লিথিয়াম

লিথিয়াম একটি রাসায়নিক মৌল যার প্রতীক Li এবং পারমানবিক সংখ্যা । গ্রিক শব্দ λιθoς লিথোস্ "পাথর" থেকে লিথিয়াম ধাতুর নাম হয়েছে।পর্যায় সারণীতে এর অবস্থান ১ নং দলে। লিথিয়াম সবচেয়ে হালকা কঠিন মৌল

লিথিয়াম   Li
পরিচয়
নাম, প্রতীকলিথিয়াম, Li
উচ্চারণ/ˈlɪθiəm/ LI-thee-əm
উপস্থিতিরূপালী-সাদা (তেলের উপর ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে)
পর্যায় সারণীতে লিথিয়াম
H

Li

Na
হিলিয়ামলিথিয়ামবেরিলিয়াম
পারমাণবিক সংখ্যা3
আদর্শ পারমাণবিক ভর6.941(2)
মৌলের শ্রেণীক্ষার ধাতু
শ্রেণী, পর্যায়, ব্লক, পর্যায় , s-ব্লক
ইলেকট্রন বিন্যাস1s2 2s1 or [He]2s1
per shell: 2, 1
ভৌত বৈশিষ্ট্য
দশাকঠিন
গলনাঙ্ক453.69 কে (180.54 °সে, 356.97 °ফা)
স্ফুটনাঙ্ক1615 K (1342 °সে, 2448 °ফা)
ঘনত্ব (ক.তা.-র কাছে)0.534 g·cm−৩ (০ °সে-এ, ১০১.৩২৫ kPa)
তরলের ঘনত্বm.p.: 0.512 g·cm−৩
পরম বিন্দু(extrapolated)
3223 কে, 67 MPa
ফিউশনের এনথালপি3.00 kJ·mol−১
বাষ্পীভবনের এনথালপি147.1 kJ·mol−১
তাপ ধারকত্ব24.860 J·mol−১·K−১
বাষ্প চাপ
P (Pa) ১০ ১০০  k ১০ k ১০ k
at T (K) 797 885 995 1144 1337 1610
পারমাণবিক বৈশিষ্ট্য
জারণ অবস্থা+1, -1 strongly basic oxide
তড়িৎ-চুম্বকত্ব0.98 (পলিং স্কেল)
পারমাণবিক ব্যাসার্ধempirical: 152 pm
সমযোজী ব্যাসার্ধ128±7 pm
ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ182 pm
বিবিধ
কেলাসের গঠন body-centered cubic (bcc)
শব্দের দ্রুতিপাতলা রডে: 6000 m·s−১ (at 20 °সে)
তাপীয় প্রসারাঙ্ক46 µm·m−১·K−১ (২৫ °সে-এ)
তাপীয় পরিবাহিতা84.8 W·m−১·K−১
তড়িৎ রোধকত্ব ও পরিবাহিতা২০ °সে-এ: 92.8 n Ω·m
চুম্বকত্বparamagnetic
ইয়ংয়ের গুণাঙ্ক4.9 GPa
কৃন্তন গুণাঙ্ক4.2 GPa
আয়তন গুণাঙ্ক11 GPa
(মোজ) কাঠিন্য0.6
ক্যাস নিবন্ধন সংখ্যা7439-93-2
সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ
iso NA অর্ধায়ু DM DE (MeV) DP
6Li 7.5% Li 3টি নিউট্রন নিয়ে স্থিত হয়
7Li 92.5% Li 4টি নিউট্রন নিয়ে স্থিত হয়
6Li content may be as low as 3.75% in
natural samples. 7Li would therefore
have a content of up to 96.25%.

আবিষ্কার

১৭৯০ খ্রিষ্টাব্দে ব্রাজিলিয়ান রসায়নবিদ জোস বনিফেকো ডি অ্যান্ড্রাডা ই সিলভা সুইডেনে প্রাপ্ত একটি মাইনে পেটালাইট আবিষ্কার করেন। ১৮১৭ খ্রিষ্টাব্দে জোহান অগাস্টা আর্ফওয়েডসনইয়নস জ্যাকব বার্জেলিয়াস পেটালাইট আকরিক বিশ্লেষণের সময় একটি নতুন মৌলেন অস্তিত্ব আবিষ্কার করেন যা ছিল সোডিয়ামপটাসিয়াম এর সমগোত্রীয়। বার্জেলিয়াস মৌলটির নাম দেন Lithium (Greek lithos= পাথর)। আর্ফওয়েড পরবর্তীতে স্পডুমিনলেপিডোলাইটেও এর উপস্থিতি লক্ষ্য করেন। ১৮১৮ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী ক্রিশ্চিয়ন মেলিন দেখেন যে লিথিয়াম ক্লোরাইড পোড়ালে উজ্জ্বল লাল বর্ণ প্রদর্শন করে। তিনি ও আর্ফওয়েডসন বিশুদ্ধ লিথিয়াম পৃথক করতে চেষ্টা করেন। কিন্তু তারা ব্যার্থ হন। পরবর্তীতে ১৮২১ খ্রিষ্টাব্দে উইলিয়াম থমাস ব্র্যান্ডে লিথিয়াম অক্সাইডকে তড়িৎবিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধ লিথিয়াম পৃথক করতে সমর্থ হলেও তা পরিমাপ করার মতো যথেষ্ট ছিল না। ১৮৫৫ খ্রিষ্টাব্দে জার্মান রসায়নবিদ রবার্ট বুনসেন ও ব্রিটিশ রসায়নবিদ অগাস্টাস মেটিসা লিথিয়াম ক্লোরাইডকে তড়িৎবিশ্লেষণ করে বিশুদ্ধ লিথিয়াম এর আয়তন নিরূপন করেন।

বৈশিষ্ট্য

যৌগসমূহ

রাসায়নিক বিক্রিয়া

ব্যবহার

সবচেয়ে বেশী পরিমাণে লিথিয়াম ব্যবহার করা হয় মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটালইলেকট্রিক ডিভাইসের রিচার্জেবল ব্যাটারীতে। এছাড়াও হার্ট পেসমেকার, খেলনা, ঘড়ি ইত্যাদিতে নন-রিচার্জেবল ব্যাটারী হিসেবে লিথিয়াম ব্যবহৃত হয়। লিথিয়ামকে অ্যালুমিনিয়ামম্যাগনেসিয়াম এর সাথে সংকর ধাতু হিসেবেও ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম-লিথিয়াম সংকর ধাতু আর্মার প্লেটিং হিসেবে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম-লিথিয়াম সংকর ধাতু বিমানপোতে, সাইকেলের ফ্রেমে এবং দ্রুতগতির ট্রেনে ব্যবহার করা হয়। কাঁচ শিল্পে লিথিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। লিথিয়াম ক্লোরাইড একটি তীব্রমাত্রার জলাকর্ষী পদার্থ এবং এটি এয়ার কন্ডিশনিংইন্ডাস্ট্রিয়াল ড্রাইং সিস্টেমে বহুল প্রচলিত। লিথিয়াম স্টিয়ারেটকে উচ্চ তাপমাত্রার লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়। লিথিয়াম কার্বনেট ম্যানিক ডিপ্রেশন এর ওষধ তৈরীতে ব্যবহৃত হয়। হাইড্রোজেন ফুয়েল সংরক্ষণেও ব্যবহৃত হয় লিথিয়াম হাইড্রাইড

তথ্যসূত্র

    আরও দেখুন

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.