মিষ্টি দই

মিষ্টি দই অথবা মিঠা দই হল ছানা, দুধ আর দই দিয়ে তৈরি একধরনের মিষ্টি।[1] এই ধরনের দই সচরাচর পাওয়া যায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এই তিন জায়গায়। [2] এটি তৈরি হয় দুধ, দই, ছানা, চিনি এই চার রকমের জিনিস দিয়ে। [3]

মিষ্টি দই
মাটির পাত্রে মিষ্টি দই
অন্যান্য নামমিঠা দই
ধরনদই
প্রকারমিষ্টি
উৎপত্তিস্থলবাংলাদেশ,ভারত (পশ্চিমবঙ্গ)
অঞ্চল বা রাজ্যবঙ্গ
প্রধান উপকরণদুধ, দই, ছানা, চিনি
ভিন্নতাবগুড়ার দই, সাদা দই, নবদ্বীপের লাল দই
রন্ধনপ্রণালী: মিষ্টি দই  মিডিয়া: মিষ্টি দই

তৈরি পদ্ধতি

মিষ্টি দই পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশএর একটি জনপ্রিয় মিষ্টান্ন। ফুটন্ত দুধ যখন একটু ঘন হয়ে আসে তখন তার মধ্যে চিনি মিশিয়ে তৈরি করা হয় এই মিষ্টি দই এবং এই অবস্থায় সারা রাত রেখে দেওয়া হয় যাতে ওই মিশ্রণটি গেঁজিয়ে ওঠে। মাটির ভাঁড়ে সবসময় মিষ্টি দই রাখা হয় তার কারণ হল এই ভাঁড়ের বহুরন্ধ্র ভেদ করে জলীয় বাষ্প যে শুধুমাত্র ওই দই কে ঘন রাখতে সাহায্য করে তা নয়, এছাড়াও দই তৈরি করার জন্য সঠিক তাপমাত্রা প্রদান করে। প্রায়সময়য়েই এই দইয়ের সাথে এক চিমটি এলাচ মিশিয়ে একে রাখা হয় যাতে সুন্দর সুবাস উৎপন্ন হয়। বেকড দই পশ্চিমের একটি অনুরূপ প্রস্তুতি।

এছাড়াও দই হিন্দু ধর্মের এক সুপ্রসন্ন বলে মনে করা হয়। দুর্গাপুজো, কালীপূজো সবজায়গাতেই এই দইয়ের ব্যবহার দেখতে পাওয়া যায়। [4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Hui, ed. Ramesh C. Chandan, associate editors, Charles H. White, Arun Kilara, Y. H. (২০০৬)। Manufacturing yogurt and fermented milks (1. ed. সংস্করণ)। Ames (Iowa): Blackwell। পৃষ্ঠা 364। আইএসবিএন 9780813823041।
  2. Whyte, Mariam (২০১০)। Bangladesh। New York: Marshall Cavendish Benchmark। পৃষ্ঠা 144। আইএসবিএন 9780761444756।
  3. "Mishti Doi Recipe"। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১২
  4. http://festivals.iloveindia.com/durga-puja/mishti-doi.html

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.