সেনেট অব শ্রীরামপুর কলেজ (বিশ্ববিদ্যালয়)

সেনেট অফ শ্রীরামপুর কলেজ (বিশ্ববিদ্যালয়) পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে অবস্থিত। ১৮২৭ সালে এই সেনেট বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। এটিই ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়-মর্যাদা প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান।[1]

সেনেট অফ শ্রীরামপুর কলেজ (বিশ্ববিদ্যালয়)
Senate of Serampore
লাতিন: 'Gloriam Sapientes Possidebunt'
নীতিবাক্যদ্য ওয়াইজ উইল পজেস গ্লোরি
ধরনবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৫৬-এর ধারা ২ (চ) অনুসারে বিশ্ববিদ্যালয় মর্যাদাপ্রাপ্ত
স্থাপিত১৮১৮
অবস্থান
৮, উইলিয়াম কেরী রোড, শ্রীরামপুর - ৭১২২০১
, ,
শিক্ষাঙ্গনআধা-শহরাঞ্চলীয়

খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যান, উইলিয়াম কেরিউইলিয়াম ওয়ার্ড (এরা তিনজন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত) শ্রীরামপুর কলেজ স্থাপন করেন। এই কলেজ স্থাপনের উদ্দেশ্য ছিল ভারতের সকলকে বর্ণ ও ধর্ম নির্বিশেষে কলা ও বিজ্ঞানের শিক্ষা দেওয়া ও ভারতে ক্রমবর্ধমান চার্চের কাজ পরিচালনার জন্য একটি মিনিস্ট্রিকে প্রশিক্ষণ দেওয়া।

এর অধীনস্থ সকল খ্রিস্টীয় ধর্মতত্ত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের (কলেজ) আকাদেমিক প্রশাসন নিয়ন্ত্রণ করে। একটি ড্যানিশ সনদ বলে শ্রীরামপুর কলেজের কাউন্সিল কোনো বিষয়ে ডিগ্রি দেওয়ার অধিকারী। বর্তমানে সেনেট অনুমোদিত ধর্মতত্ত্ব-বিষয়ক ডিগ্রিগুলিই শ্রীরামপুর কলেজ দিতে পারে।[2]

তথ্যসূত্র

  1. Government of India, Ministry of Human Resource Development, Department of Higher Education ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে
  2. World Council of Churches Ministerial Formation, July 2003. Retrieved 23 April 2006.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.