ডুবনিয়াম

ডুবনিয়াম একটি রাসায়নিক উপাদান যার প্রতীক Db এবং পারমাণবিক সংখ্যা ১০৫। রাশিয়ার ডুবনা শহরের নামানুসারে এটার নামকরণ করা হয়, কারণ সেখানই এটার প্রথম উৎপত্তি। এটি একটি কৃত্রিম উপাদান এবং তেজস্ক্রিয়; সবচেয়ে পরিচিত স্থিতিশীল আইসোটোপ ডুবনিয়াম-২৬৮, এটির প্রায় ২৮ ঘন্টার অর্ধেক জীবন রয়েছে।[8]

ডুবনিয়াম   ১০৫Db
পরিচয়
নাম, প্রতীকডুবনিয়াম, Db
উচ্চারণ/ˈdbniəm/ (শুনুন)
DOOB-nee-əm
পর্যায় সারণীতে ডুবনিয়াম
Ta

Db

(Ups)
রাদারফোর্ডিয়ামডুবনিয়ামসিবোরজিয়াম
পারমাণবিক সংখ্যা105
আদর্শ পারমাণবিক ভর[২৬৮]
মৌলের শ্রেণীঅবস্থান্তর ধাতু
শ্রেণী, পর্যায়, ব্লক, পর্যায় , ডি-ব্লক
ইলেকট্রন বিন্যাস[Rn[ 5f14 6d3 7s2 (predicted)[1]
per shell: ২, ৮, ১৮, ৩২, ৩২, ১১, ২ (predicted)
ভৌত বৈশিষ্ট্য
দশাকঠিন (predicted)[2]
ঘনত্ব (ক.তা.-র কাছে)২৯.৩ g·cm−৩ (predicted)[1][3] (০ °সে-এ, ১০১.৩২৫ kPa)
পারমাণবিক বৈশিষ্ট্য
জারণ অবস্থা, (৪), (৩)[1][3] (parenthesized oxidation states are predictions)
আয়নীকরণ বিভব১ম: ৬৬৪.৮ kJ·mol−১
২য়: ১৫৪৬.৭ kJ·mol−১
৩য়: ২৩৭৮.৪ kJ·mol−১
(আরও) (all estimated)[1]
পারমাণবিক ব্যাসার্ধempirical: ১৩৯ pm (estimated)[1]
সমযোজী ব্যাসার্ধ১৪৯ pm (estimated)[4]
বিবিধ
কেলাসের গঠন body-centered cubic (bcc) (predicted)[2]
ক্যাস নিবন্ধন সংখ্যা53850-35-4
ইতিহাস
নামকরণরাশিয়ার ডুবনা শহরের নামে নামকরণ করা হয়
আবিষ্কারযুগ্ম পরমাণু গবেষণা প্রতিষ্ঠান (১৯৬৮)
সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ
iso NA অর্ধায়ু DM DE (MeV) DP
২৬২Db কৃ ৩৪ সে.[5][6] ৬৭% α ৮.৬৬,
৮.৪৫
২৫৮Lr
৩৩% SF
২৬৩Db কৃ ২৭ সে. ৫৬%SF
৪১% α ৮.৩৬ ২৫৯Lr
৩% ε ২৬৩mRf
২৬৬Db কৃ ২২ মি.[6] SF
ε ২৬৬Rf
২৬৭Db কৃ ১.২ ঘ.[6] SF
২৬৮Db কৃ ২৯ ঘ.[6] SF
ε ২৬৮Rf
২৭০Db কৃ ২৩.১৫ ঘ.[7] SF

তথ্যসূত্র

  1. Haire, Richard G. (২০০৬)। "Transactinides and the future elements"। Morss; Edelstein, Norman M.; Fuger, Jean। The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd সংস্করণ)। Dordrecht, The Netherlands: Springer Science+Business Mediaআইএসবিএন 1-4020-3555-1।
  2. Östlin, A.; Vitos, L. (২০১১)। "First-principles calculation of the structural stability of 6d transition metals"। Physical Review B84 (11)। doi:10.1103/PhysRevB.84.113104বিবকোড:2011PhRvB..84k3104O
  3. Fricke, Burkhard (১৯৭৫)। "Superheavy elements: a prediction of their chemical and physical properties"Recent Impact of Physics on Inorganic Chemistry21: 89–144। doi:10.1007/BFb0116498। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৩
  4. Chemical Data. Dubnium - Db, Royal Chemical Society
  5. Münzenberg, G.; Gupta, M. (২০১১)। "Production and Identification of Transactinide Elements": 877। doi:10.1007/978-1-4419-0720-2_19
  6. Six New Isotopes of the Superheavy Elements Discovered. Berkeley Lab. News center. October 26, 2010
  7. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1103/PhysRevLett.104.142502, এর পরিবর্তে দয়া করে |doi=10.1103/PhysRevLett.104.142502 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  8. Physical experiments determined a half-life of ~16 h whilst chemical experiments provided a value of ~32 h. The half-life is often taken as ~28 h due to the higher number of atoms detected by chemical means
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.