সুরেন্দ্রনাথ কলেজ

সুরেন্দ্রনাথ কলেজ কলকাতার এক কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে স্নাতক পর্যায়ে পড়ানো হয়। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। ১৮৮৪ সালে জাতীয়তাবাদী নেতা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ কলেজের প্রতিষ্ঠাতা।

সুরেন্দ্রনাথ কলেজের ১ম অধ্যক্ষ হিসেবে ছিলেন মীরা দত্ত গুপ্তা। তিনি ১৯৩১ সালে কলেজে মেয়েদের পৃথক শাখা খোলেন।

ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যাদি ঘেঁটে জানা যায় যে, পূর্বে কলেজটির নাম ছিল রিপন কলেজ যা ভারতের অন্যতম প্রাচীন আইন কলেজ, তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের নামানুসারে হয়েছিল। পরবর্তীতে ১৯৪৮-১৯৪৯ শিক্ষাবর্ষে কলেজটির প্রতিষ্ঠাতা হিসেবে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয় "সুরেন্দ্রনাথ কলেজ"। ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ এবং ভারত তথা সুপ্রিম কোর্টের প্রথম বাঙালী প্রধান বিচারপতি বিজন কুমার মুখার্জী এই আইন কলেজের ছাত্র ছিলেন।

শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ তার সুবিখ্যাত অমৃত বচন প্রদান করে ভারতে ফিরে কলকাতায় এ কলেজের বেদীতে তার ১ম বক্তব্য প্রদান করেছিলেন।

পদস্থ অনুষদ ব্যক্তিত্ব

  • স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জী: ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, ভারতীয় জাতীয়তাবাদী কংগ্রেসের অগ্রদূত।
  • বুদ্ধদেব বসু: ঔপন্যাসিক।
  • অসিত বন্দ্যোপাধ্যায়: সাবেক বাংলা বিভাগীয় অনুষদের প্রধান।
  • অজিত ঘোষ: সাবেক বাংলা বিভাগীয় অনুষদের প্রধান।
  • বিষ্ণু দে: কবি ও জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব।
  • ভবতোষ দত্ত: উচ্চপদস্থ অর্থনীতিবিদ
  • মীরা দত্ত গুপ্তা: উচ্চপদস্থ সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ।
  • হীরেন মুখোপাধ্যায়: সাবেক ইতিহাস বিভাগীয় অনুষদের প্রধান ও সাবেক সংসদ সদস্য
  • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী: প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা, লেখক ও সাবেক অধ্যক্ষ।

স্মরণীয় ব্যক্তিবর্গ

রাজনীতিবিদ

বুদ্ধিজীবি

লেখক

শিল্পী ও কলাকুশলী

ক্রীড়া ব্যক্তিত্ব

  • তালিমেরান আও: অধিনায়ক, ভারতীয় ফুটবল দল, অলিম্পিক গেমস্, ১৯৪৬
  • শৈলেন মান্না: অধিনায়ক, ভারতীয় ফুটবল দল, অলিম্পিক গেমস্, ১৯৫২
  • সমর (বদ্রু) বন্দ্যোপাধ্যায়: অধিনায়ক, ভারতীয় ফুটবল দল, অলিম্পিক গেমস্, ১৯৫৬
  • শান্ত মিত্র: অধিনায়ক, ভারতীয় ফুটবল দল।
  • অমল চক্রবর্তী: অধিনায়ক, ভারতীয় ফুটবল দল।
  • প্রসুন ব্যানার্জী: অধিনায়ক, ভারতীয় ফুটবল দল।

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.