বাংলাদেশের নাট্যগোষ্ঠী

নাট্যগোষ্ঠী সাধারণত মঞ্চে বা সম্পর্কিত মাধ্যমে নাট্যাভিনয় প্রদর্শনকারী সংগঠন বা দল হিসেবে পরিচিত। ঐতিহাসিকভাবে ১৭৯৫ সালে, হেরাসিম স্তেপানোভিচ কলকাতায় বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠার মধ্য দিয়ে উপমহাদেশের সর্বপ্রথম নাট্যগোষ্ঠীর গোড়াপত্তনের ঘটান। ভারত বিভাজনের পূর্ব বাংলায় নাট্যচর্চা অব্যাহত রাখার জন্য ঢাকায় একাধিক নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিলো, যার মধ্যে ইলিশিয়াম থিয়েটার (১৮৮৮), ক্রাউন থিয়েটার (১৮৯০-৯২) উল্লেখযোগ্য। পাশাপাশি ঢাকার বাইরেও তৈরি হতে তাকে স্থানীয় নাট্যগোষ্ঠী, যার মধ্যে খুলনা থিয়েটার (১৯০০), করোনেশন ড্রামাটিক ক্লাব (টাঙ্গাইল, ১৯১১), দিনাজপুর নাট্য সমিতি (১৯১৩) অগ্রগন্য। ভারত বিভাজনের পর ১৯৪৭ সালে আরো কিচু নতুন নাট্যগোষ্ঠী তৈরি হয়, যার মধ্যে হাবিব প্রডাকসন্স (ঢাকা, ১৯৫২), ড্রামা সার্কেল (ঢাকা, ১৯৫৫), খেয়ালী গ্রুপ থিয়েটার (বরিশাল, ১৯৬৯) উল্লেখযোগ্য।[1]

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু নাট্যগোষ্ঠী গঢ়ে ওঠে। বাংলাদেশের নাট্যচর্চার ক্ষেত্রে যেসকল নাট্যগোষ্ঠী বিশেষ পরিচিতি লাভ করেছে তাদের সংক্ষিপ্ত তালিকা নিচে রাকা হলো:[1]

নাট্যগোষ্ঠীস্থানপ্রতিষ্ঠাবিলুপ্তি
অনন্যা ’৭৯কুষ্টিয়া১৯৭৯
অনির্বাণ সাংস্কৃতিক সংগঠনদর্শনা১৯৮৩
অনুশীলন নাট্যদলরাজশাহী১৯৭৯
অরিন্দম নাট্য সম্প্রদায়চট্টগ্রাম১৯৭৪
আরণ্যক নাট্যদলঢাকা১৯৭১
ইলিশিয়াম থিয়েটারঢাকা১৮৮৮
করোনেশন ড্রামাটিক ক্লাবটাঙ্গাইল১৯১১
ক্রাউন থিয়েটারঢাকা১৮৯০১৮৯২
খুলনা থিয়েটারখুলনা১৯০০
খেয়ালী গ্রুপ থিয়েটারবরিশাল১৯৬৯
গণায়ন নাট্য সম্প্রদায়চট্টগ্রাম১৯৭৫
জনান্তিক নাট্য সম্প্রদায়কুমিল্লা১৯৭৮
ডায়মন্ড জুবিলি থিয়েটারঢাকা১৮৯৭
ড্রামা সার্কেলঢাকা১৯৫৬
ঢাকা থিয়েটারঢাকা১৯৭৩
ঢাকা পদাতিকঢাকা১৯৮০
ঢাকা লিটল থিয়েটারঢাকা১৯৭৮
তরুণ সম্প্রদায়সিরাজগঞ্জ১৯৭৮
তির্যক নাট্যগোষ্ঠীচট্টগ্রাম১৯৯০
তির্যক নাট্যদলচট্টগ্রাম১৯৭৪
থিয়েটার ’৭৩চট্টগ্রাম১৯৭৩
থিয়েটার (আরামবাগ)ঢাকা১৯৮৩
থিয়েটার (তোপখানা)ঢাকা?
থিয়েটার (বেইলি রোড)ঢাকা১৯৭২
দিনাজপুর নাট্য সমিতিদিনাজপুর১৯১৩
নবরূপীদিনাজপুর১৯৬৩
নাগরিক নাট্য সম্প্রদায়ঢাকা১৯৬৮
নাট্যকেন্দ্রঢাকা১৯৯০
নাট্যচক্রঢাকা১৯৭২
নান্দনিক নাট্য সম্প্রদায়ঢাকা১৯৭৭
নারায়ণগঞ্জ থিয়েটারনারায়ণগঞ্জ১৯৭৬
পদাতিক নাট্য সংসদঢাকা১৯৭৮
ফরিদপুর থিয়েটারফরিদপুর১৯৯০
বগুড়া থিয়েটারবগুড়া১৯৮০
বগুড়া নাট্যগোষ্ঠীবগুড়া১৯৭২
বরিশাল নাটকবরিশাল১৯৭৭
বহুবচনঢাকা১৯৭২
বোধন থিয়েটারকুষ্টিয়া১৯৭৯
যাত্রিক নাট্যগোষ্ঠীকুমিল্লা১৯৭৫
রঙ্গরূপ নাট্য একাডেমীঢাকা১৯৭৫
লোকনাট্য দলঢাকা১৯৮১
শব্দাবলী গ্রুপ থিয়েটারবরিশাল১৯৭৮
শিখা সংসদরংপুর১৯৬৬
সন্ধানী নাট্যচক্রসিলেট১৯৮১
সুরমা থিয়েটারসিলেট১৯৮৩
হাবিব প্রোডাকশন্সঢাকা১৯৫২

শিল্পনাট দিনাজপুর ২০০০

সাত্ত্বিক নাট্য সম্প্রদায় ১৯৯৪

তথ্যসূত্র

  1. শামীমা আক্তার (২০১২)। "নাট্যগোষ্ঠী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীরবাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901। ওসিএলসি 883871743

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.