গণনাট্য

গণনাট্য, বা, গণনাট্য সংঘ হলো ব্যাপক প্রভাব বিস্তারকারী একটি নাট্যদল যেটি ১৯৩০ ও ১৯৪০-এর দশকে তত্কালীন ব্রিটিশ ভারতে গণনাট্য আন্দোলন শুরু করেছিল বাংলার গ্রামীণ জনপদে সামাজিক ও রাজনৈতিক নাটকের প্রসার ঘটানোর মাধ্যমে।[1][2]

টেমপ্লেট:Infobox theatre group

ইতিহাস

গণনাট্য সংঘ ১৯৪১ সালে বেঙ্গালুরুতে গঠিত হয়।[3]

ভূমিকা

গণনাট্য মূলতঃ সমাজতান্ত্রিক ভাবধারার নাট্যকর্মীদের সমন্বয়ে গড়ে ওঠায় এটির মূল লক্ষ্য ছিলো তৃণমূলের গণমানুষকে নাট্যকলার মাধ্যমে সচেতন করে নিজেদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত করা।[1] গণনাট্য আন্দোলন বাংলার নাট্যসাহিত্যের উপর প্রভাব বিস্তারের পাশাপাশি এখানকার জনমানসে সাংস্কৃতিক বিকাশও সাধন করেছে।[4]

জড়িত ব্যক্তিবর্গ

'৩০ ও '৪০-এর দশকে গড়ে ওঠা এই সাংস্কৃতিক সংগঠনটির সাথে যুক্ত ছিলেন তত্কালীন বৃটিশ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলের প্রায় সকল নাট্যকর্মী এবং অভিনয় শিল্পিগণ।[1][3] এই সংঘের সাথে জড়িত ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ বিজন ভট্টাচার্য,[5] উৎপল দত্ত প্রমুখ।

তথ্যসূত্র

  1. Theatre and politics: a study of group theatre movement of Bengal, 1948-1987, by Kuntal Mukhopadhyay. Pub. Bibhasa, 1999. আইএসবিএন ৮১৮৭৩৩৭০৪৪. Page 50.
  2. Encyclopaedia of Indian literature, Volume 6. by Amaresh Datta, Mohan Lal. Sahitya Akademi, 1994. Page 4823.
  3. শামীমা আক্তার (জানুয়ারি ২০০৩)। "নাট্যগোষ্ঠী"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  4. ড. রুবেল আনছার। গণনাট্য আন্দোলন ও বিজন ভট্টাচার্য্যের নাটক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জার্নাল অব আর্টস। পৃষ্ঠা নং: ১০৯-১২৩।
  5. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪৬৩।

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.