বেনজিন

বেনজিন এক প্রকার জৈব যৌগ, যার আণবিক সংকেত C6H6। কখনো কখনো এর সংক্ষিপ্ত Ph-H রূপে লেখা হয়। বেনজিন বর্ণহীন, উচ্চদাহ্য, মিষ্টি গন্ধযুক্ত এবং উচ্চ গলনাঙ্কের তরল পদার্থ। ঔষধ, প্লাস্টিক, কৃত্রিম রাবাররঞ্জক প্রস্তুত করতে বেনজিন একটি বাণিজ্যিক দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়।

বেঞ্জিন
নামসমূহ
ইউপ্যাক নাম
বেঞ্জিন
অন্যান্য নাম
বেঞ্জল
cyclohexa-1,3,5-triene
শনাক্তকারী
সিএএস নম্বর
ত্রিমাত্রিক মডেল (জেমল)
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০০০.৬৮৫
পাবকেম CID
আরটিইসিএস নম্বর CY1400000
বৈশিষ্ট্য
C6H6
আণবিক ভর ৭৮.১১ g·mol−১
বর্ণ রংহীন তরল
ঘনত্ব ০.৮৭৬৫(২০) গ্রাম/সে.মি. [1]
গলনাঙ্ক ৫.৫ °সে (৪১.৯ °ফা; ২৭৮.৬ K)
স্ফুটনাঙ্ক ৮০.১ °সে (১৭৬.২ °ফা; ৩৫৩.২ K)
পানিতে দ্রাব্যতা
০.৮ গ্রাম/লিটার (১৫ °C)
সান্দ্রতা ০.৬৫২ cPতে ২০ °C
ডায়াপল মুহূর্ত D
ঝুঁকি প্রবণতা
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি)
সহজদাহ্য (F)
Carc. Cat. 1
Muta. Cat. 2
Toxic (T)
আর-বাক্যাংশ আর৪৫, আর৪৬, আর১১, আর৩৬/৩৮,আর৪৮/২৩/২৪/২৫, আর৬৫
এস-বাক্যাংশ এস৫৩, এস৪৫
এনএফপিএ ৭০৪
ফ্ল্যাশ পয়েন্ট −১১ °C
সম্পর্কিত যৌগ
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
Y যাচাই করুন (এটি কি YN ?)
তথ্যছক তথ্যসূত্র
এক বোতল বেঞ্জিন । এর গায়ে বেঞ্জিন একটি বিষাক্ত ও দাহ্য তরল সর্তকীকরণ চিহ্ন দেওয়া আছে।

গঠন

বেনজিনের বিভিন্ন উপস্থাপনা

বেনজিনের ধর্ম

বেনজিন কম গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ অথবা তরল। আণবিক ভর বৃদ্ধির সাথে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। [2] বেনজিনে ইলেকট্রফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। বেনজিনে বহু-প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। বেনজিন বলয়ে প্রতিস্থাপক দুই প্রকার হতে পারে। যথা:

  • অর্থো-প্যারা নির্দেশক গ্রুপ


  • মেটা নির্দেশক গ্রপ

বেনজিনের রেজোন্যান্স বা অনুরণন ধর্ম আছে।

ব্যবহার

Major commodity chemicals and polymers derived from benzene

তথ্যসূত্র

  1. David R. Lide, ed.। ""Physical Constants of Organic Compounds", in CRC Handbook of Chemistry and Physics, Internet Version 2005, <http://www.hbcpnetbase.com>"। CRC Press
  2. কবীর, গাজী মো. আহসানুল এবং ইসলাম, মো. রবিউল ২০১৯. রসায়ন দ্বিতীয় পত্র: একাদশ ও দ্বাদশ শ্রেণি. (পঞ্চম সংস্করণ). অ্যাবাকাস পাবলিকেশন্স, ঢাকা. আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৭৬৭৬-৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.