সীতানাথ তত্ত্বভূষণ

পন্ডিত সীতানাথ তত্ত্বভূষণ (অন্য নামঃ সীতানাথ দত্ত, পন্ডিত সীতানাথ; ১৮৫৬ - অজ্ঞাত) হলেন ব্রিটিশ ভারতের একজন ব্রাহ্ম ধর্মপ্রচারক, শিক্ষাবিদ, তাত্ত্বিক, দার্শনিক ও সমাজসেবক।[1][2] সাধারণ ব্রাহ্মসমাজের মূল তাত্ত্বিক ও দার্শনিক হিসাবে তার রচিত পদ্ধতিগুলোই এখনও ব্রাহ্মসমাজের প্রতিপালিত রীতিনীতি হিসাবে চর্চিত হয়।[2][3]

সীতানাথ তত্ত্বভূষণ
জন্ম১৮৫৬
সিলেট, ব্রিটিশ ভারত (বর্তমানঃ বাংলাদেশ)
পেশাঅধ্যাপনা
পরিচিতির কারণদার্শনিক, তাত্ত্বিক

জন্ম ও পারিবারিক পরিচিতি

সীতানাথের জন্ম ১৮৫৬ সালে তত্কালীন ব্রিটিশ ভারতের সিলেটে।[4]

শিক্ষাজীবন

সীতানাথ ১৮৭১ সালে উচ্চশিক্ষার জন্যে কোলকাতায় আসেন এবং ১৮৭৫ সালে আলেকজান্ডার ডাফের জেনারেল এসেম্বিল্স ইন্সটিটিউশনে যোগ দেন।[5]

কর্মজীবন

১৮৭৯ সালে তিনি আনন্দমোহন বসুর সিটি স্কুলে শিক্ষক হিসাবে যোগ দান করেন। পরবর্তীতে, ১৮৮৩ সালে তিনি সাধারণ ব্রহ্ম সমাজের তাত্ত্বিক প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে যোগ দিয়ে একাধারে তাতে ১২ বছর যুক্ত থাকেন ওবং এই সময়েই তিনি ব্রহ্ম ধর্মতত্ত্ব ও ধর্মের তুলনামূলক আলোচনা সংক্রান্ত নিবন্ধগুলো রচনা করেন।[5] ১৯২৬ সালে সীতানাথ সাধারণ ব্রহ্ম সমাজের সভাপতি নির্বাচিত হন।[6]

তথ্যসূত্র

  1. "Anusthanic Brahmos"। ২০১১-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-৩০
  2. History of the Brahmo Samaj
  3. Liturgy of the Brahmo Samaj
  4. Brahmo Samaj: Truths of Brahmoism ব্রাহ্মসমাজ সম্পর্কিত তথ্যভান্ডারে সীতানাথ তত্ত্বভূষণ সম্পর্কিত তথ্য (ব্লগস্পট)
  5. Reformist Modernism in The Brahmo Samaj and the shaping of the modern Indian mind. By David Kopf, Princeton, N.J.: Princeton University Press, 1979. page 80-83
  6. Kopf, David (১৯৭৯)। The Brahmo Samaj and the Shaping of the Modern Indian Mind। New Delhi: Archives Publishers। পৃষ্ঠা 358। আইএসবিএন 9780691031255।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.