বর্ধমান বিশ্ববিদ্যালয়

বর্ধমান বিশ্ববিদ্যালয় ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রাচীনতম। এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৫ জুন ১৯৬০ সালে। এটি দেশের ১০০টি উন্নত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি৷ পশ্চিমবের দ্বিতীয় বথেকে বড়ো ক্যাম্পাস৷ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারীং বিভাগ, মেডিকেল বিভাগ, আইন বিভাগ, নার্সিং বিভাগসহ আরও অনেক বিভাগ আছে৷

বর্ধমান বিশ্ববিদ্যালয
বর্ধমান বিশ্ববিদ্যালয়
লাতিন: The University of Burdwan
ধরনপাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৫ জুন ১৯৬০
আচার্যজগদীপ ধনখর
উপাচার্যঅধ্যাপক নিমাই চন্দ্র সাহা
ঠিকানা, , ,
শিক্ষাঙ্গন
সংক্ষিপ্ত নামবিউ (BU)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
ওয়েবসাইটwww.buruniv.ac.in

অবস্থান

বর্ধমান বিশ্ববিদ্যালয় বিদ্যাচর্চা ভবন প্রবেশদ্বার

বিশ্ববিদ্যালয়টি রাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং এর প্রধান ক্যাম্পাস বর্ধমান-এ অবস্থিত।এটি পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহরে অবস্থিত।

বহিঃসংযোগ

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.