ধাতু
রসায়নে ধাতু বলতে সে সব মৌলিক পদার্থ বোঝায় যেগুলো খুব দ্রুত আয়ন সৃষ্টি করে এবং যেগুলোতে ধাতব বন্ধন রয়েছে।
ধাতব উপাদান |
---|
ক্ষার ধাতুসমূহ |
|
ক্ষারীয় আর্থ ধাতু |
অবস্থান্তর ধাতু |
Post-transition metalসমূহ |
|
ল্যান্থানাইডসমূহ |
অ্যাক্টিনাইডসমূহ |
Elements which are possibly metals |
Elements which are sometimes considered metals |
|
সংকর ধাতু
সংকর ধাতু হল দুই বা ততোধিক উপাদানের মিশ্রণ, যার মূল উপাদান হল ধাতু। বেশিরভাগ বিশুদ্ধ ধাতু নরম, ভঙ্গুর বা ব্যবহারিক কাজের জন্য রাসায়নিকভাবে প্রতিক্রিয়াশীল। সংকর ধাতু গঠনের মুখ্য উদ্দেশ্য হল ধাতুটিকে কম ভঙ্গুর ও শক্ত ও ক্ষয় প্রতিরোধক, বা আরও রঙিন বা ঔজ্জ্বল্য ফুটিয়ে তোলা। বর্তমানে ব্যবহৃত সকল সংকর ধাতুর মধ্যে লোহার সংকরের (ইস্পাত, স্টেইনলেস স্টিল, সংকর ইস্পাত) পরিমাণ ও বাণিজ্যিক মান উভয় দিক থেকেই বেশি।
শ্রেণী
মৌলিক ধাতু
রসায়নে মৌলিক ধাতু বলতে সেসব ধাতুকে বোঝায় যা সহজে জারিত বা ভাঙ্গা যায় এবং হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটিয়ে ধাতব ক্লোরাইড ও হাইড্রোজেন গঠন করতে পারে। উদাহরণ - লোহা, নিকেল, তামা ও দস্তা।
মূল্যবান ধাতু
মূল্যবান ধাতু হল বিরল ধাতব রাসায়নিক উপাদান, যার উচ্চ আর্থিক মূল্য রয়েছে।[1]
ভারী ধাতু
ভারী ধাতু হল তুলনামূলকভাবে গাঢ় ধাতু।[2] আরও সুনির্দিষ্ট সংজ্ঞার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কোনটাই সার্বজনীনভাবে গৃহীত হয় নি।
তথ্যসূত্র
- Walther, John V. (২০১৩-০২-১৫)। Earth's Natural Resources (ইংরেজি ভাষায়)। Jones & Bartlett Publishers। আইএসবিএন 9781449632342।
- Metal contamination (ইংরেজি ভাষায়)। Editions Quae। ২০০৬। আইএসবিএন 9782759200115।