলা।প্রিয় খেলা ক্রিকেটভলিবল। তার প্রিয় খাবার রস মালাই ও মালাই কোপ্তা। প্রিয় রং হলুদ ও লাল।প্রিয় গাড়ি বিএমডব্ল‌িউ।তার প্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও প্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।তিনি ছোট থেকেই নাচ ও অভিনয়ে আগ্রহী ছিলেন।[2]

টেলিভিশন

বছরধারাবাহিকচরিত্রচ্যানেলমন্ত্রব্য
২০১১ - ২০১২সবিনয় নিবেদননয়নাসানন্দা টিভিপ্রথম টিভি ধারাবাহিক
২০১২ - ২০১৩কেয়ার করি নাজাহ্নবী মুখার্জি (জুনি)স্টার জলসাটিনএজ ধারাবাহিক
২০১৩ - ২০১৬বোঝেনা সে বোঝেনাপাখী ঘোষ দস্তিদার সিংহ রায়স্টার জলসাযশ দাশগুপ্তের বিপরীতে
২০১৬মেঘ বালিকাশ্রেয়সীএনটিভিবাংলাদেশে প্রচারিত
২০১৬ - ২০১৮কুসুম দোলাইমনস্টার জলসাস্টার জলসা প্রচারিত

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র পরিচালক সহশিল্পী আলোচ্য বিষয়
২০২০ লাভ আজকাল পরশু প্রতীম ডি. গুপ্তা অর্জুন চক্রবর্তী প্রথম চলচ্চিত্র

পুরস্কার

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ও টেলিসম্মান অ্যাওয়ার্ডস পেয়েছেন।

তথ্যসূত্র

  1. "Why is Pakhi of Bojhena Shey Bojhena called Dhopas Kumari? - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৭
  2. "Madhumita Sarkar (Bengali Actress) Height, Weight, Age, Boyfriend, Husband, Biography & More » StarsUnfolded"StarsUnfolded (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.