কালোজাম

কালোজাম বা গুলাব জামুন (হিন্দি: गुलाब जामुन, উর্দু: گلاب جامن) দক্ষিণ এশিয়ার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এর একটি জনপ্রিয় মিষ্টি খাদ্য। কালচে-লাল রঙের মিষ্টি; যা ময়দার গোলায় চিনি, ছানামাওয়া মিশিয়ে ঘিয়ে ভেজে সিরায় জ্বাল দিয়ে বানানো হয়। এই মিষ্টি মূল প্রক্রিয়ায় রয়েছে তেলে ভাজা ও সিরাপের মাঝে ভিজিয়ে রাখা। কালোজাম তৈরির উপকরণের মাঝে রয়েছে গুঁড়ো দুধ, তরল দুধ, বেকিং পাউডার, মাওয়া, তেল, পানি, এলাচ গুঁড়ো, কেশার, চিনি। ভূটটার আটাcorn flour কালোজাম বানানো জোংনো খুব ধরকার। মাওয়া 2 রকোমের হয় সাদা আর সবুজ মাওয়া। কালোজাম তৈরির জোংনো সবুজ মাওয়া দরকার হয়। কালোজাম এবন গুলাব জাম তৈরির বিধি দুটো হুবুহু এক। কালোজাম বেসি সময় তেলে ভাজতে হয়, কালো করার জোন্নো। কালোজাম মিশ্রন তৈরির কোরার সময়ে চিনি বেবোহার করা হোয় । চিনি caramalised হয়ে কালা রন তয়রি করে কলোজামের ।

কালোজাম
কালোজাম
অন্যান্য নামগুলাব জামন, Waffle Ball
প্রকারমিষ্টি
উৎপত্তিস্থলভারত উপমহাদেশ
অঞ্চল বা রাজ্যদক্ষিণ এশিয়া
পরিবেশনগরম, ঠান্ডা
প্রধান উপকরণময়দা, ছানা, মাওয়া, চিনির শিরা
ভিন্নতাকালো জামন
খাদ্য শক্তি
(প্রতি পরিবেশনায়)
উচ্চ ক্যালোরি যুক্ত kcal
রন্ধনপ্রণালী: কালোজাম  মিডিয়া: কালোজাম

ইতিহাস

কালোজাম এসেছে একরকম আরবিও মিষ্টি নাম "লৌকোমাদেস" (Loukoumades) থেকে, এই মিষ্টি মোঘল-আমলে খুব জনপ্রিয় ছিল। মাঝে মাঝে সিরাপ ব্যবহার করা হত। এই মিষ্টির কদর সূদুর তুর্কি পর্যন্ত চলে গিয়েছে।

প্রচলিত সামাজিক রীতিনীতি

আজকের দিনে বিভিন্নরকম উৎসব ও উদযাপন যেমন - বিয়ে, ঈদ, পূজা-পার্বণ, দিওয়ালির ভোজ উৎসবে মিষ্টি হিসেবে কালোজাম দেয়া হয়। কালোজাম বিভিন্ন রকমের রয়েছে এবং সব ধরনের কালোজাম স্বতন্ত্র স্বাদযুক্ত।

Kemalরসে ভেজানো কালোজাম

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.