ফিউশনের এনথালপি
ফিউশনের এনথালপি বা ফিউশন তাপ হলো কোনো পদার্থের ১ মৌলকে তরল অবস্থা থেকে কঠিনে বা কঠিন থেকে তরলে পরিণত করতে প্রযুক্ত বা নির্গত মোট তাপ শক্তির পরিমাণ। একে মাঝে মাঝে ফিউশনের সুপ্ত তাপ বা ফিউশনের প্রমিত এনথালপি পরিবর্তন বলা হয়। যে তাপমাত্রায় এই প্রক্রিয়াটি সংঘটিত হয় তাকে গলনাংক বলা হয়।
সাধারণ উপাদানের রেফারেন্স মান
তৃতীয় পর্যায়ে ফিউশনের এনথালপি পরিবর্তন।

Standard enthalpy change of fusion of period two of the periodic table of elements.
উপাদান | ফিউশন তাপ (ক্যাল./গ্রাম) | ফিউশন তাপ (কেজে/কেজি) |
---|---|---|
পানি | 79.72 | 334.0 |
মিথেন | 13.96 | 58.41 |
ইথেন | 22.73 | 95.10 |
প্রোফেন | 19.11 | 79.96 |
মিথানল | 23.70 | 99.16 |
ইথানল | 26.05 | 108.99 |
গ্লাইসেরল | 47.95 | 200.62 |
ফরমিক এসিড | 66.05 | 276.35 |
এসেটিক এসিড | 45.91 | 192.09 |
এসেটন | 23.42 | 97.99 |
বেনজিন | 30.45 | 127.40 |
মিরিসটিক এসিড | 47.49 | 198.70 |
পালমিটিক এসিড | 39.18 | 163.93 |
স্টিয়ারিক এসিড | 47.54 | 198.91 |
প্যারাফিন মোম (C25H52) | 47.8-52.6 | 200–220 |
এই মানগুলো সিআরসি'র Handbook of Chemistry and Physics, ৬২তম সংস্করণ থেকে নেয়া হয়েছে। এই টেবিলে ব্যবহৃত ক্যাল./গ্রাম এবং কেজে/কেজি'র মধ্যে মান পরির্বতনে হিসাব করা হয়েছে রাসায়নিকতাপ ক্যালরি (thermochemical calorie) (calth) = 4.184 জুল, যদিও আন্তর্জাতিক স্টিম টেবিল ক্যালরি (calINT) = 4.1868 জুল হিসাব করা হয়।
আরো দেখুন
- ফিউশন
- তাপ
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.