যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয় (ইংরেজি: Jadavpur University) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় । দক্ষিণ কলকাতার যাদবপুরে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গণটি অবস্থিত। দ্বিতীয় নবনির্মিত শিক্ষাপ্রাঙ্গনটি চালু হয়েছে কলকাতার পার্শ্ববর্তী বিধাননগরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স ও সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিকস রিসার্চ ইনস্টিটিউট-এর মতো অগ্রণী গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত।

পূর্বনাম - কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (college of engineering and technology ) (CET) | |
![]() | |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯০৬:জাতীয় শিক্ষা পর্ষদ ১৯৫৫:যাদবপুর বিশ্ববিদ্যালয় |
আচার্য | রাজ্যপাল, পশ্চিমবঙ্গ |
উপাচার্য | সুরঞ্জন দাশ |
রেজিস্ট্রার | স্নেহমঞ্জু বসু[1] |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ৮৫০ (প্রায়) |
স্নাতক | ৫০০০ (প্রায়) |
স্নাতকোত্তর | ৪০০০ (প্রায়) |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | যাদবপুর (নগরাঞ্চলীয় ; ৫৮ একর) বিধাননগর (শহরতলীয়; ২৬ একর) |
অনুমোদন | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
সংক্ষিপ্ত নাম | যা.বি. (JU) |
ওয়েবসাইট | http://www.jaduniv.edu.in/ |
অবস্থান
বিশ্ববিদ্যালয়টি রাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং এর প্রধান ক্যাম্পাস যাদবপুর-এ অবস্থিত।এটি পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অবস্থিত।
ইতিহাস
বিভাগ
কারিগরি ও প্রযুক্তি শাখা
- Adult and Continuing Education & Extension
- Architecture
- Chemical Engineering
- Civil Engineering
- Computer Science & Engineering
- Construction Engineering
- Electrical Engineering
- Electronics & Telecommunication Engineering
- Food Technology & Bio-Chemical Engineering
- Information Technology
- Instrumentation & Electronics Engineering
- Mechanical Engineering
- Metallurgical & Material Engineering
- Pharmaceutical Technology
- Power Engineering
- Printing Engineering
- Production Engineering
খ্যাতনামা শিক্ষক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের মধ্যে রয়েছেন -
- অমর্ত্য সেন (অর্থনীতি)
- বুদ্ধদেব বসু (তুলনামূলক সাহিত্য)
- অলোকরঞ্জন দাশগুপ্ত (তুলনামূলক সাহিত্য)
- শঙ্খ ঘোষ (বাংলা)
- নবনীতা দেবসেন (তুলনামূলক সাহিত্য)
- পরিতোষ সেন
ছাত্র রাজনীতি
এই প্রতিষ্ঠানটি ছাত্র রাজনীতির অন্যতম পীঠস্থান বলে গণ্য। বিভিন্ন সময় বাম ছাত্র আন্দোলন গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন সংক্রান্ত নানা অসুবিধাকে কেন্দ্র করে, নানা সামাজিক ঘটনা নিয়ে।
নানান কারণে ছাত্র আন্দোলন বা ভরতি প্রক্রিয়া নিয়ে হোক, বদনামও কম নেই এই বিশ্ববিদ্যালয়ের । প্রধানত টানা ছাত্রআন্দোলনের জেরে, প্রায়ই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। রাজ্য প্রশাসন, প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে ডোমিসাইল সিস্টেম চালু নিয়ে নানান বিতর্কের নজির রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ছাত্রনির্বাচনের দাবিতে টানা আন্দোলন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা, ঘেরাও হতে হয়েছে উপাচার্যকেও। আন্দোলন আর অচলাবস্থার পরেও রাজ্যের মেধাবী পড়ুয়ারা ভিন শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিচ্ছেন। [2]