অনুশীলন নাট্যদল

অনুশীলন নাট্যদল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি নাট্যগোষ্ঠী। সৃজনশীল ও সময়োপযোগী নাটক তারা মঞ্চস্থ করে থাকে। এর দল প্রধান হচ্ছেন নাট্যকার মলয় ভৌমিক। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নাট্যদল হলেও দেশের প্রথম সারির গ্রুপের একটি অনুশীলন নাট্যদল।[1]

পটভূমি

‘নাট্য আন্দোলন সমাজ পরিবর্তন আন্দোলনের একটি অংশ’ স্লোগানকে ধারণ কর এই নাট্যদলটি ১৯৭৯ সালের ৮ অক্টোবর[2] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।[3] শুরুতে ‘অনুশীলন ঊনআশি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করে। পরে পরিবর্তন করে নাম রাখা হয় ‘অনুশীলন নাট্যদল’।[1]

কার্যক্রম

অনুশীলন এখন পর্যন্ত ৬৩ টি নাটক প্রযোজনা করেছে।[4][5] তাদের সর্বশেষ নাটক বুদেরামের কূপে পড়া এর প্রথম প্রদর্শনী ২০১৮ সালের ১৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মঞ্চায়িত হয়। অনুশীলন দেশের বাইরেও বিভিন্ন সময় মঞ্চ নাটক প্রযোজনা করেছে। রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরদালান মঞ্চে আমন্ত্রণ পেয়েছিল দলটি। সেখানে তারা রবীন্দ্রনাথের রথের রশি নাটক মঞ্চায়ন করে।[3]

প্রযোজনার তালিকা

নাটকের নামনাট্যকারের নামনির্দেশকের নাম
ওরা কদম আলীমামুনুর রশীদমলয় ভৌমিক ও সুখেন মুখোপাধ্যায়
যদি আমরা সবাইনিখি কুণ্ডুমলয় ভৌমিক
খ্যাপা পাগলার প্যাচালএস এম সোলায়মানমলয় ভৌমিক
ইবলিশমামুনুর রশীদমলয় ভৌমিক
বাসনসেলিম আল দীনমলয় ভৌমিক
শকুন সাবধানমাসুম রেজামাসুম রেজা
খেলাতপন দাশতপন দাশ
কাকলাসমাসুম রেজামাসুম রেজা
সাদা বেনিয়ার কালো আইনমাসুম রেজামাসুম রেজা
মহারাজার গুণকেত্তনতপন দাশতপন দাশ
হট্টমালার ওপারেবাদল সরকারমলয় ভৌমিক
মিছিলবাদল সরকারঅনুশীলন নাট্য নির্দেশনা দল
জলমগ্নশাহ আলম লিটনমাসুম রেজা
শবদর্শনদুলাল করমলয় ভৌমিক
নীলামামুনুর রশীদশামসুল আলম বকুল
বিরসা কাব্যমাসুম রেজামাসুম রেজা
জীবন্ত পোস্টারমাসুম রেজামাসুম রেজা
খোয়াবমাসুম রেজামাসুম রেজা
রয়েল বেঙ্গল টাইগারলিয়াকত আলী লাকিশাহ্‌আজম শান্তনু
ভূঁইমলয় ভৌমিকমলয় ভৌমিক
স্রোতদীপু মাহমুদদীপু মাহমুদ
পাহাড়ীকপোত হুদাদীপু মাহমুদ
লেবাসমাসুম রেজামাসুম রেজা
গরুমলয় ভৌমিকমাসুম মনসুর
শতগ্রস্থিমলয় ভৌমিকমলয় ভৌমিক
সত্যি ভূতের গপ্পোমনোজ মিত্রমলয় ভৌমিক
নিউ রয়্যাল কিসসামনোজ মিত্রমলয় ভৌমিক
মণিমুক্তামান্নান হীরারুহুল ইসলাম মুকুল
সাধের নির্বাচনরুহুল ইসলাম মুকুলররুহুল ইসলাম মুকুল
সুবর্ণ পাদুকাদেবব্রত দাসরেজাউল করিম রাজু
খুনইম্প্রোভাইজডঅনুশীলন নাট্য নির্দেশনা দল
ফ্যাসাদ সংকট সমাচারবিধান চন্দ্র দাসঅনুশীলন নাট্য নির্দেশনা দল
কিনু কাহারের থেটারমনোজ মিত্রমলয় ভৌমিক
হঠবন্ধমলয় ভৌমিকমলয় ভৌমিক
হাসির আড়ালেশ্যামল তণূ দাসঅনুশীলন নাট্য নির্দেশনা দল
ভি.জি.এফ. সমাচারইম্প্রোভাইজডঅনুশীলন নাট্য নির্দেশনা দল
শবব্যবচ্ছেদমলয় ভৌমিকমলয় ভৌমিক
পঁচনইম্প্রোভাইজডঅনুশীলন নাট্য নির্দেশনা দল
ঐ আসেমামুনুর রশীদসন্দ্বীপ মন্ডল
চৌরাস্তামলয় ভৌমিকসন্দ্বীপ মন্ডল
সোনার হরিণজান্নাতুল ফেরদৌস রুমাসুব্রত সরকার/জান্নাতুল ফেরদৌস রুমা
উন্মাদ লণএম এন আহসানএম এন আহসান
বহে প্রান্তজনমলয় ভৌমিকফয়েজ জহির
দায়দায়িত্বমলয় ভৌমিকমলয় ভৌমিক
চেনা গাঁয়ের কেচ্ছাএস. এম. আবু বকরএস. এম. আবু বকর
ভাবমূর্তিমলয় ভৌমিকমলয় ভৌমিক
সুনাগরিকের সন্ধানেমলয় ভৌমিকমলয় ভৌমিক
সংক্রমণমলয় ভৌমিকমলয় ভৌমিক
ভূমিকন্যামলয় ভৌমিকমলয় ভৌমিক
রথের রশিরবীন্দ্রনাথ ঠাকুরমলয় ভৌমিক
প্রতিপক্ষমলয় ভৌমিকমলয় ভৌমিক
উত্তরখনামলয় ভৌমিকমলয় ভৌমিক
ভূতযোবায়ের শাওনযোবায়ের শাওন
দুর্জন বর্জনমলয় ভৌমিকমলয় ভৌমিক
জাগরণের পালাগানমলয় ভৌমিকমলয় ভৌমিক
দণ্ডমলয় ভৌমিকমলয় ভৌমিক
এক টুকরো একাত্তরএস. এম. আবু বকরএস. এম. আবু বকর
ইন্টারঘ্যাঁটমলয় ভৌমিকমলয় ভৌমিক
এন্তারনেটমলয় ভৌমিকমলয় ভৌমিক
হত্যার শিল্পকলামলয় ভৌমিকমলয় ভৌমিক
ম্যাওসংকেত্তনমলয় ভৌমিকমলয় ভৌমিক
বুদেরামের কূপে পড়া[6]মলয় ভৌমিকমলয় ভৌমিক

তথ্যসূত্র

  1. "অনুশীলন নাট্যদলের ৪০ বছরে পদার্পণ"। ২০১৮-১০-১৮। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৮
  2. "নাট্যগোষ্ঠী"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০৪
  3. "দর্শকের বোধে ধাক্কা দিতে চাই"প্রথম আলো। ১৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২০
  4. "অনুশীলন নাট্যদল, প্রযোজনা-৬৩, বুদেরামের কূপে পড়া নাটকের প্রকাশিত প্রচারপত্র"। ১৮ ডিসেম্বর ২০১৮।
  5. "মঞ্চনাট্য-সাংস্কৃতিক অঙ্গনে রাবি'র অনুশীলন নাট্যদল"। ২৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২০
  6. "বোধে ধাক্কা দিয়ে গেল বুদেরামের কূপে পড়া"। ২০১৯-০২-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.